ETV Bharat / state

মেধাতালিকায় 84, প্রথম মেমারির অরিত্র পাল

author img

By

Published : Jul 15, 2020, 10:13 AM IST

Updated : Jul 15, 2020, 12:35 PM IST

ছবি
ছবি

09:56 July 15

কলকাতা, 158 জুলাই : 139 দিন পর মাধ্যমিকের ফল প্রকাশ । মোট পরীক্ষার্থী 10 লাখ 3 হাজার 666 জন । ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় 12.72 শতাংশ বেশি । সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ।

  • দশম স্থানাধিকারী পেয়েছেন 683 নম্বর
  • নবম স্থানাধিকারী পেয়েছেন 684
  • আগামী বছরের মাধ্যমিকের দিন ঘোষণা হল না
  • মেধা তালিকায় নেই কলকাতার কেউ
  • 84 জন স্থান পেয়েছেন মেধা তালিকায়
  • মহম্মদ তাহেরেজ্জুমান, মালদা
  • অঙ্কিতা ঘোষ, বাঁকুড়া
  • পশ্চিম মেদিনীপুর শুভঙ্কর মাইতি
  • অষ্টম হয়েছেন 11 জন
  • সাহিত্য মণ্ডল বারুইপুর । রয়েছে বাঁকুড়ার সাগ্নিক মিশ্র । চন্দননগরের সুহা ঘোষ । দিব্যকান্তি ঘোড়াই, আরামবাগ
  • সম্প্রতি কুণ্ডু, হুগলি । ঋতম বর্মণ, কোচবিহার । সোহম, মালদা জেলা হাইস্কুল । অশ্মি চৌধুরি, উত্তর ২৪ পরগণা । পূর্ব মেদিনীপুর, অরিজিৎ প্রহরাজ । সপ্তর্ষি জানা পূর্ব মেদিনীপুর
  • 17 জন সপ্তম হয়েছে
  • 687 পেয়ে ষষ্ঠ হয়েছে 12 জন । রিঙ্কিনি ঘটক শিলিগুড়ি, বীরভূমের অর্চিষ্মান সাহা,  বাঁকুড়া সৌনক বিশ্বাস, সৃজন সাহা, পুরুলিয়ার প্রিন্স কুমার সিংহ ষষ্ঠ
  • পঞ্চম হয়েছেন চারজন । দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার 688 । স্বস্তি সরকার বর্ধমান, রাশমিতা সিনহা মহাপাত্র বাঁকুড়া, বিভাবসু মণ্ডল, মুর্শিদাবাদ
  • চতুর্থ 689 অগ্নিভ সাহা, বীরভূম জেলা স্কুল
  • মাধ্যমিকে তৃতীয় তিন জন সৌম্য পাঠক, 690 । বাঁকুড়ার  যুগ্ম তৃতীয় হয়েছে অরিত্র মাইতি উত্তর 24 পরগণা, রহড়া রামকৃষ্ণ মিশন
  • আমাদের 700-এ পরীক্ষা হয় । এবছর একজনই প্রথম হয়েছে 99.14 শতাংশ । 694 অরিত্র পাল । মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল
  • দ্বিতীয় দু'জন । সায়ন্তন গড়াই বাঁকুড়া ও অভীক দাস কাটোয়া পূর্ব বর্ধমান 693
  • পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সর্বাধিক, 96.59 শতাংশ
  • তারপরে আছে পশ্চিম মেদিনীপুর, এখানে পাশের হার 92.16
  • কলকাতায় পাশের হার 91.07 শতাংশ
  • কোরোনা জেরে এক সপ্তাহ সময় নেওয়া হচ্ছে । যাতে সমস্ত ক্যাম্প অফিস ও স্কুল স্যানিটাইজ় করা যায় ।  তারপর মার্কশিট দেওয়া হবে । 22 জুলাই মার্কশিট
  • পাশের হারে কলকাতার পরে আছে দুই 24 পরগনা
  • 49টি ক্যাম্প অফিসের মাধ্যমে মার্কশিট ও সার্টিফিকেট আগামী 22 জুলাই সকাল 10 টার সময় থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া  হবে
  • এবার সফল হয়েছেন 8 লাখ 43 হাজার 305 জন পরীক্ষার্থী
  • এবারে পাশের হার 86.34 শতাংশ
  • ছাত্রের পাশের হার 89.87
  • ছাত্রীদের পাশের 83.48 শতাংশ

