ETV Bharat / state

Left Parties to Arrange Rallies : শান্তি-সম্প্রীতির বার্তা দিতে হাওড়া ও হুগলিতে মহামিছিলের ডাক বামেদের

বিভেদ সৃষ্টি করে এমন সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়ে আম জনতার বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে । সে কথা মাথায় রেখে হাওড়া এবং হুগলিতে রবি ও সোমবার মিছিলের ডাক দিল বামেরা ।

ETV Bharat
হাওড়া ও হুগলিতে মহামিছিলের ডাক দিল বামপন্থীদের
author img

By

Published : Apr 8, 2023, 8:25 AM IST

Updated : Apr 8, 2023, 8:32 AM IST

কলকাতা, 8 এপ্রিল: হাওড়া ও হুগলি দুই জেলায় সম্প্রতি রাম নবমীকে কেন্দ্র করে হিংসা ছড়ায় । পরিস্থিতি সামাল দিতে রাজ্যপালকে ছুটতে হয়েছিল ঘটনাস্থলে । এবার সেখানেই শান্তি, সম্প্রীতির বার্তা দিতে রবিবার ও সোমবার মিছিল করবে বামপন্থী দলগুলি । শুক্রবার একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । একটি মিছিল হবে কোন্নগর থেকে উত্তরপাড়া পর্যন্ত ৷ অন্য মিছিলটি হবে বালি খাল থেকে শিবপুর পর্যন্ত ।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, মানুষে- মানুষে বিভেদ সৃষ্টি করে এমন সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়ে আম জনতার বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে । মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতেই দুই জায়গা থেকে বাম দলগুলো মিছিলের আহ্বান করেছে । 9 এপ্রিল রবিবার হুগলির কোন্নগর-বাঘখাল থেকে একটি মিছিল বিকাল 3টের সময় রওনা হয়ে উত্তর পাড়ায় গৌরী সিনেমা হল সংলগ্ন এলাকায় পৌঁছবে । বিকেল চারটে নাগাদ সেখানে সভা ও সমাবেশ হবে । 10 এপ্রিল সোমবার দুপুর 2.30 নাগাদ সংক্ষিপ্ত সভা হবে হাওড়ার বালিখাল এলাকায় ৷ তারপর শুরু হবে মিছিল ৷ জিটি রোড ধরে মিছিল শিবপুর সামনে শেষ হবে ৷ মিছিল শেষে ট্রামডিপো মোড়ে সমাবেশ হবে ।

আরও পড়ুন : কালীঘাটের কাকু থেকে পার্থ'র পড়ে যাওয়া, অকপট বিমান বসু

বিমান বসু জানিয়েছেন, রামনবমীর দিন বিভিন্ন প্রান্তে অস্ত্রসহ মিছিল হয়েছে । হাওড়া ও হুগলিতে এই মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক গন্ডগোল ঘটে । অন্য বেশ কয়েকটি রাজ্যেও একই পরিস্থিতি । হাওড়ার কাজীপাড়ায়, হুগলির রিষড়ায় সংঘর্ষ, আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । মুখ্যমন্ত্রী নিজেই পুলিশি শিথিলতার কথা জানিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে । এখন মানুষের জীবন- জীবিকা সঙ্কটে । বেকারত্ব থেকে শুরু করে মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি বাড়ছে লাফিয়ে লাফিয়ে । এই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করছেন মানুষ । ঠিক সে সময় এসবের দিক থেকে মানুষকে ভুলিয়ে রাখতে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।

কলকাতা, 8 এপ্রিল: হাওড়া ও হুগলি দুই জেলায় সম্প্রতি রাম নবমীকে কেন্দ্র করে হিংসা ছড়ায় । পরিস্থিতি সামাল দিতে রাজ্যপালকে ছুটতে হয়েছিল ঘটনাস্থলে । এবার সেখানেই শান্তি, সম্প্রীতির বার্তা দিতে রবিবার ও সোমবার মিছিল করবে বামপন্থী দলগুলি । শুক্রবার একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । একটি মিছিল হবে কোন্নগর থেকে উত্তরপাড়া পর্যন্ত ৷ অন্য মিছিলটি হবে বালি খাল থেকে শিবপুর পর্যন্ত ।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, মানুষে- মানুষে বিভেদ সৃষ্টি করে এমন সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়ে আম জনতার বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে । মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতেই দুই জায়গা থেকে বাম দলগুলো মিছিলের আহ্বান করেছে । 9 এপ্রিল রবিবার হুগলির কোন্নগর-বাঘখাল থেকে একটি মিছিল বিকাল 3টের সময় রওনা হয়ে উত্তর পাড়ায় গৌরী সিনেমা হল সংলগ্ন এলাকায় পৌঁছবে । বিকেল চারটে নাগাদ সেখানে সভা ও সমাবেশ হবে । 10 এপ্রিল সোমবার দুপুর 2.30 নাগাদ সংক্ষিপ্ত সভা হবে হাওড়ার বালিখাল এলাকায় ৷ তারপর শুরু হবে মিছিল ৷ জিটি রোড ধরে মিছিল শিবপুর সামনে শেষ হবে ৷ মিছিল শেষে ট্রামডিপো মোড়ে সমাবেশ হবে ।

আরও পড়ুন : কালীঘাটের কাকু থেকে পার্থ'র পড়ে যাওয়া, অকপট বিমান বসু

বিমান বসু জানিয়েছেন, রামনবমীর দিন বিভিন্ন প্রান্তে অস্ত্রসহ মিছিল হয়েছে । হাওড়া ও হুগলিতে এই মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক গন্ডগোল ঘটে । অন্য বেশ কয়েকটি রাজ্যেও একই পরিস্থিতি । হাওড়ার কাজীপাড়ায়, হুগলির রিষড়ায় সংঘর্ষ, আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । মুখ্যমন্ত্রী নিজেই পুলিশি শিথিলতার কথা জানিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে । এখন মানুষের জীবন- জীবিকা সঙ্কটে । বেকারত্ব থেকে শুরু করে মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি বাড়ছে লাফিয়ে লাফিয়ে । এই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করছেন মানুষ । ঠিক সে সময় এসবের দিক থেকে মানুষকে ভুলিয়ে রাখতে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।

Last Updated : Apr 8, 2023, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.