ETV Bharat / state

বিমান বসুকে ধাক্কা পুলিশ অফিসারের, অভিযোগে নগরপালকে চিঠি সূর্যকান্তর - lockdown

রেড রোডে অবস্থান-বিক্ষোভের সময় গ্রেপ্তার করা হয় বাম নেতা-কর্মীদের । সেই সময় বিমান বসুকে ধাক্কা মারার অভিযোগ ওঠে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে । ওই অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নগরপালকে চিঠি দিলেন সূর্যকান্ত মিশ্র ।

পুলিশের অসভ্যতার বিরুদ্ধে নগরপালকে চিঠি সূর্যকান্ত মিশ্রের
পুলিশের অসভ্যতার বিরুদ্ধে নগরপালকে চিঠি সূর্যকান্ত মিশ্রের
author img

By

Published : Apr 19, 2020, 10:17 PM IST

কলকাতা, 19 এপ্রিল: রেড রোডে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কলকাতার নগরপালকে চিঠি দিলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।

রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করে গতকাল রেড রোডে অবস্থান-বিক্ষোভ করে বামফ্রন্ট নেতৃত্ব । অভিযোগ, অবস্থান-বিক্ষোভের সময় পুলিশ এসে বাম নেতা-কর্মীদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করে । তাঁদের গ্ৰেপ্তারের সময় বিমান বসুকে এক পুলিশ অফিসার ধাক্কা দেয় বলে অভিযোগ।

লকডাউন অমান্য করে বাইরে বেরিয়ে এবং সামাজিক দূরত্ব না মেনে বিক্ষোভ দেখাচ্ছিল বামেরা । এই অভিযোগে গ্রেপ্তার করা হয় বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের । এই নিয়ে বিমানবাবু বলেন, "প্রত‍্যেকে নির্দিষ্ট দূরত্ব মেনেই বিক্ষোভ দেখাচ্ছিল । পুলিশই নিয়ম ভেঙেছে ।"

অভিযোগ, কর্মসূচি শেষে একজন পুলিশ অফিসার বিমান বসুকে সজোরে ধাক্কা দেয় । যদিও সামলে নেন বিমান বসু । CPI(M)-এর সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটের অফিসের দায়িত্বপ্রাপ্ত সুখেন্দু পাণিগ্ৰাহীকেও পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকেও জামার কলার ধরে টানার অভিযোগ ওঠে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ।

গতকালের এই ঘটনার অভিযোগ জানিয়ে আজ নগরপালকে চিঠি দিলেন CPI(M)-এর রাজ‍্য সম্পাদক । কলকাতা পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না করা হলে আইনত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েেছােনি তিনি ।

কলকাতা, 19 এপ্রিল: রেড রোডে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কলকাতার নগরপালকে চিঠি দিলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।

রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করে গতকাল রেড রোডে অবস্থান-বিক্ষোভ করে বামফ্রন্ট নেতৃত্ব । অভিযোগ, অবস্থান-বিক্ষোভের সময় পুলিশ এসে বাম নেতা-কর্মীদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করে । তাঁদের গ্ৰেপ্তারের সময় বিমান বসুকে এক পুলিশ অফিসার ধাক্কা দেয় বলে অভিযোগ।

লকডাউন অমান্য করে বাইরে বেরিয়ে এবং সামাজিক দূরত্ব না মেনে বিক্ষোভ দেখাচ্ছিল বামেরা । এই অভিযোগে গ্রেপ্তার করা হয় বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের । এই নিয়ে বিমানবাবু বলেন, "প্রত‍্যেকে নির্দিষ্ট দূরত্ব মেনেই বিক্ষোভ দেখাচ্ছিল । পুলিশই নিয়ম ভেঙেছে ।"

অভিযোগ, কর্মসূচি শেষে একজন পুলিশ অফিসার বিমান বসুকে সজোরে ধাক্কা দেয় । যদিও সামলে নেন বিমান বসু । CPI(M)-এর সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটের অফিসের দায়িত্বপ্রাপ্ত সুখেন্দু পাণিগ্ৰাহীকেও পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকেও জামার কলার ধরে টানার অভিযোগ ওঠে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ।

গতকালের এই ঘটনার অভিযোগ জানিয়ে আজ নগরপালকে চিঠি দিলেন CPI(M)-এর রাজ‍্য সম্পাদক । কলকাতা পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না করা হলে আইনত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েেছােনি তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.