ETV Bharat / state

রাজাবাজার-খিদিরপুরে এখনও রাস্তায় ঘুরছে মানুষজন, টক টু মেয়রে অভিযোগ - কোরোনা ভাইরাস আপডেটস

শহরের রাজাবাজার, খিদিরপুর মেটিয়াব্রুজ়ের মতো এলাকায় এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। এর জেরে আশঙ্কা বাড়ছে সংক্রমণের । এবার টক টু মেয়র অনুষ্ঠানে সেই অভিযোগ তুলল স্থানীয়রা ।

firhad
ফিরহাদ হাকিম
author img

By

Published : Mar 28, 2020, 6:33 PM IST

কলকাতা, 28 মার্চ : কোরোনা আতঙ্কে কাঁপছে রাজ্য । লকডাউনের চতুর্থ দিন । তার মাঝেই চলল টক টু মেয়র অনুষ্ঠান। শহরবাসীর সঙ্গে সরাসরি ফোনে কথা বললেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই অভিযোগ উঠল শহরের কিছু এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে।

লকডাউন হলেও তার প্রভাব পড়েনি টক টু মেয়র অনুষ্ঠানে । আজ শহরের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ ফোন করে নিজেদের এলাকার কথা জানান মেয়রকে । এর মাঝেই কয়েকজন অভিযোগ জানান, রাজাবাজার, খিদিরপুর মেটিয়াব্রুজ়ের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারের নির্দেশ অমান্য করেই মোড়ে মোড়ে ঘুরতে দেখা যাচ্ছে তাঁদের। এতে অন্যরা যে আতঙ্কিত সেকথাও মেয়রকে জানানো হয় ।

এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, সরকারের তরফে বহুবার সাধারণ মানুষকে আবেদন করা হয়েছে । বলা হয়েছে তারা যেন অযথা রাস্তায় ঘুরে না বেড়ান । যত্রতত্র জমায়েত করতেও বারণ করা হয়েছে । তবে এখনও মানুষজনের মধ্যে সচেতনতার অভাব রয়েছে ।

খিদিরপুর মেটিয়াব্রুজ়ের প্রসঙ্গে তিনি বলেন, "ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে অনেকে একসঙ্গে থাকেন। তাই অনেকেই রাস্তায় সময় কাটাতে বাধ্য হয় । আমি অনুরোধ করব একসঙ্গে সঙ্ঘবদ্ধ হয়ে না থেকে পরস্পরের মধ্যে দূরত্ব বজায় রেখে নিরাপদ স্থানে বসুন। যাতে সংক্রমণ না হয় । আমাদের দেশে যা জনসংখ্যা একবার এই সব এলাকায় এই ভাইরাস ছড়িয়ে পড়লে দ্রুত সংক্রমিত হবে । প্রচুর মানুষের মৃত্যু হবে ।"

কলকাতা, 28 মার্চ : কোরোনা আতঙ্কে কাঁপছে রাজ্য । লকডাউনের চতুর্থ দিন । তার মাঝেই চলল টক টু মেয়র অনুষ্ঠান। শহরবাসীর সঙ্গে সরাসরি ফোনে কথা বললেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই অভিযোগ উঠল শহরের কিছু এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে।

লকডাউন হলেও তার প্রভাব পড়েনি টক টু মেয়র অনুষ্ঠানে । আজ শহরের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ ফোন করে নিজেদের এলাকার কথা জানান মেয়রকে । এর মাঝেই কয়েকজন অভিযোগ জানান, রাজাবাজার, খিদিরপুর মেটিয়াব্রুজ়ের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারের নির্দেশ অমান্য করেই মোড়ে মোড়ে ঘুরতে দেখা যাচ্ছে তাঁদের। এতে অন্যরা যে আতঙ্কিত সেকথাও মেয়রকে জানানো হয় ।

এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, সরকারের তরফে বহুবার সাধারণ মানুষকে আবেদন করা হয়েছে । বলা হয়েছে তারা যেন অযথা রাস্তায় ঘুরে না বেড়ান । যত্রতত্র জমায়েত করতেও বারণ করা হয়েছে । তবে এখনও মানুষজনের মধ্যে সচেতনতার অভাব রয়েছে ।

খিদিরপুর মেটিয়াব্রুজ়ের প্রসঙ্গে তিনি বলেন, "ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে অনেকে একসঙ্গে থাকেন। তাই অনেকেই রাস্তায় সময় কাটাতে বাধ্য হয় । আমি অনুরোধ করব একসঙ্গে সঙ্ঘবদ্ধ হয়ে না থেকে পরস্পরের মধ্যে দূরত্ব বজায় রেখে নিরাপদ স্থানে বসুন। যাতে সংক্রমণ না হয় । আমাদের দেশে যা জনসংখ্যা একবার এই সব এলাকায় এই ভাইরাস ছড়িয়ে পড়লে দ্রুত সংক্রমিত হবে । প্রচুর মানুষের মৃত্যু হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.