ETV Bharat / state

ভেঙেছে 15 লাখ বাড়ি, 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত - landfall process to continue for 3-4 hours

cyclone-yaas
cyclone-yaas
author img

By

Published : May 26, 2021, 7:05 AM IST

Updated : May 26, 2021, 6:31 PM IST

14:51 May 26

স্থলভাগ আছড়ে পড়ল ঘূর্ণিঝড় যশ ৷ এ রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা ৷ ঝড়ের গতিবেগ 130-140 কিমি প্রতি ঘণ্টা ৷ সর্বোচ্চ 155 কিমি প্রতি ঘণ্টা ৷

  • 15 লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে 1 কোটিরও বেশি মানুষের জীবনে ৷ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ 

14:50 May 26

  • শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ ক্ষয়ক্ষতির হিসেব করতে 72 ঘণ্টা লাগবে বলে নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিনি ৷

13:52 May 26

  • আগামীকাল মালদা, দার্জিলিং, কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড় ৷

13:51 May 26

  • আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি চলবে ৷ বাকি জেলাগুলিতে স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ জানাল আলিপুর আবহাওয়া অফিস

13:49 May 26

  • ওড়িশা থেকে ঝাড়খণ্ডের পথে যশ ৷ আগামী 3 ঘণ্টায় সুপার সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ৷ 6 ঘণ্টা পরে শুধুমাত্র সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ৷ জানালেন আলিপুর আবহাওয়ার অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

13:22 May 26

  • বৃষ্টিতে জল জমে গিয়েছে কালীঘাটের বিভিন্ন এলাকায় ৷

13:20 May 26

জলে প্লাবিত মহেশতলা
  • ভরা কটালের জলে প্লাবিত দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 34 এবং 18 নম্বর ওয়ার্ড ৷

13:18 May 26

  • শহরের পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুমে রয়েছেন তিনি ৷

11:58 May 26

জলের তোড়ে ডুবল জেলাশাসকের বাংলো
  • জলের তোড়ে ডুবল দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথনের বাংলাে । বাংলোর পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ।

11:56 May 26

  • রায়দিঘির কুমড়োপাড়া এলাকায় মণি নদীর বাঁধে ফাটল । হুড়হুড় করে জল ঢুকছে গ্রামে । এলাকায় পৌঁছে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় ৷ স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ এলাকা পরিদর্শন করেন । প্রয়োজনে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বাঁধ মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি ।

11:06 May 26

  • ওড়িশায় ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনা ঘটল ৷ বালেশ্বরের আনন্দপুরে গাছ পড়ে দুজনের মৃত্যু হয়েছে ৷ তাদের মধ্যে একজন মন্দির থেকে ফিরছিলেন ৷ প্রবল ঝড়ে মাথার উপর গাছ ভেঙে পড়লে তৎক্ষণাৎ মৃত্যু হয় ৷

11:04 May 26

  • সন্দেশখালি 1 নম্বর ব্লকের সেহারা অঞ্চলের ভোলাখালিতে 300 মিটারের মতো নদীবাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে ৷ গ্রামের লোক বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে ৷

11:02 May 26

  • পরিস্থিতি মোকাবিলায় এক কলম সেনা মোতায়েন করা হয়েছে বসিরহাট মহকুমায় ৷ সুন্দরবন লাগোয়া সন্দেশখালি 1 ও 2, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখাঁ এবং হাসনাবাদ ব্লকে দুর্যোগপূর্ণ এলাকায় পরিস্থিতির মোকাবিলা করবে ভারতীয় সেনা ৷

10:32 May 26

  • দুপুরের দিকে দিঘায় ঘূর্ণিঝড় প্রবেশের প্রক্রিয়া শুরু হবে ৷ জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

10:30 May 26

  • এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দিঘাতে 54 মিমি, ডায়মন্ডহারবারে 28 মিমি, হলদিয়াতে 29 মিমি বৃষ্টিপাত হয়েছে ৷

10:29 May 26

  • আজ রাত পৌনে আটটা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে ৷ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

