ETV Bharat / state

লকডাউনে দিনমজুরদের পাশে দাঁড়াল হকার সংগ্রাম কমিটি

হকার সংগ্রাম কমিটির তরফে একটি দু'লাখ টাকার ত্রাণ তহবিল তৈরি করা হয়েছে । সেখান থেকেই চাল, ডাল, পিঁয়াজ, তেল ও সাবান বিলি করা হচ্ছে।

author img

By

Published : Apr 4, 2020, 8:18 PM IST

ছবি
ছবি

কলকাতা, 4 এপ্রিল : লকডাউনের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিন আনা দিন খাওয়া মানুষ । কাজ বন্ধ । তাই ঘরে দু'বেলা ভাত জোটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের । এই পরিস্থিতিতে শহরের ভ্যানচালক, রিকশাচালক, হকার, দিনমজুরদের পাশে দাঁড়াল হকার সংগ্রাম কমিটি । ইতিমধ্যেই আজ কলকাতার নানা এলাকায় গিয়ে তাঁদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করল এই কমিটি ।

হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ বলেন, "কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে পুরো দেশ লকডাউন । ফলে আর্থিক সমস্যায় ভুগছেন দিন আনা দিন খাওয়া মানুষ। বিশেষ করে ভ্যানচালক, রিকশাচালক,গৃহপরিচালিকা,হকার ও নির্মাণ শ্রমিকরা চরম সমস্যায় দিন কাটাচ্ছেন। তাই আজ হকার্স সংগ্রাম কমিটির তরফে দু'লাখ টাকার ত্রাণ তহবিল তৈরি করা হয়েছে। আর এই তহবিল থেকেই তাঁদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছ ।

এই তহবিল থেকে দু'কেজি করে চাল, 500 ডাল, 1 কেজি আলু ,500 গ্রাম পিঁয়াজ, হাফ লিটার তেল ও একটি সাবান বিতরণ করা হচ্ছে। শক্তিমান ঘোষ জানিয়েছেন, আজ 500 জনের মধ্যে এই খাদ্যসামগ্রী বিলি করা হয়েছে। আগামী এক মাস এভাবেই খাদ্যসামগ্রী বিলির কাজ চলবে ।

কলকাতা, 4 এপ্রিল : লকডাউনের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিন আনা দিন খাওয়া মানুষ । কাজ বন্ধ । তাই ঘরে দু'বেলা ভাত জোটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের । এই পরিস্থিতিতে শহরের ভ্যানচালক, রিকশাচালক, হকার, দিনমজুরদের পাশে দাঁড়াল হকার সংগ্রাম কমিটি । ইতিমধ্যেই আজ কলকাতার নানা এলাকায় গিয়ে তাঁদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করল এই কমিটি ।

হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ বলেন, "কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে পুরো দেশ লকডাউন । ফলে আর্থিক সমস্যায় ভুগছেন দিন আনা দিন খাওয়া মানুষ। বিশেষ করে ভ্যানচালক, রিকশাচালক,গৃহপরিচালিকা,হকার ও নির্মাণ শ্রমিকরা চরম সমস্যায় দিন কাটাচ্ছেন। তাই আজ হকার্স সংগ্রাম কমিটির তরফে দু'লাখ টাকার ত্রাণ তহবিল তৈরি করা হয়েছে। আর এই তহবিল থেকেই তাঁদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছ ।

এই তহবিল থেকে দু'কেজি করে চাল, 500 ডাল, 1 কেজি আলু ,500 গ্রাম পিঁয়াজ, হাফ লিটার তেল ও একটি সাবান বিতরণ করা হচ্ছে। শক্তিমান ঘোষ জানিয়েছেন, আজ 500 জনের মধ্যে এই খাদ্যসামগ্রী বিলি করা হয়েছে। আগামী এক মাস এভাবেই খাদ্যসামগ্রী বিলির কাজ চলবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.