ETV Bharat / state

Save Life in Three Minutes: মাত্র 3 মিনিটেই বাঁচতে পারে জীবন, প্রশিক্ষণ দিলেন চিকিৎসকরা - Life saving training in just three minutes on each one save one campaign

হাতে আছে মাত্র তিন মিনিট(Save Life in Three Minutes)? চিন্তা করবেন না, এই সময়ের মধ্যেও বাঁচতে পারে একটি প্রাণ ৷ কীভাবে ? জানাচ্ছেন চিকিৎসকরা ৷

kolkata
কলকাতায় চিকিৎসকদের বৈঠক
author img

By

Published : Aug 4, 2022, 10:36 PM IST

কলকাতা, 4 অগস্ট: একটি জীবন বাঁচানোর জন্য মাত্র তিন মিনিটই যথেষ্ট ৷ চেষ্টা করলে এই তিন মিনিটেই বাঁচানো যেতে পারে একটি জীবন (Life saving training in just three minutes on each one save one campaign)৷ এমনটাই বলছেন চিকিৎসকরা ৷ ওয়েস্টবেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সপ্তাহ জুড়ে পালিত হচ্ছে অস্থি ও অস্থি সন্ধি দিবস । এই বছর এই কর্মসূচির প্রধান বিষয় হল 'Each One Save One', অর্থাৎ, প্রতি একজন বাঁচাতে পারে একজনকে ৷

বিভিন্ন জেলায় গঠিত 15টি অর্থপেডিক ক্লাবের সদস্যরা 14টি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত রাজ্যজুড়ে 1001 জন অস্থি শল্য চিকিৎসকেরা মিলে এই সপ্তাহের প্রতিদিন মূল বিষয় ভাবনার উপর কাজ করছেন । ইতিমধ্যে স্বনামধন্য এক বিদেশি চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে সপ্তাহের প্রথম দিনেই বিনামূল্যে হাওড়ায় হয়েছে চারটি জটিল অস্ত্রোপচার ৷ প্রতিদিনই একযোগে হয়ে চলেছে বেসিক লাইভ সাপোর্ট দেওয়ার কাজ ।

আরও পড়ুন : ইতিহাসে এসএসকেএম, দক্ষিণ এশিয়ায় প্রথম ম্যাট্রিক্স পদ্ধতিতে স্তন পুনর্গঠন কলকাতায়

প্রতিনিয়ত যাঁরা রাস্তায় থাকেন সাধারণ মানুষকে সহযোগিতা করতে সেই পুলিশ কর্মীদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ । বিনামূল্যে চিকিৎসা শিবির হচ্ছে বিভিন্ন জেলায় । মালদায় 30 জন শিশুর চক্রপদ চিকিৎসার জন্য বিশেষ ধরনের জুতো সরবরাহ করা হয় । অস্থি ও অস্থি সন্ধি সম্পর্কিত বিভিন্ন প্রচারের জন্য আগামী 7 অগস্ট অর্থাৎ এই কর্মসূচির শেষ দিনে হাওড়ায় হবে 'ওয়াকাথন' ।

কীভাবে তিন মিনিটেই বাঁচবে জীবন ? পরামর্শ চিকিৎসকের

এছাড়াও সব জায়গায় সেমিনার, বক্তৃতা নতুন চিকিৎসকদের হাতে কলমে শেখানোর পাঠ, সবই চলছে এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে । ওয়েস্ট বেঙ্গল অর্থপেডিক অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক চন্দন পাঠক বলেন, "আমরা দেখেছি অচেনা কেউ আচমকা অসুস্থ হয়ে যাবার পর পুলিশের ভয় কেউ এগিয়ে যায় না । জোর করে ফ্রন্টলাইন ওয়ার্কার্সদেরও শিক্ষা দেওয়ার চেষ্টা করছি । কীভাবে একটা মানুষকে পরীক্ষা করে তখনই হাসপাতালে নিয়ে আসা যায় তা বোঝানোর চেষ্টা করা হচ্ছে । একটা পুতুলকে এখানে আমরা মডেল হিসেবে ব্যবহার করছি এবং তার মাধ্যমেই আমরা এই ব্যবস্থাপনা দেখাচ্ছি সবাইকে ৷ কীভাবে তার পালস রেট বা অন্যান্য যে আবশ্যিক বিষয়গুলো সবার প্রথম দেখতে হয় এবং পরীক্ষা করা যায় সে সবই এই এক সপ্তাহ ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।"