10:28 May 26

  • শহরের বাছাই করা আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধ করল কলকাতা পুলিশ ৷ এই আটটি উড়ালপুল হল মা উড়ালপুল, চিংড়িঘাটা, উল্টোডাঙা, পার্কস্ট্রিট উড়ালপুল, গার্ডেনরিচ ও তারাতলা উড়ালপুল ।

10:01 May 26

  • "নিয়মিত মনিটরিং চলবে ৷ সবে শুরু হয়েছে ৷ এখনও সাত থেকে আট ঘণ্টা এই তাণ্ডব চলবে ৷ প্রয়োজন মতো সেনাবাহিনী, এনডিআরএফ নামানো হয়েছে ৷ সবাইকে বলব সাবধানে থাকুন ৷" নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী ৷

10:00 May 26

  • তিনি বলেন, নন্দীগ্রাম থেকে ফোন এসেছিল ৷ গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে ৷

09:58 May 26

  • এখনও পর্যন্ত 20 হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দিঘা থেকে দেড় লাখ মানুষকে সরানো হয়েছে ৷ পূর্ব মেদিনীপুর থেকে সরানো হয়েছে 3.8 লাখ মানুষ ৷ মোট সাড়ে এগারো লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

09:56 May 26

  • পরিস্থিতি নজরে রাখতে সকাল সকাল নবান্নে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, "পূর্ব মেদিনীপুরে 51টি  নদীবাঁধ ভেঙেছে ৷ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জে নদীবাঁধ ভেঙে জল ঢুকেছে ৷" গোসাবার গ্রামে সমুদ্রের জল ঢুকে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷

09:36 May 26

  • ওড়িশার বালেশ্বর থেকে 50 কিমি দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের ৷ উত্তর ধামরা এবং বালেশ্বরের দক্ষিণ ভাগ দিয়ে বয়ে যাবে যশ ৷ ওড়িশায় ঝড়ের প্রকোপ সন্ধেবেলা পর্যন্ত থাকবে ৷

09:28 May 26

  • ওড়িশায় সকাল 9 টায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ তিন থেকে চার ঘণ্টা এই প্রক্রিয়া চলবে ৷

09:24 May 26

ওড়িশার চাঁদিপুরে তাণ্ডব চালাচ্ছে যশ
  • উত্তাল সমুদ্র, প্রবল বেগে বইছে হাওয়া ৷ তার সঙ্গে মুষলধারে বৃষ্টি ৷ ল্যান্ডফলের আগে ওড়িশার চাঁদিপুরে তাণ্ডব চালাচ্ছে যশ ৷

09:22 May 26

জলমগ্ন কপিল মুনির আশ্রম
  • জলে ভাসছে কপিলমুনি মন্দির প্রাঙ্গণ ।  আতঙ্কিত আশ্রমের সাধুসন্ত থেকে এলাকাবাসী ।

08:24 May 26

  • যশ মোকাবিলায় হুগলিতে নামানো হয়েছে সেনাবাহিনী ৷ রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম ৷ আরামবাগ, খানাকুল ও পুরশুড়ায় নজরদারি চলছে ৷

08:13 May 26

  • গতরাত থেকে নবান্নের কন্ট্রোল রুমে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যেই 9 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে ৷ যে জেলাগুলিতে ঝড়ের প্রভাব পড়তে পারে, সেখানে ব্লকে ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷

08:05 May 26

  • দিঘায় ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 88 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ কলকাতায় সর্বোচ্চ 62 কিমি ও ফ্রেজারগঞ্জে সর্বোচ্চ 68 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইছে ৷

08:05 May 26

  • ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে 130 থেকে 140 কিমি প্রতি ঘণ্টা ৷ সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 155 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷

08:04 May 26

  • বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম উপকূলে আছড়ে পড়বে যশ ৷ বর্তমানে ধামরা থেকে 40 কিমি এবং দিঘা ও বালেশ্বর থেকে 90 কিলোমিটার দূরে অবস্থান করছে সাইক্লোন ৷

