ETV Bharat / state

TMCP-র প্রতিষ্ঠা দিবসে লকডাউন, রাজনীতির ঊর্ধ্বে কোরোনা যুদ্ধ ! - TMCP-র প্রতিষ্ঠা দিবসে লকডাউন, রাজনীতির ঊর্ধ্বে কোরোনা যুদ্ধ !

আগামীকাল ও 28 অগাস্ট সারা রাজ্য জুড়ে লকডাউন জারি থাকবে । আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো । 28 আগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । এই দুই গুরুত্বপূর্ণ দিনে লকডাউন জারি করায় রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে ।

Lockdown on the founding day of TMCP, corona war above politics!
Lockdown on the founding day of TMCP, corona war above politics!
author img

By

Published : Aug 4, 2020, 7:58 PM IST

Updated : Aug 4, 2020, 10:25 PM IST

কলকাতা, 4 অগাস্ট : অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিনে রাজ্যে লকডাউন । 28 অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেদিনও সারা রাজ্যে জারি থাকবে লকডাউন । আগস্ট মাসের লকডাউনে জারি করা নয়া দিনের তালিকায় দুটি গুরুত্বপূর্ণ দিন উঠে আসে । যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা ।

পরপর তিনবার রাজ্য সরকার লকডাউনের নির্ঘণ্ট সংশোধন করায় তৈরি হয়েছে তামাম বিতর্ক । বিশেষ করে 5 অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিন রাজ্য সরকার লকডাউন জারি করায় ক্ষোভ তৈরি হয়েছে গেরুয়া শিবিরে । BJP-র তরফ থেকে দাবি করা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের আবেগে আঘাত করতে ভূমি পুজোর দিনে লকডাউন ঘোষণা করা হয়েছে । অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত ।

যদিও BJP-র এই দাবিকে কোন রকম পাত্তা দিচ্ছে না শাসক শিবির । গতকাল রাতে তৃতীয় বারের জন্য লকডাউনের নির্ঘণ্ট প্রকাশেও দেখা যায় 5 আগস্ট দিনটি অপরিবর্তিত রয়েছে । পাশাপাশি, 28 অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও একইরকম ভাবে জারি থাকবে লকডাউন ।

কোরোনা সংক্রমণের কারণে এবারে কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রকাশ্য সমাবেশ না হওয়ার সম্ভাবনা প্রবল । 21 জুলাইয়ের ভার্চুয়াল সভার মতো 28 অগাস্ট ভার্চুয়াল সভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি ।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা জানিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা দিবস পালনের দিনেও রাজ্য সরকারের তরফ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে । আসলে কোরোনা যুদ্ধকে রাজনীতির ঊর্ধ্বে রাখার বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস রায় বলেন, "21 জুলাই ভার্চুয়াল সভা করে স্যাক্রিফাইস করেছিলেন দলনেত্রী । 28 অগাস্ট দলের প্রতিষ্ঠা দিবসের কথা তাঁর স্মরণে রয়েছে । তা সত্ত্বেও ওই দিনটিতে লকডাউন জারি করেছেন ।"

অন্যদিকে, BJP নেতা সায়ন্তন বসু বলেন, "দুটো এক নয় । একটা পলিটিক্যাল প্রোগ্রাম । ছাত্র পরিষদের প্রোগ্রাম । 500 বছরের লড়াই । যার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন । অবশেষে জয় এসেছে । সকলের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে । গর্বের দিন একটা । সেই দিনটাকে লকডাউন করা মানে রামচন্দ্রকে অসম্মান বা অপমান করা শুধু নয়, ভারতবর্ষের আত্মাকে অপমান করা‌ । এই বোধ যাদের নেই, ভোটের কারণে যাদের মন কাঁদে, তারা এই কান্ডটা করে ।"

কলকাতা, 4 অগাস্ট : অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিনে রাজ্যে লকডাউন । 28 অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেদিনও সারা রাজ্যে জারি থাকবে লকডাউন । আগস্ট মাসের লকডাউনে জারি করা নয়া দিনের তালিকায় দুটি গুরুত্বপূর্ণ দিন উঠে আসে । যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা ।

পরপর তিনবার রাজ্য সরকার লকডাউনের নির্ঘণ্ট সংশোধন করায় তৈরি হয়েছে তামাম বিতর্ক । বিশেষ করে 5 অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিন রাজ্য সরকার লকডাউন জারি করায় ক্ষোভ তৈরি হয়েছে গেরুয়া শিবিরে । BJP-র তরফ থেকে দাবি করা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের আবেগে আঘাত করতে ভূমি পুজোর দিনে লকডাউন ঘোষণা করা হয়েছে । অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত ।

যদিও BJP-র এই দাবিকে কোন রকম পাত্তা দিচ্ছে না শাসক শিবির । গতকাল রাতে তৃতীয় বারের জন্য লকডাউনের নির্ঘণ্ট প্রকাশেও দেখা যায় 5 আগস্ট দিনটি অপরিবর্তিত রয়েছে । পাশাপাশি, 28 অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও একইরকম ভাবে জারি থাকবে লকডাউন ।

কোরোনা সংক্রমণের কারণে এবারে কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রকাশ্য সমাবেশ না হওয়ার সম্ভাবনা প্রবল । 21 জুলাইয়ের ভার্চুয়াল সভার মতো 28 অগাস্ট ভার্চুয়াল সভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি ।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা জানিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা দিবস পালনের দিনেও রাজ্য সরকারের তরফ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে । আসলে কোরোনা যুদ্ধকে রাজনীতির ঊর্ধ্বে রাখার বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস রায় বলেন, "21 জুলাই ভার্চুয়াল সভা করে স্যাক্রিফাইস করেছিলেন দলনেত্রী । 28 অগাস্ট দলের প্রতিষ্ঠা দিবসের কথা তাঁর স্মরণে রয়েছে । তা সত্ত্বেও ওই দিনটিতে লকডাউন জারি করেছেন ।"

অন্যদিকে, BJP নেতা সায়ন্তন বসু বলেন, "দুটো এক নয় । একটা পলিটিক্যাল প্রোগ্রাম । ছাত্র পরিষদের প্রোগ্রাম । 500 বছরের লড়াই । যার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন । অবশেষে জয় এসেছে । সকলের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে । গর্বের দিন একটা । সেই দিনটাকে লকডাউন করা মানে রামচন্দ্রকে অসম্মান বা অপমান করা শুধু নয়, ভারতবর্ষের আত্মাকে অপমান করা‌ । এই বোধ যাদের নেই, ভোটের কারণে যাদের মন কাঁদে, তারা এই কান্ডটা করে ।"

Last Updated : Aug 4, 2020, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.