কলকাতা, 28 জুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও রাজ্যে আমফানের ত্রাণ বন্টনে স্বজনপোষণের অভিযোগে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি করবে বাম-কংগ্রেস ৷ রাজ্যজুড়ে এই বিক্ষোভ কর্মসূচি হবে ৷ ইতিমধ্যে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত নেতৃত্বদের এই কর্মসূচি সম্পর্কে অবগত করে দেওয়া হয়েছে ৷
সামাজিক দূরত্ব বজায় রেখেই রাজ্যের সবকটি জেলার প্রশানিক ভবনের সামনে বিক্ষোভ দেখাবে বাম-কংগ্রেস ৷ কলকাতার মেয়ো রোডে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে বিকেল 4 টের সময় ৷ সেখানে বামফ্রন্টের 16 টি সংগঠনের নেতৃত্ব উপস্থিত থাকবেন ৷ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৷ তবে, জেলাগুলিতে সকাল 11 টা থেকেই এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে ৷
এই বিক্ষোভ কর্মসূচিকে আগামীকাল সফল করতে আজ ভিডিয়ো কলের মাধ্যমে জেলার বামফ্রন্ট কর্মীদের কাছে আবেদন জানিয়েছেন বাম নেতৃত্ব ৷ পুরো বিষয়টি নজরদারি চালানোর জন্য জেলার বামফ্রন্ট সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি কংগ্রেসের তরফেও জেলা সভাপতিদের নজরদারি চালানোর নির্দেশে দিয়েছেন সোমেন মিত্র ৷
সোমেন মিত্র জানান, আগামীকালের বিক্ষোভ কর্মসূচি রিপোর্ট কংগ্রেসের তরফে ICC-কে পাঠানো হবে ৷ পাশাপাশি আগামী মাসের শুরুতেই ফের বৈঠকে বসছেন বাম-কংগ্রেস ৷ ওই বৈঠকে তৃণমূল ও BJP-র বিরুদ্ধে রণকৌশল ঠিক করা হবে বলে খবর ৷