ETV Bharat / state

JEE ও NEET পিছনোর আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি বাম-কংগ্রেসের - কংগ্রেস

রাজ্য সরকারের পর এবার রাজ্যপালের কাছে JEE ও NEET স্থগিত রাখার আবেদন জানিয়ে চিঠি দিল বাম-কংগ্রেস ৷ তাদের বক্তব্য, জয়েন্ট এন্ট্রান্স এবং NEET নেওয়ার উপযুক্ত সময় এখন নয় ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 28, 2020, 8:30 AM IST

কলকাতা, 28 অক্টোবর : দেশজুড়ে বাড়ছে কোরোনার সংক্রমণ । এরই মাঝে কেন্দ্রীয় সরকারের তরফে সর্বভারতীয় JEE ও NEET-এর নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেই কারণে সংশ্লিষ্ট পরীক্ষা দু'টি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি দিল বাম-কংগ্রেস পরিষদীয় দল ।

এই পরীক্ষা দু'টি পিছিয়ে দিলে পড়ুয়াদের বছর নষ্ট হবে না বলে দাবি করা হয়েছে চিঠিতে । অতীতেও রাজ্যপালের কাছে সংশ্লিষ্ট পরীক্ষা দু'টির প্রশ্নপত্র নিয়ে অভিযোগ জানিয়েছিল বাম এবং কংগ্রেস নেতৃত্ব । তাদের প্রশ্ন ছিল, শুধু ইংরেজি-হিন্দি এবং গুজরাতি ভাষায় কেন প্রশ্নপত্র হবে ? দেশের পঞ্চম বৃহত্তম ভাষা বাংলাকে কেন বাদ রাখা হচ্ছে প্রশ্নপত্রের তালিকা থেকে ? আঞ্চলিক ভাষায় প্রশ্ন হলে বাংলাকেও তার অন্তর্ভুক্ত করতে হবে বলে দাবি জানিয়েছিল তারা ।

সুজন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকে বাম এবং কংগ্রেসের তরফে যৌথভাবে চিঠি দেওয়া হয়েছে । জয়েন্ট এন্ট্রান্স এবং NEET নেওয়ার উপযুক্ত সময় এখন নয় । দেশজুড়ে একটা ভয়ংকর পরিস্থিতি চলছে । গণপরিবহন বন্ধ ।

তিনি আরও বলেন, "কম বয়সিদের নিরাপত্তার বিষয়টি দেখছে না দেশের সরকার । জোর করে পরীক্ষা নেওয়ার অর্থ পড়ুয়াদের গিনিপিগ করা । কোনও সভ্য দেশে এমনটা হয় না । তাড়াহুড়ো করে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে পড়ুয়াদের । অবিলম্বে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক ।"

কলকাতা, 28 অক্টোবর : দেশজুড়ে বাড়ছে কোরোনার সংক্রমণ । এরই মাঝে কেন্দ্রীয় সরকারের তরফে সর্বভারতীয় JEE ও NEET-এর নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেই কারণে সংশ্লিষ্ট পরীক্ষা দু'টি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি দিল বাম-কংগ্রেস পরিষদীয় দল ।

এই পরীক্ষা দু'টি পিছিয়ে দিলে পড়ুয়াদের বছর নষ্ট হবে না বলে দাবি করা হয়েছে চিঠিতে । অতীতেও রাজ্যপালের কাছে সংশ্লিষ্ট পরীক্ষা দু'টির প্রশ্নপত্র নিয়ে অভিযোগ জানিয়েছিল বাম এবং কংগ্রেস নেতৃত্ব । তাদের প্রশ্ন ছিল, শুধু ইংরেজি-হিন্দি এবং গুজরাতি ভাষায় কেন প্রশ্নপত্র হবে ? দেশের পঞ্চম বৃহত্তম ভাষা বাংলাকে কেন বাদ রাখা হচ্ছে প্রশ্নপত্রের তালিকা থেকে ? আঞ্চলিক ভাষায় প্রশ্ন হলে বাংলাকেও তার অন্তর্ভুক্ত করতে হবে বলে দাবি জানিয়েছিল তারা ।

সুজন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকে বাম এবং কংগ্রেসের তরফে যৌথভাবে চিঠি দেওয়া হয়েছে । জয়েন্ট এন্ট্রান্স এবং NEET নেওয়ার উপযুক্ত সময় এখন নয় । দেশজুড়ে একটা ভয়ংকর পরিস্থিতি চলছে । গণপরিবহন বন্ধ ।

তিনি আরও বলেন, "কম বয়সিদের নিরাপত্তার বিষয়টি দেখছে না দেশের সরকার । জোর করে পরীক্ষা নেওয়ার অর্থ পড়ুয়াদের গিনিপিগ করা । কোনও সভ্য দেশে এমনটা হয় না । তাড়াহুড়ো করে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে পড়ুয়াদের । অবিলম্বে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.