ETV Bharat / state

মমতা-বিমান-অনুপম, সৌমিত্রর শেষযাত্রায় ঘুচল রাজনৈতিক দূরত্ব - ফিরহাদ হাকিম

বিকেলে রবীন্দ্রসদনে মরদেহ প্রবেশ করার পর থেকেই শ্রদ্ধা জানাতে আসেন সমাজের সর্বস্তরের মানুষ । চলচ্চিত্র জগতের মানুষরা ছাড়াও শয়ে শয়ে সাধারণ মানুষ শেষ দেখা দেখে যান । ভিড় জমান রাজনৈতিক ব্যক্তিত্বরাও । রাজনীতি ভুলে, বাকবিতণ্ডাকে মনে না রেখে শাসক ও বিরোধী দলের নেতা-নেত্রীরা একে একে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন ।

সর্বদলের মিলনক্ষেত্র বানিয়ে গেলেন সৌমিত্র
সর্বদলের মিলনক্ষেত্র বানিয়ে গেলেন সৌমিত্র
author img

By

Published : Nov 15, 2020, 11:02 PM IST

কলকাতা, 15 নভেম্বর : বিদায় বেলায় যেন তৃণমূল, BJP, ও বাম নেতাদের একসঙ্গে মিলিয়ে দিয়ে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । একে একে প্রত্যেকে এসে প্রবাদপ্রতিম চলচ্চিত্র শিল্পীর মরদেহ মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করে গেলেন ‌। এই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা যেমন ছিলেন । পাশাপাশি উপস্থিত ছিলেন BJP নেতা অনুপম হাজরা, CPI(M) নেতা বিমান বসু ও সুজন চক্রবর্তীরাও । প্রত্যেকেই শোক জ্ঞাপন করেন ।

বিকেলে রবীন্দ্রসদনে মরদেহ প্রবেশ করার পর থেকেই শ্রদ্ধা জানাতে আসেন সমাজের সর্বস্তরের মানুষ । চলচ্চিত্র জগতের মানুষরা ছাড়াও শয়ে শয়ে সাধারণ মানুষ শেষ দেখা দেখে যান । ভিড় জমান রাজনৈতিক ব্যক্তিত্বরাও । রাজনীতি ভুলে, বাকবিতণ্ডাকে মনে না রেখে শাসক ও বিরোধী দলের নেতা-নেত্রীরা একে একে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন । কেওড়াতলা মহাশ্মশানে এক সময় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বরিষ্ঠ বাম নেতা বিমান বসুর খোঁজ খবর নিচ্ছেন ৷ তাঁকে বসার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী ৷

বিদায়বেলা সর্বদলের মিলনক্ষেত্র বানিয়ে গেলেন সৌমিত্র

BJP নেতা অনুপম হাজরা বলেন, " উত্তম কুমারের অভিনয় পারদর্শিতাকে কেউ যদি টেক্কা দিয়ে থাকেন তাহলে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় । আমরা আমাদের ছোটোবেলার ফেলুদাকে হারালাম‌ ।" বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, " উনি কবি ছিলেন, চিত্র শিল্পী ছিলেন । এখনও ক‍্যানভাসে তাঁর কৃতিত্ব রয়েছে । সবক্ষেত্রেই ছিল গতিবিধি । যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক মানুষ ছিলেন । তাঁর প্রয়াণ শিল্প সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষতি ।"

বিধানসভার অধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস নেতা বিমান বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা সিনেমা দেখতে ভালোবাসি । সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনেক চরিত্র দেখেছি । যখন অভিনয় করতেন চরিত্রের মধ্যে ডুবে থাকতেন । কখনও ওভার অ্যাক্টিং করতে দেখিনি । ভারতীয় চলচ্চিত্রে উনি একজন রিয়েল হিরো ।"

কলকাতা, 15 নভেম্বর : বিদায় বেলায় যেন তৃণমূল, BJP, ও বাম নেতাদের একসঙ্গে মিলিয়ে দিয়ে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । একে একে প্রত্যেকে এসে প্রবাদপ্রতিম চলচ্চিত্র শিল্পীর মরদেহ মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করে গেলেন ‌। এই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা যেমন ছিলেন । পাশাপাশি উপস্থিত ছিলেন BJP নেতা অনুপম হাজরা, CPI(M) নেতা বিমান বসু ও সুজন চক্রবর্তীরাও । প্রত্যেকেই শোক জ্ঞাপন করেন ।

বিকেলে রবীন্দ্রসদনে মরদেহ প্রবেশ করার পর থেকেই শ্রদ্ধা জানাতে আসেন সমাজের সর্বস্তরের মানুষ । চলচ্চিত্র জগতের মানুষরা ছাড়াও শয়ে শয়ে সাধারণ মানুষ শেষ দেখা দেখে যান । ভিড় জমান রাজনৈতিক ব্যক্তিত্বরাও । রাজনীতি ভুলে, বাকবিতণ্ডাকে মনে না রেখে শাসক ও বিরোধী দলের নেতা-নেত্রীরা একে একে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন । কেওড়াতলা মহাশ্মশানে এক সময় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বরিষ্ঠ বাম নেতা বিমান বসুর খোঁজ খবর নিচ্ছেন ৷ তাঁকে বসার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী ৷

বিদায়বেলা সর্বদলের মিলনক্ষেত্র বানিয়ে গেলেন সৌমিত্র

BJP নেতা অনুপম হাজরা বলেন, " উত্তম কুমারের অভিনয় পারদর্শিতাকে কেউ যদি টেক্কা দিয়ে থাকেন তাহলে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় । আমরা আমাদের ছোটোবেলার ফেলুদাকে হারালাম‌ ।" বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, " উনি কবি ছিলেন, চিত্র শিল্পী ছিলেন । এখনও ক‍্যানভাসে তাঁর কৃতিত্ব রয়েছে । সবক্ষেত্রেই ছিল গতিবিধি । যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক মানুষ ছিলেন । তাঁর প্রয়াণ শিল্প সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষতি ।"

বিধানসভার অধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস নেতা বিমান বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা সিনেমা দেখতে ভালোবাসি । সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনেক চরিত্র দেখেছি । যখন অভিনয় করতেন চরিত্রের মধ্যে ডুবে থাকতেন । কখনও ওভার অ্যাক্টিং করতে দেখিনি । ভারতীয় চলচ্চিত্রে উনি একজন রিয়েল হিরো ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.