ETV Bharat / state

ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম, প্রতি সিলিন্ডারে 50 টাকা

author img

By

Published : Dec 15, 2020, 8:49 AM IST

বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার দাম বাড়ল গ্যাসের ৷

LPG price hiked 50 rupees again in Kolkata
ফের ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল প্রতি সিলিন্ডারে 50 টাকা

কলকাতা, 15 ডিসেম্বর : ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার দাম বাড়ল গ্যাসের ৷ কলকাতায় আজ থেকে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে দাম বাড়ল 50 টাকা করে ৷ এর আগে চলতি মাসের 2 তারিখই রান্নার গ্যাসের দাম 50 টাকা করে বাড়ে ৷ ফলে এবার থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল মোট 720.50 টাকা ৷

রান্নার গ্যাসের সিলিন্ডার সাধারণত হল 14.2 কেজির ৷ অন্যটি হয় বাণিজ্যিক ব্যবহারের জন্য , যা 19 কেজির ৷ প্রতি 19 কেজির সিলিন্ডারের দামও বেড়েছে 36 টাকা ৷ এবার থেকে 19 কেজির সিলিন্ডারের দাম হবে 1387.50 টাকা ৷

আরও পড়ুন : গোটা দেশের জন্য একটিই বুকিং নম্বর ইন্ডেনের

দেশে চলছে কোরোনা প্যানডেমিক ৷ এর মধ্যে রুটি-রুজি বন্ধ বেশিরভাগ মানুষেরই ৷ নিত্যদিন বাড়ছে সবজির দাম ৷ পেট্রোল-ডিজ়েলও ধরা ছোঁয়ার বাইরে ৷ ফলে এই সময়ে এভাবে রান্নার গ্যাসের দাম বাড়ায় চাপ বাড়ছে সাধারণের ।

কলকাতা, 15 ডিসেম্বর : ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার দাম বাড়ল গ্যাসের ৷ কলকাতায় আজ থেকে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে দাম বাড়ল 50 টাকা করে ৷ এর আগে চলতি মাসের 2 তারিখই রান্নার গ্যাসের দাম 50 টাকা করে বাড়ে ৷ ফলে এবার থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল মোট 720.50 টাকা ৷

রান্নার গ্যাসের সিলিন্ডার সাধারণত হল 14.2 কেজির ৷ অন্যটি হয় বাণিজ্যিক ব্যবহারের জন্য , যা 19 কেজির ৷ প্রতি 19 কেজির সিলিন্ডারের দামও বেড়েছে 36 টাকা ৷ এবার থেকে 19 কেজির সিলিন্ডারের দাম হবে 1387.50 টাকা ৷

আরও পড়ুন : গোটা দেশের জন্য একটিই বুকিং নম্বর ইন্ডেনের

দেশে চলছে কোরোনা প্যানডেমিক ৷ এর মধ্যে রুটি-রুজি বন্ধ বেশিরভাগ মানুষেরই ৷ নিত্যদিন বাড়ছে সবজির দাম ৷ পেট্রোল-ডিজ়েলও ধরা ছোঁয়ার বাইরে ৷ ফলে এই সময়ে এভাবে রান্নার গ্যাসের দাম বাড়ায় চাপ বাড়ছে সাধারণের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.