ETV Bharat / state

"নতুন করে শক্তি নিয়ে যাচ্ছি", দক্ষিণেশ্বর মন্দিরের ভিজ়িটর্স বুকে অমিত শাহ - কলকাতায় অমিত শাহ

"আজ দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়েছি । দেশের উপর সবসময় মায়ের আশীর্বাদ রয়েছে ।" দক্ষিণেশ্বর মন্দির পুজো দেওয়ার পর ভিজ়িটর্স বুকে লিখলেন অমিত শাহ ।

Amit Shah in Dakhineswar
দক্ষিণেশ্বরে অমিত শাহ
author img

By

Published : Nov 6, 2020, 8:34 PM IST

কলকাতা, 6 নভেম্বর : দু'দিনের সফরে বাংলায় এসেছেন অমিত শাহ । আজ দ্বিতীয় দিন । দিনের শুরুতেই তিনি যান দক্ষিণেশ্বরের কালী মন্দিরে । পুজো দেন সেখানে । আজ দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে বাংলার আধ্যাত্মিক গরিমার কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

দক্ষিণেশ্বর মন্দির পুজো দেওয়ার পর ভিজ়িটর্স বুকে তিনি লেখেন, " আজ দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়েছি । দেশের উপর সবসময় মায়ের আশীর্বাদ রয়েছে । ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের কৃপাদৃষ্টি রয়েছে এই পবিত্রস্থানে । আমি এখান থেকে নতুন করে শক্তি নিয়ে যাচ্ছি ।" সবশেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে ।

Amit Shah in Dakhineswar
দক্ষিণেশ্বর মন্দিরের ভিজ়িটর্স বুকে অমিত শাহ-র লেখা

দক্ষিণেশ্বরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "বাংলার এই ভূমি পবিত্র ভূমি । বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে ।" আজ অমিত শাহ-র সফরকে ঘিরে সকাল থেকেই গোটা মন্দির চত্বরকে মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার বলয়ে ।

কলকাতা, 6 নভেম্বর : দু'দিনের সফরে বাংলায় এসেছেন অমিত শাহ । আজ দ্বিতীয় দিন । দিনের শুরুতেই তিনি যান দক্ষিণেশ্বরের কালী মন্দিরে । পুজো দেন সেখানে । আজ দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে বাংলার আধ্যাত্মিক গরিমার কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

দক্ষিণেশ্বর মন্দির পুজো দেওয়ার পর ভিজ়িটর্স বুকে তিনি লেখেন, " আজ দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়েছি । দেশের উপর সবসময় মায়ের আশীর্বাদ রয়েছে । ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের কৃপাদৃষ্টি রয়েছে এই পবিত্রস্থানে । আমি এখান থেকে নতুন করে শক্তি নিয়ে যাচ্ছি ।" সবশেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে ।

Amit Shah in Dakhineswar
দক্ষিণেশ্বর মন্দিরের ভিজ়িটর্স বুকে অমিত শাহ-র লেখা

দক্ষিণেশ্বরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "বাংলার এই ভূমি পবিত্র ভূমি । বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে ।" আজ অমিত শাহ-র সফরকে ঘিরে সকাল থেকেই গোটা মন্দির চত্বরকে মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার বলয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.