ETV Bharat / state

গেটে তালা , বাইরে অ্যাম্বুলেন্সের লম্বা লাইন কলকাতা মেডিকেলে - NRS

হাসপাতালের মূল ফটকে তালা লাগানোর ঘটনা ঘটল কলকাতা মেডিকেল কলেজের ।

কলকাতা মেডিকেল কলেজে
author img

By

Published : Jun 14, 2019, 9:47 AM IST

Updated : Jun 14, 2019, 11:31 AM IST

কলকাতা, 14 জুন : এতদিন চলছিল অবস্থান-প্রতিবাদ । এবার, হাসপাতালের মূল ফটকে তালা লাগানোর ঘটনা ঘটল কলকাতা মেডিকেল কলেজের । মূল দরজাগুলিতে তালা লাগিয়ে দেওয়ার ফলে শুধু জরুরি বা বহির্বিভাগ নয় , কার্যত গোটা হাসপাতালের চিকিৎসা পরিষেবাই বন্ধ হয়ে গেল । শুধু সাধারণ মানুষ হাসপাতালে ঢুকতে পারছেন না, তাই নয় হাসপাতালের কর্মীদের রীতিমতো পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে । আজ সকালে হাসপাতালে মূল দরজাগুলিতে তালা লাগিয়ে দেওয়ার ফলে আতান্তরে পড়েছেন রোগীদের পরিবার-পরিজনেরা । কে বা কারা এই তালা লাগাল তা যদিও স্পষ্ট নয় । যদিও, হাসপাতাল সূত্রের খবর , বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা হাসপাতালের মূল ফটকগুলিতে তালা লাগিয়েছে ।

দেখুন ভিডিয়ো

রোগী মৃত্যু , চিকিৎসকে মারধরের জেরে সোমবার রাত থেকেই কার্যত বিপর্যস্ত চিকিৎসা পরিষবা । বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি । যার জেরে সমস্যায় পড়েছেন রোগীরা । বিনা চিকিৎসায় ফিরে যেতে হচ্ছে তাদের । গতকাল, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । ক্ষোভ তৈরি হয় চিকিৎসকদের একাংশের মনে । এরই মধ্যে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে মূল ফটকগুলিতে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হল । এভাবে সকাল থেকে তালা লাগানোর ফলে হাসপাতালের বাইরে আটকে থাকে বহু অ্যাম্বুলেন্স । এমনকী হাসপাতালের যারা ভরতি আছে তারাও বাইরে ওষুধ কিনতে যেতে পারছেন না।

পরিস্থিতি যাতে কোনওভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য হাসপাতালে বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ । বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট । অবস্থা এতটাই জটিল যে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও রোগীরা বাড়ি যেতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ।

কলকাতা, 14 জুন : এতদিন চলছিল অবস্থান-প্রতিবাদ । এবার, হাসপাতালের মূল ফটকে তালা লাগানোর ঘটনা ঘটল কলকাতা মেডিকেল কলেজের । মূল দরজাগুলিতে তালা লাগিয়ে দেওয়ার ফলে শুধু জরুরি বা বহির্বিভাগ নয় , কার্যত গোটা হাসপাতালের চিকিৎসা পরিষেবাই বন্ধ হয়ে গেল । শুধু সাধারণ মানুষ হাসপাতালে ঢুকতে পারছেন না, তাই নয় হাসপাতালের কর্মীদের রীতিমতো পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে । আজ সকালে হাসপাতালে মূল দরজাগুলিতে তালা লাগিয়ে দেওয়ার ফলে আতান্তরে পড়েছেন রোগীদের পরিবার-পরিজনেরা । কে বা কারা এই তালা লাগাল তা যদিও স্পষ্ট নয় । যদিও, হাসপাতাল সূত্রের খবর , বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা হাসপাতালের মূল ফটকগুলিতে তালা লাগিয়েছে ।

দেখুন ভিডিয়ো

রোগী মৃত্যু , চিকিৎসকে মারধরের জেরে সোমবার রাত থেকেই কার্যত বিপর্যস্ত চিকিৎসা পরিষবা । বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি । যার জেরে সমস্যায় পড়েছেন রোগীরা । বিনা চিকিৎসায় ফিরে যেতে হচ্ছে তাদের । গতকাল, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । ক্ষোভ তৈরি হয় চিকিৎসকদের একাংশের মনে । এরই মধ্যে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে মূল ফটকগুলিতে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হল । এভাবে সকাল থেকে তালা লাগানোর ফলে হাসপাতালের বাইরে আটকে থাকে বহু অ্যাম্বুলেন্স । এমনকী হাসপাতালের যারা ভরতি আছে তারাও বাইরে ওষুধ কিনতে যেতে পারছেন না।

পরিস্থিতি যাতে কোনওভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য হাসপাতালে বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ । বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট । অবস্থা এতটাই জটিল যে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও রোগীরা বাড়ি যেতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ।

Last Updated : Jun 14, 2019, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.