কলকাতা, 20 মার্চ : মাদার ডেয়ারির পুনরুজ্জীবনের জন্য উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্যের শ্রমিক সংগঠনগুলি । কোনওভাবেই মাদার ডেয়ারির বেসরকারিকরণ করা যাবে না ৷ এই ইশুতে বৈঠক সারল বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি ।
1996 সালে পশ্চিমবঙ্গ সরকার দায়িত্বভার গ্রহন করার সময় মাদার ডেয়ারি সঞ্চিত অর্থভাণ্ডার ছিল আনুমানিক 28 কোটি টাকা ৷ আর ঋণের বোঝা ছিল প্রায় 23 কোটি টাকা । 1996 সাল থেকে 2011 সালের মার্চ মাস পর্যন্ত 14 বছরে বামফ্রন্ট সরকারের সময় কালে অতীতের 23 কোটি টাকা ঋণ পরিশোধ করার পর মজুত অর্থভাণ্ডার পৌঁছায় 58 কোটি টাকায় ।
একাধিক প্রতিযোগী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের দুধ ও দুগ্ধজাত সামগ্রীর বাজারে মাদার ডেয়ারি ছিল প্রথম স্থানে । বিগত কয়েক বছরে মাদার ডেয়ারির লোকসান হয়েছে 30 কোটি টাকা । এই বিপুল পরিমাণ লোকসান বহন করে কীভাবে চলবে মাদার ডেয়ারি ? প্রশ্ন উঠতে শুরু করেছে কর্মচারীদের মধ্যেই ৷ আজ মাদার ডায়েরির কর্মচারীদের নিয়ে বাম ও কংগ্রেসের শ্রমিক নেতারা দীর্ঘক্ষণ বৈঠক করেন শ্রমিক ভবনে । অভিযোগ, সুপরিকল্পিতভাবে মাদার ডেয়ারিকে রুগ্ন করে ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার জন্য ডানকুনি প্লান্টের দুধ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে ।
একসময় ডানকুনি প্লান্টের দুধের উৎপাদন ক্ষমতা দৈনিক 6 লাখ লিটার ৷ কিন্তু বর্তমানে উৎপাদিত দুধের দৈনিক বিক্রি নামিয়ে আনা হয়েছে মাত্র 1 লাখ 22 হাজার লিটারে । ফলে অস্তিত্ব সংকট আরও তীব্র হচ্ছে । একদিকে মাদার ডেয়ারির উপর হিমুল ডেয়ারির মতো রুগ্ন সরকারি সংস্থা চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ কর্মচারীদের একাংশের ৷