কলকাতা, 25 মার্চ : লাল পতাকা দেখল খাস কলকাতার 61 নম্বর ওয়ার্ডের বেডফোর্ড লেন । দীর্ঘ 13 বছর পর ৷ বস্তি থেকে বহুতল চষে ফেলছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামপ্রার্থী সায়রা শাহ হালিম । ভোট প্রচারে তাঁর হাতিয়ার বিজেপি ফেরত তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Left Front candidate Saira Shah Halim campaign in Bedford Lane Ballygunge Constituency Kolkata) ।
উন্নয়নের আলো না পৌঁছনো প্রায় 50 শতাংশ সংখ্যালঘু ভোটারের বালিগঞ্জ বিধানসভায় এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিজেপি থেকে আসা তৃণমূল প্রার্থী । ইতিমধ্যে তৃণমূলের সমর্থক সংখ্যালঘু মানুষের একাংশ এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন । আর সেই ক্ষোভই অস্ত্র বামপ্রার্থীর ৷ লালদলকে ফেরাতে দিনরাত এক করে প্রচারে নেমেছেন সায়রা শাহ হালিম ।
আরও পড়ুন : Babul Supriyo Nomination : 'সেরাটা দিয়েই খেলব', মনোনয়ন জমা দিয়ে মন্তব্য বাবুলের
শাসকদলের দাপটে লাল পতাকা মুছে গেয়েছিল 61 নম্বর ওয়ার্ডের বেড ফোর্ড লেন এলাকা থেকে । বৃহস্পতিবার বামপ্রার্থী প্রচার করতে গিয়ে মহিলাদের কাছে পৌঁছন । তিনি বলেন, "তৃণমূল প্রার্থী বিজেপি থেকে এসেছে । আবার ফিরে যেতে পারেন ৷" সিএএ, এনআরসি বিরোধী লড়াইয়ের কথা টেনে এনে জানান, এই বাবুল সুপ্রিয় সিএএ, এনআরসি-র পক্ষে ছিল । তিনি বলেন, "আমরা সিএএ, এনআরসির বিরোধিতা করেছি । তাই ওঁকে বিশ্বাস করবেন না । জিতে গেলে ফের কী করবে ঠিক নেই ।" পাশাপাশি আসানসোলের সংঘর্ষে ইমামের ছেলের মৃত্যুর পর সেখানকার তৎকালীন সাংসদ বাবুল সুপ্রিয়র কী ভূমিকা নিয়েছিলেন, তাও মনে করিয়ে দেন তিনি ।
শ্রোতা অর্থাৎ ভোটারদের মধ্যে এমনিতে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছে, সায়রা যেন তাতে ধুনো দিলেন । ফলত, কাস্তে-হাতুড়ি প্রার্থীকে ঘিরে এলাকায় জমায়েত হয়েছিল চোখে পড়ার মতোই । দলীয় লোকজন ছাড়াও ভিড় করেছিলেন এলাকার মানুষ, বাড়ির মহিলারাও । আর 13 বছর পর এমন ছবি দেখে কার্যত খুশি সিপিআইএম । তবে ভোটের বাক্সে কতটা প্রভাব পড়বে, তা নিয়ে সংশয়ে আছে বাম নেতৃত্ব ।
আরও পড়ুন : Asansol-Ballygunge Bye Poll 2022 : দুই উপনির্বাচনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা ও কেয়া