কলকাতা, 5 ফেব্রুয়ারি : কলকাতায় ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ ফের প্রতিস্থাপিত হচ্ছে অন্য রোগীদের শরীরে । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার পাঠানো হয়েছে দিল্লিতে । তবে, তাঁর দুই কিডনি এবং কর্নিয়া রাখা হয়েছে এই রাজ্যে । শুক্রবার, আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ওই রোগীর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছে ।
উত্তর 24 পরগনার বাসিন্দা 54 বছর বয়সি এক মহিলার চিকিৎসা চলছিল এই হাসপাতালে । তবে তিনি আর সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে পারলেন না। হাসপাতালেই তাঁর ব্রেন ডেথ হয়ে যায় তাঁর । মৃতের পরিজনরা ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অঙ্গ দানের জন্য সম্মতি জানান । শুক্রবার ব্রেন ডেথ ঘোষণার পরে এই মহিলার অঙ্গ অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের জন্য প্রক্রিয়া শুরু হয় । মহিলার লিভার, দুই কিডনি এবং কর্নিয়া সংগ্রহ করা হয়েছে ।
আরও পড়ুন : মহিলার কিডনি-লিভারে নতুন জীবন পেলেন 3 রোগী
এদিকে ব্রেন ডেথ ঘোষণার পরে লিভার এবং দুই কিডনি অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের জন্য শুরু হয় অঙ্গ গ্রহীতাদের খোঁজ । আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্রেন ডেথ ঘোষিত এই মহিলার লিভার পাঠানো হয়েছে দিল্লিতে । শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে দিল্লির উদ্দেশে লিভার নিয়ে যাওয়া হয়েছে । ব্রেন ডেথ ঘোষিত ওই মহিলার একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে এসএসকেএম হাসপাতালে এক রোগীর শরীরে এবং অন্য একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে ইএম বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ।