কলকাতা, 3 ফেব্রুয়ারি: একেনের স্রষ্টাকে আর দেখা যাবে না বইমেলায় (Eken Babu in Kolkata Book Fair)। এ বছর তাঁর হাত থেকে আর উদ্বোধনের স্বাদও পাওয়া গেল না ৷ জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেন বাবুর শেষ খণ্ড এ বারের কলকাতা বইমেলায় (Kolkata Book Fair 2023) আত্মপ্রকাশ করেছে ৷ তবে সেই বই উদ্বোধনের 17 দিন আগেই জীবনাবসান হয় চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের (Sujan Dasgupta)। তাঁর স্ত্রী শমিতা দাস দাশগুপ্তই উদ্বোধন করলেন একেনের শেষ খণ্ড ৷
ঠিক 17 দিন আগের কথা ৷ শীতের সকাল শুরু হয় এক ভয়ংকর বিষাদের সুরে । বাড়ি থেকে উদ্ধার হয় বিশিষ্ট লেখক সুজন দাশগুপ্তের মৃতদেহ । 'রহস্য মৃত্যুর' বেড়াজাল থেকে বেরিয়ে অবশেষে জানা গেল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় এই লেখকের । বিলেতে বসেও দেশের টানে, দেশের ভাষায় মানুষের মন জয় করে নিয়েছিলেন সুজন দাশগুপ্ত । তাই প্রিয় লেখকের মৃত্যুতে ভিজে যায় পাঠকদের মন । অথচ এই বইমেলাতেই সুজন দাশগুপ্তের হাত ধরে একেন বাবুর শেষ পর্ব প্রকাশিত হওয়ার কথা ছিল ।
গত 5-6 বছর ধরে এই বইমেলাতেই প্রকাশনী সংস্থা দ্য ক্যাফে টেবিলের সহযোগে একেন বাবুর এক-একটি পর্ব উদ্বোধন করেছেন তার স্রষ্টা সুজন দাশগুপ্ত । এ বারেও একই পরিকল্পনা ছিল তাঁর । বইমেলার আগেই শেষ হয়ে যায় বইয়ের সমস্ত কাজ । তবে বাকি থেকে যায় খালি উদ্বোধনটা । যেটার সমাপ্তি টানলেন তাঁর স্ত্রী শমিতা দাস দাশগুপ্ত । পূর্ব পরিকল্পনা মাফিক 1 তারিখ দুপুরে একেন বাবুর ষষ্ঠ পর্ব উদ্বোধন করেন তিনি ।
ক্যাফে টেবিলের মালিক অভিষেক আইচ জানান, "এ বার যখন একেন বাবুকে নিয়ে কথা হয়েছিল, তখন সুজন মেসো বলেছিলেন যে, আর কত লোককে খুন করব ! তাই এই ষষ্ঠ পর্বটাই একেনবাবুর শেষ হিসাবে ভাবি, তারপর নতুন কোনও প্রজেক্ট শুরু করব । কারণ তিনি বিশ্বাস করতেন একজন লেখকের বয়স হয়ে গেলে তাঁর লেখনীর সেই ধারও ধীরে ধীরে থিতিয়ে পড়ে । তবে আমরা বলেছিলাম যে, পাঠকরা ভালোবাসে তাই দেখা যাক কী হয় । তিনি লেখেন বইটা এবং মারা যান ৷"
আরও পড়ুন: 'সব অসম্পূর্ণ রেখে চলে গেলেন', স্রষ্টার প্রয়াণে মর্মাহত পর্দার একেন বাবু
তিনি আরও বলেন, "মৃত্যুর দুদিন আগে 16 তারিখ আমি গিয়ে এই বইয়ের একটা কপি তাঁকে দিয়ে এসেছিলাম । তিনি দেখেছিলেন, সমস্ত বইটা এবং বলেছিলেন 1 তারিখ দুপুরবেলায় তাঁর স্ত্রীকে নিয়ে এসে তিনি বইটা উদ্বোধন করবেন । তারপরেই এই ঘটনা ঘটে । সে দিন আমি যখন দেখেছিলাম তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, আমকাই এই ঘটনা । খুব ভালো সম্পর্ক ছিল আমাদের । নিউ জার্সিতে বসেও প্রতিনিয়ত যোগাযোগ করতেন তিনি ।" পাশাপাশি এই বইয়ে রয়েছে একটি তাৎপর্য । একেন বাবুর পঞ্চম পর্ব পর্যন্ত কারওকে উৎসর্গ করে লেখা ছিল না কিছু । তবে এইবারই প্রথম বইটি স্ত্রীকে উৎসর্গ করেন সুজন দাশগুপ্ত ৷
তবে শিল্পীর মৃত্যু হলেও শিল্পের হয় না ৷ তাই এ বছরের বইমেলাতেও একেন বাবুর চাহিদা তুঙ্গে । কারও হাতে একেন বাবুর শেষ পর্ব আবার কারও হাতে প্রথম । গল্পের একেন বাবুকে জানতে উদ্যোগী পাঠকরা । বারাসত থেকে আসা জয়শ্রী বিশ্বাস নামে একজন জানান, "সুজন দাশগুপ্ত মারা গিয়েছেন । এই বইমেলায় আমার তাঁর সঙ্গে আলাপ করার কথা ছিল । তবে সেটা আর হল না । কিন্তু তাঁর স্মৃতির জন্য শেষ পর্বটা আমি আগেভাগে নিজের কাছে রেখে দিচ্ছি । আমার খুব প্রিয় চরিত্র একেন বাবু । সিরিজের একেন বাবুকে তো ভালো লাগেই তবে গল্পে একেন বাবু একটু অন্যরকমই । সেটা আরও আকর্ষণীয় ।"
অন্যদিকে প্রথম একেন বাবু পড়া শুরু করছেন দত্ত বাগানের সঙ্গীতা । তিনি জানান, "সুজন দাশগুপ্তকে আমি চিনতাম না, তাঁর লেখা কখনও পড়িনি । তবে একেন বাবু সিরিজটা বহুবার দেখেছি, এমনকী সিনেমা হলেও দেখেছি । সেটা আমার বেশ ভালো লাগে । তাই আমি খোঁজ করছিলাম বইমেলায় একেন বাবু সমগ্র কোন স্টলে পেতে পারি । আচমকাই আমি এখানে দেখতে পাই এবং দুটো খণ্ড আমি নিচ্ছি । একেন বাবু পড়া প্রথম শুরু করলাম ।"
তবে শুধুই একেন নয়, এছাড়াও সুজন দাশগুপ্তের রচনা করা একাধিক বই রয়েছে ৷ ভবিষ্যতে যদি আরও কোনও বই খুঁজে পাওয়া যায় তাহলে সেই বইও প্রকাশ করবে দ্য ক্যাফে টেবিল ।