ETV Bharat / state

হাসপাতালের সামনে বন্ধ দোকান, রোগীর আত্মীয়দের খাবার বিলি বামফ্রন্টের

লকডাউন । তাই হাসপাতালের সামনেও বন্ধ সব দোকান । তার ফলে খাবারের সমস্যায় ভুগছেন রোগীর আত্মীয়রা । তাই গতরাতে তাঁদের খাবার বিলি করল কলকাতা জেলা বামফ্রন্ট নেতৃত্ব ।

Food Supply
খাবার বিলি
author img

By

Published : Apr 10, 2020, 11:24 AM IST

কলকাতা, 10 এপ্রিল : লকডাউনের ফলে আর পাঁচজনের মতো সমস্যায় পড়ছেন রোগীর আত্মীয়রাও । দোকানপাট বন্ধ থাকায় পাচ্ছেন না খাবার । তাই তাঁদের কথা মাথায় রেখে গতরাতে এম আর বাঙ্গুর হাসপাতালের সামনে রোগীর আত্মীয়দের খাবার দেয় কলকাতা জেলা বামফ্রন্ট নেতৃত্ব । খাবার পেলেন ওই এলাকার দুস্থরাও ।

কলকাতা জেলা বামফ্রন্টের সম্পাদক কল্লোল মজুমদার জানান, বাঙুর হাসপাতালে ভরতি রোগীদের নিকট আত্মীয়-সহ এলাকার প্রায় 362 জনকে রাতের খাবার দেওয়া হয় । খাবারের মেনুতে ছিল ভাত, ডাল ও তরকারি । এখন থেকে প্রতিদিনই বাঙুর হাসপাতালের সামনে রাতের খাবার দেওয়া হবে বলে জানান কল্লোল মজুমদার । পাশাপাশি আজ থেকে বামফ্রন্টের যুব শাখার তরফে সকালের টিফিন ও দুপুরের খাবার দেওয়া হবে বলে জানানো হয়েছে । পরবর্তীকালে P .G, NRS ও আর জি করে হাসপাতালের সামনেও রোগীর আত্মীয়দের রাতের খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে ।

কল্লোল মজুমদার বলেন, "লকডাউনের ফলে হাসপাতালের সামনে একটি বিস্কুটের দোকানও খোলা নেই । ফলে জল থেকে খাবার সবকিছুরই সমস্যায় ভুগছেন রোগীর আত্মীয়রা । তাই তাঁদের কথা ভেবেই বামপন্থীরা এই কর্মসূচি নিয়েছে ।"

কলকাতা, 10 এপ্রিল : লকডাউনের ফলে আর পাঁচজনের মতো সমস্যায় পড়ছেন রোগীর আত্মীয়রাও । দোকানপাট বন্ধ থাকায় পাচ্ছেন না খাবার । তাই তাঁদের কথা মাথায় রেখে গতরাতে এম আর বাঙ্গুর হাসপাতালের সামনে রোগীর আত্মীয়দের খাবার দেয় কলকাতা জেলা বামফ্রন্ট নেতৃত্ব । খাবার পেলেন ওই এলাকার দুস্থরাও ।

কলকাতা জেলা বামফ্রন্টের সম্পাদক কল্লোল মজুমদার জানান, বাঙুর হাসপাতালে ভরতি রোগীদের নিকট আত্মীয়-সহ এলাকার প্রায় 362 জনকে রাতের খাবার দেওয়া হয় । খাবারের মেনুতে ছিল ভাত, ডাল ও তরকারি । এখন থেকে প্রতিদিনই বাঙুর হাসপাতালের সামনে রাতের খাবার দেওয়া হবে বলে জানান কল্লোল মজুমদার । পাশাপাশি আজ থেকে বামফ্রন্টের যুব শাখার তরফে সকালের টিফিন ও দুপুরের খাবার দেওয়া হবে বলে জানানো হয়েছে । পরবর্তীকালে P .G, NRS ও আর জি করে হাসপাতালের সামনেও রোগীর আত্মীয়দের রাতের খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে ।

কল্লোল মজুমদার বলেন, "লকডাউনের ফলে হাসপাতালের সামনে একটি বিস্কুটের দোকানও খোলা নেই । ফলে জল থেকে খাবার সবকিছুরই সমস্যায় ভুগছেন রোগীর আত্মীয়রা । তাই তাঁদের কথা ভেবেই বামপন্থীরা এই কর্মসূচি নিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.