08:04 May 26

মাতলা নদী বাঁধে ভাঙন
  • কুলতলির গোপালগঞ্জের মাতলা নদী বাঁধে ভাঙন ৷ আতঙ্কিত গ্রামবাসীরা ৷ দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ের বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত

07:41 May 26

বকখালির সমুদ্রে ঢেউয়ের গর্জন
  • ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল বকখালির সমুদ্র ৷ ফ্রেজারগঞ্জে সমুদ্রের জল ঢুকে পড়েছে গ্রামে ৷ আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি ৷

07:22 May 26

  • দক্ষিণ 24 পরগনার গোসাবাতে প্রবল গতিতে বইছে ঝোড়ো হাওয়া

07:16 May 26

গঙ্গাসাগরে মুষলধারে বৃষ্টি
  • সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে গঙ্গাসাগরে ৷ সাগরের বেশ কিছু নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে ।

07:15 May 26

  • দিঘা, শঙ্করপুর, তাজপুর, চাঁদপুর, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া সহ বিভিন্ন এলাকায় ভোররাত থেকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে ।

06:59 May 26

ঝড় আর মেঘের গর্জনে কান পাতা দায়
  • ওড়িশার ধামরা থেকে ঘূর্ণিঝড় মাত্র 60 কিলোমিটার দূরে রয়েছে ৷ তার আগেই ধামরায় শুরু হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টি ৷ প্রবল হাওয়া সব তছনছ করে দিচ্ছে ৷

06:57 May 26

  • সমুদ্রের জলে 116 জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে । সি বিচের সাইটে পুলিশি টহল চলছে । যাতে সমুদ্রের দিকে কেউ না আসতে পারে ৷

06:56 May 26

উত্তাল দীঘার সমুদ্র
  • ওল্ড দিঘায় ব্যাপক হারে জলোচ্ছ্বাস দেখতে পাওয়া গিয়েছে । প্রায় 12 ফুট উপরে ঢেউ আছাড় খেয়ে পড়ে ৷ জলমগ্ন ওল্ড দিঘা নেহেরু মার্কেট ।

06:40 May 26

বৃষ্টিতে ভিজছে মহানগরী
  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চলছে ভারী বৃষ্টি ৷ কলকাতা সহ আশপাশের জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে ৷

14:51 May 26

স্থলভাগ আছড়ে পড়ল ঘূর্ণিঝড় যশ ৷ এ রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা ৷ ঝড়ের গতিবেগ 130-140 কিমি প্রতি ঘণ্টা ৷ সর্বোচ্চ 155 কিমি প্রতি ঘণ্টা ৷

  • 15 লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে 1 কোটিরও বেশি মানুষের জীবনে ৷ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ 

14:50 May 26

  • শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ ক্ষয়ক্ষতির হিসেব করতে 72 ঘণ্টা লাগবে বলে নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিনি ৷

13:52 May 26

  • আগামীকাল মালদা, দার্জিলিং, কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড় ৷

13:51 May 26

  • আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি চলবে ৷ বাকি জেলাগুলিতে স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ জানাল আলিপুর আবহাওয়া অফিস

13:49 May 26

  • ওড়িশা থেকে ঝাড়খণ্ডের পথে যশ ৷ আগামী 3 ঘণ্টায় সুপার সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ৷ 6 ঘণ্টা পরে শুধুমাত্র সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ৷ জানালেন আলিপুর আবহাওয়ার অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

13:22 May 26

  • বৃষ্টিতে জল জমে গিয়েছে কালীঘাটের বিভিন্ন এলাকায় ৷

13:20 May 26

জলে প্লাবিত মহেশতলা
  • ভরা কটালের জলে প্লাবিত দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 34 এবং 18 নম্বর ওয়ার্ড ৷

13:18 May 26

  • শহরের পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুমে রয়েছেন তিনি ৷

11:58 May 26

জলের তোড়ে ডুবল জেলাশাসকের বাংলো
  • জলের তোড়ে ডুবল দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথনের বাংলাে । বাংলোর পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ।