09:56 July 15

কলকাতা, 158 জুলাই : 139 দিন পর মাধ্যমিকের ফল প্রকাশ । মোট পরীক্ষার্থী 10 লাখ 3 হাজার 666 জন । ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় 12.72 শতাংশ বেশি । সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ।

  • দশম স্থানাধিকারী পেয়েছেন 683 নম্বর
  • নবম স্থানাধিকারী পেয়েছেন 684
  • আগামী বছরের মাধ্যমিকের দিন ঘোষণা হল না
  • মেধা তালিকায় নেই কলকাতার কেউ
  • 84 জন স্থান পেয়েছেন মেধা তালিকায়
  • মহম্মদ তাহেরেজ্জুমান, মালদা
  • অঙ্কিতা ঘোষ, বাঁকুড়া
  • পশ্চিম মেদিনীপুর শুভঙ্কর মাইতি
  • অষ্টম হয়েছেন 11 জন
  • সাহিত্য মণ্ডল বারুইপুর । রয়েছে বাঁকুড়ার সাগ্নিক মিশ্র । চন্দননগরের সুহা ঘোষ । দিব্যকান্তি ঘোড়াই, আরামবাগ
  • সম্প্রতি কুণ্ডু, হুগলি । ঋতম বর্মণ, কোচবিহার । সোহম, মালদা জেলা হাইস্কুল । অশ্মি চৌধুরি, উত্তর ২৪ পরগণা । পূর্ব মেদিনীপুর, অরিজিৎ প্রহরাজ । সপ্তর্ষি জানা পূর্ব মেদিনীপুর
  • 17 জন সপ্তম হয়েছে
  • 687 পেয়ে ষষ্ঠ হয়েছে 12 জন । রিঙ্কিনি ঘটক শিলিগুড়ি, বীরভূমের অর্চিষ্মান সাহা,  বাঁকুড়া সৌনক বিশ্বাস, সৃজন সাহা, পুরুলিয়ার প্রিন্স কুমার সিংহ ষষ্ঠ
  • পঞ্চম হয়েছেন চারজন । দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার 688 । স্বস্তি সরকার বর্ধমান, রাশমিতা সিনহা মহাপাত্র বাঁকুড়া, বিভাবসু মণ্ডল, মুর্শিদাবাদ
  • চতুর্থ 689 অগ্নিভ সাহা, বীরভূম জেলা স্কুল
  • মাধ্যমিকে তৃতীয় তিন জন সৌম্য পাঠক, 690 । বাঁকুড়ার  যুগ্ম তৃতীয় হয়েছে অরিত্র মাইতি উত্তর 24 পরগণা, রহড়া রামকৃষ্ণ মিশন
  • আমাদের 700-এ পরীক্ষা হয় । এবছর একজনই প্রথম হয়েছে 99.14 শতাংশ । 694 অরিত্র পাল । মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল
  • দ্বিতীয় দু'জন । সায়ন্তন গড়াই বাঁকুড়া ও অভীক দাস কাটোয়া পূর্ব বর্ধমান 693
  • পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সর্বাধিক, 96.59 শতাংশ
  • তারপরে আছে পশ্চিম মেদিনীপুর, এখানে পাশের হার 92.16
  • কলকাতায় পাশের হার 91.07 শতাংশ
  • কোরোনা জেরে এক সপ্তাহ সময় নেওয়া হচ্ছে । যাতে সমস্ত ক্যাম্প অফিস ও স্কুল স্যানিটাইজ় করা যায় ।  তারপর মার্কশিট দেওয়া হবে । 22 জুলাই মার্কশিট
  • পাশের হারে কলকাতার পরে আছে দুই 24 পরগনা
  • 49টি ক্যাম্প অফিসের মাধ্যমে মার্কশিট ও সার্টিফিকেট আগামী 22 জুলাই সকাল 10 টার সময় থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া  হবে
  • এবার সফল হয়েছেন 8 লাখ 43 হাজার 305 জন পরীক্ষার্থী
  • এবারে পাশের হার 86.34 শতাংশ
  • ছাত্রের পাশের হার 89.87
  • ছাত্রীদের পাশের 83.48 শতাংশ
Last Updated : Jul 15, 2020, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.