আরও পড়ুন : মাঙ্কিপক্স থেকে কীভাবে সুস্থ থাকবেন, পরামর্শ চিকিৎসকের

কলকাতা, 4 অগস্ট: একটি জীবন বাঁচানোর জন্য মাত্র তিন মিনিটই যথেষ্ট ৷ চেষ্টা করলে এই তিন মিনিটেই বাঁচানো যেতে পারে একটি জীবন (Life saving training in just three minutes on each one save one campaign)৷ এমনটাই বলছেন চিকিৎসকরা ৷ ওয়েস্টবেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সপ্তাহ জুড়ে পালিত হচ্ছে অস্থি ও অস্থি সন্ধি দিবস । এই বছর এই কর্মসূচির প্রধান বিষয় হল 'Each One Save One', অর্থাৎ, প্রতি একজন বাঁচাতে পারে একজনকে ৷

বিভিন্ন জেলায় গঠিত 15টি অর্থপেডিক ক্লাবের সদস্যরা 14টি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত রাজ্যজুড়ে 1001 জন অস্থি শল্য চিকিৎসকেরা মিলে এই সপ্তাহের প্রতিদিন মূল বিষয় ভাবনার উপর কাজ করছেন । ইতিমধ্যে স্বনামধন্য এক বিদেশি চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে সপ্তাহের প্রথম দিনেই বিনামূল্যে হাওড়ায় হয়েছে চারটি জটিল অস্ত্রোপচার ৷ প্রতিদিনই একযোগে হয়ে চলেছে বেসিক লাইভ সাপোর্ট দেওয়ার কাজ ।

আরও পড়ুন : ইতিহাসে এসএসকেএম, দক্ষিণ এশিয়ায় প্রথম ম্যাট্রিক্স পদ্ধতিতে স্তন পুনর্গঠন কলকাতায়

প্রতিনিয়ত যাঁরা রাস্তায় থাকেন সাধারণ মানুষকে সহযোগিতা করতে সেই পুলিশ কর্মীদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ । বিনামূল্যে চিকিৎসা শিবির হচ্ছে বিভিন্ন জেলায় । মালদায় 30 জন শিশুর চক্রপদ চিকিৎসার জন্য বিশেষ ধরনের জুতো সরবরাহ করা হয় । অস্থি ও অস্থি সন্ধি সম্পর্কিত বিভিন্ন প্রচারের জন্য আগামী 7 অগস্ট অর্থাৎ এই কর্মসূচির শেষ দিনে হাওড়ায় হবে 'ওয়াকাথন' ।

কীভাবে তিন মিনিটেই বাঁচবে জীবন ? পরামর্শ চিকিৎসকের

এছাড়াও সব জায়গায় সেমিনার, বক্তৃতা নতুন চিকিৎসকদের হাতে কলমে শেখানোর পাঠ, সবই চলছে এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে । ওয়েস্ট বেঙ্গল অর্থপেডিক অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক চন্দন পাঠক বলেন, "আমরা দেখেছি অচেনা কেউ আচমকা অসুস্থ হয়ে যাবার পর পুলিশের ভয় কেউ এগিয়ে যায় না । জোর করে ফ্রন্টলাইন ওয়ার্কার্সদেরও শিক্ষা দেওয়ার চেষ্টা করছি । কীভাবে একটা মানুষকে পরীক্ষা করে তখনই হাসপাতালে নিয়ে আসা যায় তা বোঝানোর চেষ্টা করা হচ্ছে । একটা পুতুলকে এখানে আমরা মডেল হিসেবে ব্যবহার করছি এবং তার মাধ্যমেই আমরা এই ব্যবস্থাপনা দেখাচ্ছি সবাইকে ৷ কীভাবে তার পালস রেট বা অন্যান্য যে আবশ্যিক বিষয়গুলো সবার প্রথম দেখতে হয় এবং পরীক্ষা করা যায় সে সবই এই এক সপ্তাহ ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।"

আরও পড়ুন : মাঙ্কিপক্স থেকে কীভাবে সুস্থ থাকবেন, পরামর্শ চিকিৎসকের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.