11:56 May 26

  • রায়দিঘির কুমড়োপাড়া এলাকায় মণি নদীর বাঁধে ফাটল । হুড়হুড় করে জল ঢুকছে গ্রামে । এলাকায় পৌঁছে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় ৷ স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ এলাকা পরিদর্শন করেন । প্রয়োজনে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বাঁধ মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি ।

11:06 May 26

  • ওড়িশায় ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনা ঘটল ৷ বালেশ্বরের আনন্দপুরে গাছ পড়ে দুজনের মৃত্যু হয়েছে ৷ তাদের মধ্যে একজন মন্দির থেকে ফিরছিলেন ৷ প্রবল ঝড়ে মাথার উপর গাছ ভেঙে পড়লে তৎক্ষণাৎ মৃত্যু হয় ৷

11:04 May 26

  • সন্দেশখালি 1 নম্বর ব্লকের সেহারা অঞ্চলের ভোলাখালিতে 300 মিটারের মতো নদীবাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে ৷ গ্রামের লোক বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে ৷

11:02 May 26

  • পরিস্থিতি মোকাবিলায় এক কলম সেনা মোতায়েন করা হয়েছে বসিরহাট মহকুমায় ৷ সুন্দরবন লাগোয়া সন্দেশখালি 1 ও 2, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখাঁ এবং হাসনাবাদ ব্লকে দুর্যোগপূর্ণ এলাকায় পরিস্থিতির মোকাবিলা করবে ভারতীয় সেনা ৷

10:32 May 26

  • দুপুরের দিকে দিঘায় ঘূর্ণিঝড় প্রবেশের প্রক্রিয়া শুরু হবে ৷ জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

10:30 May 26

  • এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দিঘাতে 54 মিমি, ডায়মন্ডহারবারে 28 মিমি, হলদিয়াতে 29 মিমি বৃষ্টিপাত হয়েছে ৷

10:29 May 26

  • আজ রাত পৌনে আটটা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে ৷ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

10:28 May 26

  • শহরের বাছাই করা আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধ করল কলকাতা পুলিশ ৷ এই আটটি উড়ালপুল হল মা উড়ালপুল, চিংড়িঘাটা, উল্টোডাঙা, পার্কস্ট্রিট উড়ালপুল, গার্ডেনরিচ ও তারাতলা উড়ালপুল ।

10:01 May 26

  • "নিয়মিত মনিটরিং চলবে ৷ সবে শুরু হয়েছে ৷ এখনও সাত থেকে আট ঘণ্টা এই তাণ্ডব চলবে ৷ প্রয়োজন মতো সেনাবাহিনী, এনডিআরএফ নামানো হয়েছে ৷ সবাইকে বলব সাবধানে থাকুন ৷" নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী ৷

10:00 May 26

  • তিনি বলেন, নন্দীগ্রাম থেকে ফোন এসেছিল ৷ গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে ৷

09:58 May 26

  • এখনও পর্যন্ত 20 হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দিঘা থেকে দেড় লাখ মানুষকে সরানো হয়েছে ৷ পূর্ব মেদিনীপুর থেকে সরানো হয়েছে 3.8 লাখ মানুষ ৷ মোট সাড়ে এগারো লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

09:56 May 26

  • পরিস্থিতি নজরে রাখতে সকাল সকাল নবান্নে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, "পূর্ব মেদিনীপুরে 51টি  নদীবাঁধ ভেঙেছে ৷ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জে নদীবাঁধ ভেঙে জল ঢুকেছে ৷" গোসাবার গ্রামে সমুদ্রের জল ঢুকে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷

09:36 May 26

  • ওড়িশার বালেশ্বর থেকে 50 কিমি দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের ৷ উত্তর ধামরা এবং বালেশ্বরের দক্ষিণ ভাগ দিয়ে বয়ে যাবে যশ ৷ ওড়িশায় ঝড়ের প্রকোপ সন্ধেবেলা পর্যন্ত থাকবে ৷

09:28 May 26

  • ওড়িশায় সকাল 9 টায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ তিন থেকে চার ঘণ্টা এই প্রক্রিয়া চলবে ৷

