কলকাতা, 6 অক্টোবর : হাথরসের ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি ধিক্কার জানিয়ে কলকাতায় মিছিল করল বাম-কংগ্রেস । বিকেল 4টায় ধর্মতলা থেকে মিছিল শুরু হয় । প্রায় সাড়ে পাঁচটা নাগাদ পার্ক সার্কাসের লেডি ব্রেবোর্ন কলেজের কাছে শেষ হয় মিছিল ।
রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণের ঘটনা ও নির্যাতিতাদের সুবিচার না পাওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব । পার্কস্ট্রিট, ময়নাগুড়ি, কামদুনি, মধ্যমগ্রাম সহ একাধিক ঘটনায় এখনও সুবিচার না মেলায় ক্ষোভপ্রকাশ করেছে তারা ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে কংগ্রেস এবং রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব যৌথভাবে বিক্ষোভ মিছিল শুরু করে আজ । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা আবদুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল হয়।
3 অক্টোবর হাথরসে কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে রাজপথে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । কালো কাপড় হাতে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেছিলেন তিনি ।