ETV Bharat / state

জন্মদিন পালন, মানালির সঙ্গে মদন - actress manali

এবারের জন্মদিনে বিশেষ উপহার পেলেন অভিনেত্রী মানালি দে । বড় ফুলের তোড়া নিয়ে তার বাড়িতে উপস্থিত কামারহাটির বিধায়ক মদন মিত্র।

জন্মদিন পালন মানালির সঙ্গে মদন মিত্র
জন্মদিন পালন মানালির সঙ্গে মদন মিত্র
author img

By

Published : May 7, 2021, 9:14 AM IST

কলকাতা, ৭ মে: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী মানালি দে । একাধিক সিরিয়াল এবং সিনেমা দর্শকদের উপহার দিয়ে পৌঁছেছেন জনপ্রিয়তার শীর্ষে । অভিনেত্রী মানালির জন্মদিন আজ । বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালে রাখতেই ভালবাসেন অভিনেত্রী । তাই নিজের জন্মদিন পালন বিষয়ে খুব একটা উচ্ছ্বসিত নন অভিনেত্রী ।

তবে এবারের জন্মদিন মানালি অন্যান্যবারের থেকে বেশ আলাদা । মানালির জন্মদিনে তার বাড়িতে সটান উপস্থিত মদন মিত্র । বিধানসভার শপথ বাক্য পাঠের পরে আসতো বড় ফুলের তোড়া নিয়ে মানালির বাড়িতে হাজির কামারহাটির বিধায়ক মদন মিত্র । জন্মদিনে মদন মিত্রের উপস্থিতিতে বেজায় খুশি অভিনেত্রী । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মদন মিত্রের সাথে বিশেষ মুহূর্তের ছবি পোষ্ট করে লেখেন "জন্মদিনের প্রাপ্তি । অনেক ধন্যবাদ দাদা এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে এলেন । ভাল থাকুন সুস্থ থাকুন ।"

তাছাড়াও সঙ্গে ছিলেন পরিচালক অভিমুন্য । উল্লেখ্য গত বছর লকডাউনের মধ্যে অভিমুন্যকে বিয়ে করে মানালি । অভিমুন্য ও মানলির বিয়েটাও ছিল তার জন্মদিন পালনের মতই সাদামাটা ।

কলকাতা, ৭ মে: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী মানালি দে । একাধিক সিরিয়াল এবং সিনেমা দর্শকদের উপহার দিয়ে পৌঁছেছেন জনপ্রিয়তার শীর্ষে । অভিনেত্রী মানালির জন্মদিন আজ । বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালে রাখতেই ভালবাসেন অভিনেত্রী । তাই নিজের জন্মদিন পালন বিষয়ে খুব একটা উচ্ছ্বসিত নন অভিনেত্রী ।

তবে এবারের জন্মদিন মানালি অন্যান্যবারের থেকে বেশ আলাদা । মানালির জন্মদিনে তার বাড়িতে সটান উপস্থিত মদন মিত্র । বিধানসভার শপথ বাক্য পাঠের পরে আসতো বড় ফুলের তোড়া নিয়ে মানালির বাড়িতে হাজির কামারহাটির বিধায়ক মদন মিত্র । জন্মদিনে মদন মিত্রের উপস্থিতিতে বেজায় খুশি অভিনেত্রী । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মদন মিত্রের সাথে বিশেষ মুহূর্তের ছবি পোষ্ট করে লেখেন "জন্মদিনের প্রাপ্তি । অনেক ধন্যবাদ দাদা এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে এলেন । ভাল থাকুন সুস্থ থাকুন ।"

তাছাড়াও সঙ্গে ছিলেন পরিচালক অভিমুন্য । উল্লেখ্য গত বছর লকডাউনের মধ্যে অভিমুন্যকে বিয়ে করে মানালি । অভিমুন্য ও মানলির বিয়েটাও ছিল তার জন্মদিন পালনের মতই সাদামাটা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.