ETV Bharat / state

CAA নিয়ে উত্তাল কলকাতা পৌরনিগমের অধিবেশন - নাগরিকত্ব (সংশোধনী) আইন

কলকাতা পৌরনিগমের অধিবেশনে নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও নাগরিকপঞ্জির বিরোধিতায় সবর বামেরা ৷ পৌরসভার অধিবেশনে বিরোধিত না করে রাস্তায় নেমে বিরোধিতা করা উচিত বিরোধিদের বললেন ফিরহাদ হাকিম ৷

CAA protest in KMC
প্রতিবাদ বামেদের
author img

By

Published : Dec 21, 2019, 7:18 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও নাগরিকপঞ্জির প্রতিবাদে উত্তাল কলকাতা পৌরনিগমের অধিবেশন৷ বিলের বিরোধিতা করে প্রতিবাদ দেখান বিরোধী কাউন্সিলররা । অধিবেশনের শুরুতেই অধিবেশন কক্ষের ভেতরে হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় বাম কাউন্সিলরদের । যদিও পৌরনিগমের চেয়ারপারসন মালা রায় বাম কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, "পৌরসভার অধিবেশন কক্ষ বিরোধিতা করার জায়গা নয় ।" এর পরেই ওয়াকআউট করেন বাম কাউন্সিলররা ।

বিরোধী কাউন্সিলর রত্না রায় মজুমদার জানান, নাগরিকত্ব (সংশোধনী) আইন ও নাগরিকপঞ্জি এখন সবচেয়ে জরুরি বিষয় । এই আইন সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে । তাহলে এই বিষয় নিয়ে কেন পৌরনিগমের অধিবেশনে আলোচনা করা যাবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । তিনি বলেন, "আইনটি বলবৎ হলে এখানকার সাধারণ মানুষও সমস্যায় পড়বেন । ভুক্তভোগী হবেন কলকাতার নাগরিকরাও ৷ তাহলে এই বিষয় নিয়ে অবশ্যই পৌর অধিবেশনে আলোচনার প্রয়োজন রয়েছে ।"

CAA protest in KMC
পৌরনিগমের BJP-র ঘরের সামনে CAA প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ কংগ্রেসের

অন্যদিকে, পৌরনিগমের অধিবেশনের শেষে পৌরনিগমের BJP-র ঘরের সামনে CAA প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় । যদিও মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে বলেন, "তৃণমূল প্রথম থেকেই CAA ও NRC-র প্রতিবাদ জানিয়ে আসছে । নাগরিকত্ব বিলের প্রতিবাদে প্রতিদিন মিছিল করছেন তৃণমূলে নেতা মন্ত্রীরা । তাই পৌরনিগমের অধিবেশনে বিরোধিতা না করে রাস্তায় নেমে বিরোধিতা করা উচিত বিরোধীদের ।"

কলকাতা, 21 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও নাগরিকপঞ্জির প্রতিবাদে উত্তাল কলকাতা পৌরনিগমের অধিবেশন৷ বিলের বিরোধিতা করে প্রতিবাদ দেখান বিরোধী কাউন্সিলররা । অধিবেশনের শুরুতেই অধিবেশন কক্ষের ভেতরে হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় বাম কাউন্সিলরদের । যদিও পৌরনিগমের চেয়ারপারসন মালা রায় বাম কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, "পৌরসভার অধিবেশন কক্ষ বিরোধিতা করার জায়গা নয় ।" এর পরেই ওয়াকআউট করেন বাম কাউন্সিলররা ।

বিরোধী কাউন্সিলর রত্না রায় মজুমদার জানান, নাগরিকত্ব (সংশোধনী) আইন ও নাগরিকপঞ্জি এখন সবচেয়ে জরুরি বিষয় । এই আইন সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে । তাহলে এই বিষয় নিয়ে কেন পৌরনিগমের অধিবেশনে আলোচনা করা যাবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । তিনি বলেন, "আইনটি বলবৎ হলে এখানকার সাধারণ মানুষও সমস্যায় পড়বেন । ভুক্তভোগী হবেন কলকাতার নাগরিকরাও ৷ তাহলে এই বিষয় নিয়ে অবশ্যই পৌর অধিবেশনে আলোচনার প্রয়োজন রয়েছে ।"

CAA protest in KMC
পৌরনিগমের BJP-র ঘরের সামনে CAA প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ কংগ্রেসের

অন্যদিকে, পৌরনিগমের অধিবেশনের শেষে পৌরনিগমের BJP-র ঘরের সামনে CAA প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় । যদিও মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে বলেন, "তৃণমূল প্রথম থেকেই CAA ও NRC-র প্রতিবাদ জানিয়ে আসছে । নাগরিকত্ব বিলের প্রতিবাদে প্রতিদিন মিছিল করছেন তৃণমূলে নেতা মন্ত্রীরা । তাই পৌরনিগমের অধিবেশনে বিরোধিতা না করে রাস্তায় নেমে বিরোধিতা করা উচিত বিরোধীদের ।"

Intro:আজ কলকাতা পুরনিগমের অধিবেশনে নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল হয় বিরোধী কাউন্সিলররা। অধিবেশনের শুরুতেই অধিবেশন কক্ষের ভেতরে বাম কাউন্সিলররা হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ জানাতে থাকে নাগরিকত্ব বিল ও CAA প্রতিবাদে। পুর চেয়ারপারসন মালা রায় বাম কাউন্সিলরদের বলেন পুর অধিবেশন কক্ষের ভেতরে বিরোধিতা করার জায়গা নয়। এর পরেই অধিবেশন কক্ষ ছেড়ে ওয়াকআউট করেন বাম কাউন্সিলররা। বিরোধী কাউন্সিলর রত্না রায় মজুমদার জানিয়েছেন CAA এনআরসি এখন জ্বলন্ত বিষয়। সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাহলে এই বিষয় নিয়ে কেন পুরনিগমের অধিবেশনে আলোচনা করা যাবে না এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।


Body:তিনি বলেন আইনটি বলবৎ হলে এখানকার সাধারণ মানুষ ও সমস্যায় পড়বেন। ভুক্তভোগী হবে কলকাতার নাগরিকরাও তাহলে এই বিষয় নিয়ে অবশ্যই পুর অধিবেশনে আলোচনার প্রয়োজন রয়েছে। এদিন পুরো অধিবেশনের শেষে বিজেপির ঘরের সামনে দাঁড়িয়ে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। CAA প্রতিলিপিতে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।

যদিও মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে জানিয়েছেন তৃণমূল প্রথম থেকেই এই বিলের প্রতিবাদ জানিয়ে আসছে। তিনি বলেন নাগরিকত্ব বিলের প্রতিবাদে প্রতিদিন মিছিলে অংশগ্রহণ করছেন তৃণমূল নেতা মন্ত্রী সকলেই। তাই পুর অধিবেশনে বিরোধিতা না করে রাস্তায় নেবে বিরোধিতা করা উচিত বিরোধীদের বললেন ফিরহাদ হাকিম।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.