ETV Bharat / state

Madan Mitra: 'ওহ লাভলি' মুক্তির দিনে দুরু দুরু বুকে বিধানসভায় মদন, ছবি দেখার আমন্ত্রণ সতীর্থদের - মদন মিত্র

Madan Mitra's Film Oh Lovely Releases: তাঁর ছবি 'ওহ লাভলি' মুক্তির দিনে দুরু দুরু বুকে বিধানসভায় দেখা গেল বিধায়ক মদন মিত্রকে ৷ এই ছবি দেখার জন্য তাঁর সতীর্থদের আহ্বান জানিয়েছেন তিনি ৷

Madan Mitra
মদন মিত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:17 PM IST

কলকাতা, 25 অগস্ট: বুক দুরু দুরু । রাজনীতির আঙিনায় দীর্ঘদিনের নাম মদন মিত্র । কিন্তু রুপোলি পর্দায় অভিনয়ে আজই হাতে খড়ি হল মদনের । তাঁর বহুল চর্চিত সিনেমা 'ওহ লাভলি' মুক্তির দিন দুরু দুরু বুকে তাঁকে দেখা গেল বিধানসভায় । তাঁর ছবি দেখার জন্য এ দিন সতীর্থদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷

বিধানসভায় তখন দ্বিতীয়ার্ধে ভূমি দফতরের একটি বিল বাতিলের প্রক্রিয়া চলছে । কেতাদূরস্ত পাঞ্জাবিতে তিনি সরাসরি ঢুকলেন কক্ষে । চোখে ছিল তাঁর দামি সানগ্লাস, পরনে ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি । বরাবরই ফ্যাশনের প্রশ্নে বেশ খুতখুঁতে মদন মিত্র । তার উপর এ দিন বিশেষ দিন বলে কথা । তাই তাঁর সাজগোজ ছিল যথেষ্ট পরিপাটি । প্রথমে দেবাশিস কুমার, তারপর তাপস রায়, লাভলি মিত্র একে একে তৃণমূল বিধায়কদের কাছে গিয়ে কথা বলতে শুরু করেন । সতীর্থরা একে একে তাঁকে শুভকামনা জানান । বিধানসভার অন্দরে তখন গুরুগম্ভীর বিষয়ে আলোচনা থাকলেও সাংবাদিকদের নজর ছিল মদনের দিকেই ।

এরপর তিনি সরাসরি চলে যান ট্রেজারি বেঞ্চে বসে থাকা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে । অরূপ বিশ্বাসের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাঁকে সঙ্গে নিয়ে যান অধ্যক্ষের চেয়ারের কাছে । যদিও সে সময় তাঁদের মধ্যে আলোচনার বিষয়বস্তু কী ছিল তা বোঝার উপায় ছিল না । তবে পরে বিধানসভার বাইরে মদন মিত্রের সঙ্গে দেখা হলে তিনি জানান, সতীর্থ বিধায়ক এমনকী অধ্যক্ষকেও তাঁর নয়া ছবি দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি । কিন্তু অধ্যক্ষ জবাবে তাঁকে কী জানিয়েছেন তা অবশ্য জানা যায়নি ।

আরও পড়ুন: মদনের ছবির গানে কণ্ঠ দিলেন সোনু, দর্শকের কেমন লাগল 'মায়াবী ঠিকানায়'?

এ দিন বিধানসভা থেকে বেরোনোর সময় মদন মিত্র সাংবাদিকদের জানিয়ে যান, বিধানসভা থেকে বেরিয়ে তিনি সরাসরি যাবেন বরানগরের সোনালি হলে । সেখানে হরনাথ চক্রবর্তী এবং এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সন্ধ্যায় নিজের ফিল্ম দেখবেন । তিনি জানিয়েছেন, আপাতত 70টি হলে এই ছবি চলছে । তিনি সকলের ভালোবাসা চেয়েছেন । একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, আগামী দিনে বিভিন্ন সিনেমা হলে তিনি যাবেন । কারণ তিনি জানেন, মদন মিত্র সিনেমা হলে গেলে সেখানে মানুষের ভিড় হবেই ।

কলকাতা, 25 অগস্ট: বুক দুরু দুরু । রাজনীতির আঙিনায় দীর্ঘদিনের নাম মদন মিত্র । কিন্তু রুপোলি পর্দায় অভিনয়ে আজই হাতে খড়ি হল মদনের । তাঁর বহুল চর্চিত সিনেমা 'ওহ লাভলি' মুক্তির দিন দুরু দুরু বুকে তাঁকে দেখা গেল বিধানসভায় । তাঁর ছবি দেখার জন্য এ দিন সতীর্থদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷

বিধানসভায় তখন দ্বিতীয়ার্ধে ভূমি দফতরের একটি বিল বাতিলের প্রক্রিয়া চলছে । কেতাদূরস্ত পাঞ্জাবিতে তিনি সরাসরি ঢুকলেন কক্ষে । চোখে ছিল তাঁর দামি সানগ্লাস, পরনে ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি । বরাবরই ফ্যাশনের প্রশ্নে বেশ খুতখুঁতে মদন মিত্র । তার উপর এ দিন বিশেষ দিন বলে কথা । তাই তাঁর সাজগোজ ছিল যথেষ্ট পরিপাটি । প্রথমে দেবাশিস কুমার, তারপর তাপস রায়, লাভলি মিত্র একে একে তৃণমূল বিধায়কদের কাছে গিয়ে কথা বলতে শুরু করেন । সতীর্থরা একে একে তাঁকে শুভকামনা জানান । বিধানসভার অন্দরে তখন গুরুগম্ভীর বিষয়ে আলোচনা থাকলেও সাংবাদিকদের নজর ছিল মদনের দিকেই ।

এরপর তিনি সরাসরি চলে যান ট্রেজারি বেঞ্চে বসে থাকা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে । অরূপ বিশ্বাসের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাঁকে সঙ্গে নিয়ে যান অধ্যক্ষের চেয়ারের কাছে । যদিও সে সময় তাঁদের মধ্যে আলোচনার বিষয়বস্তু কী ছিল তা বোঝার উপায় ছিল না । তবে পরে বিধানসভার বাইরে মদন মিত্রের সঙ্গে দেখা হলে তিনি জানান, সতীর্থ বিধায়ক এমনকী অধ্যক্ষকেও তাঁর নয়া ছবি দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি । কিন্তু অধ্যক্ষ জবাবে তাঁকে কী জানিয়েছেন তা অবশ্য জানা যায়নি ।

আরও পড়ুন: মদনের ছবির গানে কণ্ঠ দিলেন সোনু, দর্শকের কেমন লাগল 'মায়াবী ঠিকানায়'?

এ দিন বিধানসভা থেকে বেরোনোর সময় মদন মিত্র সাংবাদিকদের জানিয়ে যান, বিধানসভা থেকে বেরিয়ে তিনি সরাসরি যাবেন বরানগরের সোনালি হলে । সেখানে হরনাথ চক্রবর্তী এবং এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সন্ধ্যায় নিজের ফিল্ম দেখবেন । তিনি জানিয়েছেন, আপাতত 70টি হলে এই ছবি চলছে । তিনি সকলের ভালোবাসা চেয়েছেন । একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, আগামী দিনে বিভিন্ন সিনেমা হলে তিনি যাবেন । কারণ তিনি জানেন, মদন মিত্র সিনেমা হলে গেলে সেখানে মানুষের ভিড় হবেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.