ETV Bharat / state

Mamata Banerjee : গ্রামাঞ্চলে 50 শতাংশ টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালুর অনুমতি, জানালেন মমতা - মমতা বন্দ্যোপাধ্যায়

গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যে লোকাল ট্রেন এখনই চালু করা যাবে না । এবার গতকাল নবান্ন থেকে তিনি জানিয়ে দিলেন, গ্রামের 50 শতাংশ মানুষের টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালু করা যাবে ।

মমতা
মমতা
author img

By

Published : Aug 19, 2021, 10:24 AM IST

কলকাতা, 19 অগস্ট : রাজ্যে লোকাল ট্রেন চালানোর দাবি যত জোরালো হচ্ছে, রাজ্য সরকার ততই পিছিয়ে দিচ্ছে লোকাল ট্রেন চালু করার সময় । সাধারণ মানুষের জীবন-জীবিকার একটা বড় অংশ লোকাল ট্রেনের সঙ্গে সম্পৃক্ত হলেও রাজ্য আপাতত সেই দাবিতে আমল দিতে নারাজ । সামনেই করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে রাজ্যে । তাই ট্রেন চালানোর ঝুঁকি এখনই নিতে চাইছে না রাজ্য সরকার । অন্তত আগামী 31 অগস্ট পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকবে । গত সপ্তাহেই একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার তিনি জানালেন, গ্রামাঞ্চলে ঠিক মতো টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালু করা হবে রাজ্যে ।

রাজ্যে ট্রেন চালু নিয় নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এত দিন শহর ও আশেপাশের ঘিঞ্জি এলাকায় টিকাকরণে বেশি জোর দেওয়া হয়েছে । এ বার গ্রামে টিকাকরণের গতি বাড়ানোর দিকেই নজর দেওয়া হচ্ছে । গ্রামে 50 শতাংশ মানুষ টিকা পেয়ে গেলেই আমরা লোকাল ট্রেন চালানোর অনুমতি দেব ৷’’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে পরিষ্কার, 1 সেপ্টেম্বর থেকে আর যাই হোক লোকাল ট্রেনে ছাড় দেবে না রাজ্য় ।

আরও পড়ুন, Mamata Banerjee on Afghanistan : আফগানিস্তানে আটকে থাকা বাঙালিদের ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রককে চিঠি দিচ্ছেন মমতা

গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘রাজ্যে লোকাল বন্ধ থাকায় সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তা আমি জানি। কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা বাড়ছে বলেই এখনও বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন।’’ বুধবারও একই কথা জানালেন তিনি । তাঁর কথায়, ‘‘তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার ভয় রয়েছে ৷ শিশুদের স্বার্থেই লোকাল ট্রেন চালুর বিষয়ে আমরা অপেক্ষা করছি ৷ কারণ বাবা-মা ভিড় ট্রেনে গাদাগাদি করে বাড়ি ফিরলে তাঁদের থেকে শিশুরাও আক্রান্ত হতে পারে ৷’’

যদিও সমালোচকদের একাংশ বলছে, স্টাফ স্পেশাল ট্রেনে গাদাগাদি করে যেতে গিয়েই বরং সংক্রমণ ছড়ানোর আশঙ্কা । একদিকে রাজ্য সরকার বলছে, লোকাল ট্রেন বন্ধ থাকবে । অন্যদিকে, স্টাফ স্পেশালগুলিতে সাধারণের জন্য টিকিট দেওয়া হচ্ছে । এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে ।

কলকাতা, 19 অগস্ট : রাজ্যে লোকাল ট্রেন চালানোর দাবি যত জোরালো হচ্ছে, রাজ্য সরকার ততই পিছিয়ে দিচ্ছে লোকাল ট্রেন চালু করার সময় । সাধারণ মানুষের জীবন-জীবিকার একটা বড় অংশ লোকাল ট্রেনের সঙ্গে সম্পৃক্ত হলেও রাজ্য আপাতত সেই দাবিতে আমল দিতে নারাজ । সামনেই করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে রাজ্যে । তাই ট্রেন চালানোর ঝুঁকি এখনই নিতে চাইছে না রাজ্য সরকার । অন্তত আগামী 31 অগস্ট পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকবে । গত সপ্তাহেই একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার তিনি জানালেন, গ্রামাঞ্চলে ঠিক মতো টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালু করা হবে রাজ্যে ।

রাজ্যে ট্রেন চালু নিয় নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এত দিন শহর ও আশেপাশের ঘিঞ্জি এলাকায় টিকাকরণে বেশি জোর দেওয়া হয়েছে । এ বার গ্রামে টিকাকরণের গতি বাড়ানোর দিকেই নজর দেওয়া হচ্ছে । গ্রামে 50 শতাংশ মানুষ টিকা পেয়ে গেলেই আমরা লোকাল ট্রেন চালানোর অনুমতি দেব ৷’’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে পরিষ্কার, 1 সেপ্টেম্বর থেকে আর যাই হোক লোকাল ট্রেনে ছাড় দেবে না রাজ্য় ।

আরও পড়ুন, Mamata Banerjee on Afghanistan : আফগানিস্তানে আটকে থাকা বাঙালিদের ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রককে চিঠি দিচ্ছেন মমতা

গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘রাজ্যে লোকাল বন্ধ থাকায় সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তা আমি জানি। কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা বাড়ছে বলেই এখনও বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন।’’ বুধবারও একই কথা জানালেন তিনি । তাঁর কথায়, ‘‘তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার ভয় রয়েছে ৷ শিশুদের স্বার্থেই লোকাল ট্রেন চালুর বিষয়ে আমরা অপেক্ষা করছি ৷ কারণ বাবা-মা ভিড় ট্রেনে গাদাগাদি করে বাড়ি ফিরলে তাঁদের থেকে শিশুরাও আক্রান্ত হতে পারে ৷’’

যদিও সমালোচকদের একাংশ বলছে, স্টাফ স্পেশাল ট্রেনে গাদাগাদি করে যেতে গিয়েই বরং সংক্রমণ ছড়ানোর আশঙ্কা । একদিকে রাজ্য সরকার বলছে, লোকাল ট্রেন বন্ধ থাকবে । অন্যদিকে, স্টাফ স্পেশালগুলিতে সাধারণের জন্য টিকিট দেওয়া হচ্ছে । এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.