ETV Bharat / state

Protest in KMC: অধিবেশন কক্ষে বিজেপি কাউন্সিলরের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কলকাতা পৌরনিগমে

অধিবেশন কক্ষে বিজেপি কাউন্সিলরের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও ডেপুটেশন বাম - কংগ্রেসের ৷ তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ উভয়েই শোকজ নোটিশের জবাব জমা দিলেন ৷

Etv Bharat
পৌরনিগমে বিক্ষোভ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 10:55 PM IST

কাউন্সিলরের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ পৌরসভায়

কলকাতা, 22 সেপ্টেম্বর: কলকাতা পৌরসভার মধ্যে দুই কাউন্সিলরের হাতহাতির ঘটনায় শুক্রবার প্রতিবাদে সরব বাম-কংগ্রেস কাউন্সিলররা । বাম কংগ্রেসকে আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম । এদিন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ উভয়েই শোকজ নোটিশের জবাব জমা দিলেন চেয়ার পার্সন মালা রায়ের ঘরে। কয়েকদিন আগেই অধিবেশন চলাকালীন দুই কাউন্সিলরের হাতাহাতিতে উত্তাল হয়ে ওঠে কলকাতা কর্পোরেশন ৷ মেয়র ফিরহাদ হাকিমের সামনেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উপর চড়াওয়ের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বিরুদ্ধে ৷

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বিজেপির এই অসভ্যতার সর্মথন করতে গেলে করুক বাম-কংগ্রেস । আমরা ওদের বিরুদ্ধে লড়াই করে তিনটে দলের কাউন্সিলর সংখ্যা 10-এর নীচে নামিয়ে দিয়েছি । আমরা জনগনের কাছে যাব ।" এদিকে শোকজ নোটিশ জবাব দিতে এসে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "আমি আজও বিশ্বাস করি আমি সেদিন কোনও অন্যায় করিনি । আমি আক্রান্ত হয়েছি । সংঘবদ্ধ আক্রমণের মুখে পড়েছি । বাবাকে গালি দেওয়ার পরে চোর বলেছি । আমি কারও গায়ে হাত দিইনি । তবুও আমার অজান্তে আমার কোনও ঘটনায় যদি কর্পোরেশনের মর্যাদা হানি হয় আমি ক্ষমাপ্রার্থী ।" তৃণমূলের অসীম বসু বলেন, "যা ঘটেছে সবটাই ক্যামেরায় আছে । আমি ওকে মারিনি। আমি ওকে সরিয়েছি । ও আমদের সমসায়িক সময়ের কাউন্সিলর । ও যে মর্যাদাহানিকর মন্তব্য করে সব সময় মেনে নেওয়া যায় না ।"

আরও পড়ুন: রণক্ষেত্র পৌরনিগমের অধিবেশন, ফিরহাদের সামনেই বিজেপি-তৃণমূল কাউন্সিলরদের হাতাহাতি

গত 16 সেপ্টেম্বর কলকাতা পৌর নিগমের মাসিক অধিবেশনে বিজেপি ও তৃণমূল কাউন্সিলরের হাতাহাতিতে রণক্ষেত্র হয়ে উঠে অধিবেশন কক্ষ । এই ঘটনায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে শোকজ করেন চেয়ারম্যান মালা রায় । আজ সেই মারপিটের ঘটনায় বিজেপির কাউন্সিলরের উপর তৃণমূলের আক্রমনের প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা ৷ প্রতিবাদে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠককে সঙ্গে নিয়ে 92 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মধুছন্দা দেব, 103 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর নন্দিতা রায় বিক্ষোভ দেখান । তারা এদিন পৌর চেয়ারম্যান মালা রায়ের কাছে একটি ডেপুটেশন দেন। বাম ও কংগ্রেসের 3 কাউন্সিলর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সরব হন ৷

কাউন্সিলরের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ পৌরসভায়

কলকাতা, 22 সেপ্টেম্বর: কলকাতা পৌরসভার মধ্যে দুই কাউন্সিলরের হাতহাতির ঘটনায় শুক্রবার প্রতিবাদে সরব বাম-কংগ্রেস কাউন্সিলররা । বাম কংগ্রেসকে আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম । এদিন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ উভয়েই শোকজ নোটিশের জবাব জমা দিলেন চেয়ার পার্সন মালা রায়ের ঘরে। কয়েকদিন আগেই অধিবেশন চলাকালীন দুই কাউন্সিলরের হাতাহাতিতে উত্তাল হয়ে ওঠে কলকাতা কর্পোরেশন ৷ মেয়র ফিরহাদ হাকিমের সামনেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উপর চড়াওয়ের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বিরুদ্ধে ৷

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বিজেপির এই অসভ্যতার সর্মথন করতে গেলে করুক বাম-কংগ্রেস । আমরা ওদের বিরুদ্ধে লড়াই করে তিনটে দলের কাউন্সিলর সংখ্যা 10-এর নীচে নামিয়ে দিয়েছি । আমরা জনগনের কাছে যাব ।" এদিকে শোকজ নোটিশ জবাব দিতে এসে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "আমি আজও বিশ্বাস করি আমি সেদিন কোনও অন্যায় করিনি । আমি আক্রান্ত হয়েছি । সংঘবদ্ধ আক্রমণের মুখে পড়েছি । বাবাকে গালি দেওয়ার পরে চোর বলেছি । আমি কারও গায়ে হাত দিইনি । তবুও আমার অজান্তে আমার কোনও ঘটনায় যদি কর্পোরেশনের মর্যাদা হানি হয় আমি ক্ষমাপ্রার্থী ।" তৃণমূলের অসীম বসু বলেন, "যা ঘটেছে সবটাই ক্যামেরায় আছে । আমি ওকে মারিনি। আমি ওকে সরিয়েছি । ও আমদের সমসায়িক সময়ের কাউন্সিলর । ও যে মর্যাদাহানিকর মন্তব্য করে সব সময় মেনে নেওয়া যায় না ।"

আরও পড়ুন: রণক্ষেত্র পৌরনিগমের অধিবেশন, ফিরহাদের সামনেই বিজেপি-তৃণমূল কাউন্সিলরদের হাতাহাতি

গত 16 সেপ্টেম্বর কলকাতা পৌর নিগমের মাসিক অধিবেশনে বিজেপি ও তৃণমূল কাউন্সিলরের হাতাহাতিতে রণক্ষেত্র হয়ে উঠে অধিবেশন কক্ষ । এই ঘটনায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে শোকজ করেন চেয়ারম্যান মালা রায় । আজ সেই মারপিটের ঘটনায় বিজেপির কাউন্সিলরের উপর তৃণমূলের আক্রমনের প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা ৷ প্রতিবাদে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠককে সঙ্গে নিয়ে 92 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মধুছন্দা দেব, 103 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর নন্দিতা রায় বিক্ষোভ দেখান । তারা এদিন পৌর চেয়ারম্যান মালা রায়ের কাছে একটি ডেপুটেশন দেন। বাম ও কংগ্রেসের 3 কাউন্সিলর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সরব হন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.