কলকাতা, 4 মে : বেশ কয়েক বছর আগে পাটুলি উপনগরীর বাইপাস লাগোয়া পাটুলি ঝিল পাড়ের আমূল সংস্কার করে সৌন্দর্যায়ন করেন স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত (Locals demand the renovation of Patuli Lake side in KMC) । সেই ঝিলপাড় এলাকা ক্রমশ হয়ে উঠেছিল ভ্রমণকারী থেকে শুরু করে এলাকা এবং আশপাশের মানুষজনের সময় কাটানোর একটি সুন্দর জায়গা । আবাল-বৃদ্ধ-বনিতাকে দেখা যেত এখানে সময় কাটাতে । কিন্তু সেই ঝিল এখন দীর্ঘসময় ধরে সংস্কারের অভাবে ক্রমশ বুজে আসছে । ভর্তি হয়ে গিয়েছে কচুরিপানায় । যা পরিষ্কার করতে খরচ প্রায় কয়েক লক্ষ টাকা । কিন্তু দেবে কে ?
কারণ এই ঝিলের মালিকানা কেএমডিএ-এর হাতে । আবার কেএমডিএ মৎস্য দফতরকে ওই ঝিল লিজ দিয়েছে । এর আগে কলকাতা পৌরনিগম সৌন্দর্যায়ন করলেও এখনও পর্যন্ত কোনওরকম পরিষ্কার করার উদ্যোগ নেয়নি । ফলে কচুরিপানায় ভরেছে পাটুলি ঝিল ৷
আরও পড়ুন : Tolly Nullah Canal Cleansing : টালিনালা খাল সংস্কারে উদ্যোগী সেচ দফতর ও কলকাতা পৌরনিগম
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সত্যরঞ্জন কর্মকার ও অভিজিৎ ঘোষরা জানান, প্রতিদিনই এখানে প্রাতঃভ্রমণ আসেন । ঝিলপাড় ধরে হাঁটা চলা করেন । তবে এই ঝিল বুজতে বসায় খারাপ লাগছে তাঁদের । এর আগে স্থানীয় কাউন্সিলর সুন্দর করে সাজিয়ে দিলেও বেশ কয়েকদিন ধরে কচুরিপানায় ভরে গিয়েছে । আরও কিছু দিন গেলে এই ঝিল নষ্ট হয়ে যাবে । যেভাবে তীব্র গরম বাড়ছে তাতে একসময় টলটল করা জল এবং ঠান্ডা হওয়ার জন্যই মানুষ এখানে এসে গাছতলায় বিশ্রাম নিত । সেই সুযোগ আর থাকবে না । এই বিষয়ে উদ্যোগ নিতে স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে জানানো হয়েছে ।
কলকাতা পৌরনিগমের পুকুরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, "ঝিলের মালিকানা যারই আওতাধীন থাকুক না কেন তা কেএমডিএ হোক বা কলকাতা পৌরনিগম বা অন্য কোনও এজেন্সির সঙ্গে কথা বলে আমরা দ্রুততার সঙ্গে সেই ঝিল পরিষ্কার করে দেব । যদিও কাউন্সিলরের তরফ থেকে এখনও কোনও চিঠি পাইনি । তবে তাতে ভ্রমণকারী বা এলাকার মানুষজনের এই প্রিয় ঝিল যাতে আবারও পুরনো চেহারা ফিরে পায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করব ।"
যদিও এ বিষয়ে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি ।
আরও পড়ুন : KMC Cleans Pond used by Tipu Sultans family : বেহালায় টিপু সুলতানের পরিবারের ব্যবহৃত পুকুর সংস্কার