09:24 May 26

ওড়িশার চাঁদিপুরে তাণ্ডব চালাচ্ছে যশ
  • উত্তাল সমুদ্র, প্রবল বেগে বইছে হাওয়া ৷ তার সঙ্গে মুষলধারে বৃষ্টি ৷ ল্যান্ডফলের আগে ওড়িশার চাঁদিপুরে তাণ্ডব চালাচ্ছে যশ ৷

09:22 May 26

জলমগ্ন কপিল মুনির আশ্রম
  • জলে ভাসছে কপিলমুনি মন্দির প্রাঙ্গণ ।  আতঙ্কিত আশ্রমের সাধুসন্ত থেকে এলাকাবাসী ।

08:24 May 26

  • যশ মোকাবিলায় হুগলিতে নামানো হয়েছে সেনাবাহিনী ৷ রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম ৷ আরামবাগ, খানাকুল ও পুরশুড়ায় নজরদারি চলছে ৷

08:13 May 26

  • গতরাত থেকে নবান্নের কন্ট্রোল রুমে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যেই 9 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে ৷ যে জেলাগুলিতে ঝড়ের প্রভাব পড়তে পারে, সেখানে ব্লকে ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷

08:05 May 26

  • দিঘায় ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 88 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ কলকাতায় সর্বোচ্চ 62 কিমি ও ফ্রেজারগঞ্জে সর্বোচ্চ 68 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইছে ৷

08:05 May 26

  • ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে 130 থেকে 140 কিমি প্রতি ঘণ্টা ৷ সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 155 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷

08:04 May 26

  • বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম উপকূলে আছড়ে পড়বে যশ ৷ বর্তমানে ধামরা থেকে 40 কিমি এবং দিঘা ও বালেশ্বর থেকে 90 কিলোমিটার দূরে অবস্থান করছে সাইক্লোন ৷

08:04 May 26

মাতলা নদী বাঁধে ভাঙন
  • কুলতলির গোপালগঞ্জের মাতলা নদী বাঁধে ভাঙন ৷ আতঙ্কিত গ্রামবাসীরা ৷ দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ের বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত

07:41 May 26

বকখালির সমুদ্রে ঢেউয়ের গর্জন
  • ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল বকখালির সমুদ্র ৷ ফ্রেজারগঞ্জে সমুদ্রের জল ঢুকে পড়েছে গ্রামে ৷ আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি ৷

07:22 May 26

  • দক্ষিণ 24 পরগনার গোসাবাতে প্রবল গতিতে বইছে ঝোড়ো হাওয়া

07:16 May 26

গঙ্গাসাগরে মুষলধারে বৃষ্টি
  • সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে গঙ্গাসাগরে ৷ সাগরের বেশ কিছু নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে ।

07:15 May 26

  • দিঘা, শঙ্করপুর, তাজপুর, চাঁদপুর, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া সহ বিভিন্ন এলাকায় ভোররাত থেকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে ।

06:59 May 26

ঝড় আর মেঘের গর্জনে কান পাতা দায়
  • ওড়িশার ধামরা থেকে ঘূর্ণিঝড় মাত্র 60 কিলোমিটার দূরে রয়েছে ৷ তার আগেই ধামরায় শুরু হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টি ৷ প্রবল হাওয়া সব তছনছ করে দিচ্ছে ৷

06:57 May 26

  • সমুদ্রের জলে 116 জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে । সি বিচের সাইটে পুলিশি টহল চলছে । যাতে সমুদ্রের দিকে কেউ না আসতে পারে ৷

06:56 May 26

উত্তাল দীঘার সমুদ্র
  • ওল্ড দিঘায় ব্যাপক হারে জলোচ্ছ্বাস দেখতে পাওয়া গিয়েছে । প্রায় 12 ফুট উপরে ঢেউ আছাড় খেয়ে পড়ে ৷ জলমগ্ন ওল্ড দিঘা নেহেরু মার্কেট ।

06:40 May 26

বৃষ্টিতে ভিজছে মহানগরী
  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চলছে ভারী বৃষ্টি ৷ কলকাতা সহ আশপাশের জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে ৷
Last Updated : May 26, 2021, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.