LIVE UPDATES :
- শক্তি কমিয়ে 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুলবল ।
- ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে ।
- বর্তমান গতিবেগ 80-90 কিলোমিটার ।
- বাংলাদেশের খেপুপাড়া থেকে 80 কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে বুলবুল ।
- সুন্দরবন ন্যাশনাল পার্ক থেকে 75 কিলোমিটার উত্তর-পূর্বে রয়েছে ।