কলকাতা, 4 মে : লকডাউন পরিস্থিতিতে তাদেরও মন ভালো নেই । বাইরে খেলতে যাওয়া মানা। বিকেলে পার্কে যাওয়া নিষেধে । দেখা হচ্ছে না বন্ধুদের সঙ্গেও । আপাতত ইনডোর গেমেই দিন কাটাতে হচ্ছে । তাই এই মন খারাপের দিনগুলিতে এবার খুদেদের বিনোদনে কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শিশুদের জন্য লিখলেন ছড়াগান । গানে সুরও দিয়েছেন তিনি । সম্প্রতি প্রকাশ পাবে তাঁর লেখা ও সুরে সেই ছড়ার গানের অ্যানিমেশন ভিডিয়ো অ্যালবাম।
ভিডিয়োটি তৈরি করছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভানেত্রী তথা সাংসদ দোলা সেন। অ্যালবামের গানগুলিতে কণ্ঠ দিয়েছেন বনশ্রী সেনগুপ্ত, ইন্দ্রানী সেন, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দোপাধ্যায়, অন্তরা চৌধুরি-সহ অন্যরা। জানা গেছে, ইতিমধ্যেই গোল্ডেন ডিস্কের খেতাব পেয়েছে অডিয়ো অ্যালবামটি ।
অ্যালবাম প্রসঙ্গে দোলা সেনের বক্তব্য, "লকডাউনে নানা কাজের মাঝেই সময় বার করে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া ছড়ার গানগুলিকে অ্যানিমেশনের মাধ্যমে ভিডিয়ো অ্যালবাম তৈরি করার চেষ্টা করছি। আমার দলের ছেলেরা এই কাজে সহযোগিতা করছে ।" তিনি জানান, শিশুদের কথা মাথায় রেখেই মনোগ্রাহী করে তোলা হচ্ছে ভিডিয়োটিকে। ভিডিয়ো প্রকাশ করার খবর পেয়ে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী ।