কলকাতা, 20 এপ্রিল: অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ এই রাজ্যগুলিতে শাসকের ভূমিকায় আছে বিভিন্ন বিজেপি-বিরোধী দল ৷ বিরোধীদের অভিযোগ, ঠিক এই কারণে রাজ্যপাল পদটিকে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্য়ের সরকারগুলিকে নানাভাবে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে । পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তামিলনাড়ুতে একই ঘটনা ঘটছে বলে দাবি বিরোধী শিবিরের ৷
এমতাবস্থায় জোটবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাতে তাঁকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, এক্ষেত্রে তিনি অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একত্রিত হয়ে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন ৷ সূত্রে জানা গিয়েছে, দু'জনের মধ্যে বুধবার সন্ধ্যায় কথা হয় ।
এরপর এমকে স্ট্য়ালিন তাঁদের এই ফোনালাপের কথা সোশাল মিডিয়ায় লিখে জানান ৷ তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমার সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ অবিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালদের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরোধিতায় আমরা পদক্ষেপ করছি ৷ তার প্রশংসা করেন এবং সমর্থন জানিয়েছেন তিনি ৷ এছাড়া আমাদের পরবর্তী পদক্ষেপ স্থির করতে বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন তিনি ৷"
-
Hon WB CM @MamataOfficial spoke to me over phone to express her solidarity & admiration for our initiatives against the undemocratic functioning of Governors in non-BJP ruled states & suggested that all the Opposition CMs meet to decide the next course of action.#தீ_பரவட்டும்!
— M.K.Stalin (@mkstalin) April 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hon WB CM @MamataOfficial spoke to me over phone to express her solidarity & admiration for our initiatives against the undemocratic functioning of Governors in non-BJP ruled states & suggested that all the Opposition CMs meet to decide the next course of action.#தீ_பரவட்டும்!
— M.K.Stalin (@mkstalin) April 19, 2023Hon WB CM @MamataOfficial spoke to me over phone to express her solidarity & admiration for our initiatives against the undemocratic functioning of Governors in non-BJP ruled states & suggested that all the Opposition CMs meet to decide the next course of action.#தீ_பரவட்டும்!
— M.K.Stalin (@mkstalin) April 19, 2023
প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে তামিলনাড়ু বিধানসভায় একটি প্রস্তাব আনা হয় ৷ এই প্রস্তাবে রাজ্যপালদের কাছে পাঠানো বিলগুলিতে সম্মতি জানানোর জন্য এটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে অনুরোধ করেছেন, বাকি রাজ্যগুলিও যেন একই ধরনের প্রস্তাব পাশ করায় ৷ ওই চিঠিতে লেখা হয়েছে, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছে ৷
ইতিমধ্যে এমকে স্ট্যালিন একাধিক বিজেপি-বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরবর্তী বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল আনার বিষয়ে তাঁকে আশ্বাস দিয়েছেন ৷ তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানা যায়নি ৷ শুধুমাত্র এইটুকু জানা গিয়েছে, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন ৷
আরও পড়ুন: উপাচার্যদের কাছে সাপ্তাহিক রিপোর্ট তলব আচার্যের, কী বলছে শিক্ষামহল ?