কলকাতা, 8 জুলাই: পঞ্চায়েত নির্বাচন বাতিলের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাইলেন আইনজীবী কৌস্তভ বাগচি । এই নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে চিঠি দিলেন তিনি ৷ তিনি জানিয়েছেন, আদালতের বারবার নির্দেশ সত্ত্বেও রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সকাল থেকে ব্যাপক সন্ত্রাসের ঘটনা ঘটেছে । তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ই-মেইল করে এই কংগ্রেস নেতা তথা আইনজীবী অবিলম্বে বিচারবিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন ।
তাঁর বক্তব্য, এখনও পর্যন্ত চারজন খুন হয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে । ভোটে হিংসার ঘটনা রাজ্য সরকার ও কমিশনের মদতেই হচ্ছে বলে অভিযোগ করেছেন আইনজীবী । তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় বুথ দখল ও হিংসার ঘটনা ঘটেছে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একের পর যে নির্দেশ দিয়েছেন তা মানা হয়নি এবং গণতন্ত্রকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হয়েছে । তিনি প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে একটা বিশেষ বেঞ্চ গঠন করে এ বিষয়ে জরুরি শুনানি এবং নির্বাচনকে বাতিল করার নির্দেশ দেওয়া হোক ।
আরও পড়ুন: অশান্ত ভাঙড়ে বোমা ফেটে জখম দুই শিশু, গুলিবিদ্ধ আইএসএফ কর্মী
প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যজুড়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ সকাল সাতটা থেকে জেলার বিভিন্ন প্রান্তে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ আর ভোট শুরুর আগে থেকেই হিংসার খবর সামনে এসেছে ৷ ফের শনিবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ৷ একদিকে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারে প্রিসাইডিং অফিসার থেকে পোলিং আধিকারিকদের মারধরের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় বিজেপি কাঠগড়ায় তুলেছে শাসকদল তৃণমূলকে ৷ অন্যদিকে মুর্শিদাবাদে তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ মালদায় ভোটকেন্দ্রের বাইরে বোমা ও গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর ৷ তৃণমূলের বিরুদ্ধে ভোটকর্মী থেকে বিরোধী দলের পোলিং এজেন্টদের মারধর এবং বুথে থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