ETV Bharat / state

লক্ষ্য বিধানসভা ভোট, 15 ডিসেম্বরের মধ্যে 25 হাজার উদ্বাস্তু পরিবারকে পাট্টা - উদ্বাস্তু পরিবার

নবান্ন সূত্রে জানা গেছে, আগামী মাসের 15 তারিখের মধ্যে 25 হাজার পরিবারকে জমির পাট্টা দেওয়া হবে । সব মিলিয়ে 1 লাখ 25 হাজার পরিবারকে জমির পাট্টা দিতে চায় রাজ্য সরকার ।

নবান্ন
নবান্ন
author img

By

Published : Nov 18, 2020, 6:34 PM IST

কলকাতা, 18 নভেম্বর : লোকসভা ভোটে বাজিমাত করেছিল BJP । বনগাঁ কেন্দ্র থেকে জিতেছিলেন শান্তনু ঠাকুর । এবার সেই মতুয়া ভোটব্যাঙ্ক ফেরত পেতে উদ্যোগী হল তৃণমূল । বলা ভালো, বিধানসভা নির্বাচনের আগে উদ্বাস্তু ভোটারদের মন পেতে মরিয়া তৃণমূল । আর সেই কারণে তাদের পাট্টা দেওয়ার কাজ দ্রুত শেষ করতে চাইছে রাজ্য সরকার ।

নবান্ন সূত্রে খবর, 15 ডিসেম্বরের মধ্যে বিভিন্ন কারণে 25 হাজার পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ শেষ করা হবে । সব মিলিয়ে অত্যন্ত দ্রুত 1 লাখ 25 হাজার পরিবারকে পাট্টা দিতে চাইছে রাজ্য সরকার ।

আগামী বিধানসভা ভোটে BJP-র অন্যতম ট্রাম্পকার্ড হয়ে উঠতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন । বিধানসভা ভোটে যা নিয়ে ব্যাপক প্রচার চালাতে চলেছে BJP । রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া উদ্বাস্তু অধ্যুষিত কেন্দ্রগুলিতে নাগরিকত্ব প্রদানের বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া কেন্দ্রের শাসকদল । বিষয়টি নিয়ে নিজের তুরুপের তাস ছেড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শেষ মন্ত্রিসভার বৈঠকের পর উদ্বাস্তু সম্প্রদায়ের উদ্দেশ্যে সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । জানান, 1 লাখ 25 হাজার পরিবারকে দেওয়া হবে পাট্টা । ওইদিনই আনুষ্ঠানিকভাবে কয়েকটি পরিবারকে পাট্টার কাগজ তুলে দেন মমতা । জানিয়ে দেন, প্রাথমিকভাবে 25 হাজার পরিবারকে দেওয়া হবে পাট্টা । পরে আরও 1 লাখ পরিবারকে এই পাট্টা দেওয়া হবে ।

নবান্ন সূত্রে খবর, বিপুল এই কর্মযজ্ঞ ধাপে ধাপে করা হবে । এরাজ্যে 119টি উদ্বাস্তু কলোনির বাসিন্দারা এই পাট্টা পাবেন । যতদিন পর্যন্ত তাঁরা তা না পাচ্ছেন, তার বিকল্প হিসেবে তাঁদের লেটার অফ অ্যাসুরেন্স আশ্বাস পত্র দেওয়া হবে । এই পত্র দেবে ভূমি দপ্তর । যা তারা জমির দলিলের বিকল্প নথি হিসেবে ব্যবহার করতে পারবেন ।

কলকাতা, 18 নভেম্বর : লোকসভা ভোটে বাজিমাত করেছিল BJP । বনগাঁ কেন্দ্র থেকে জিতেছিলেন শান্তনু ঠাকুর । এবার সেই মতুয়া ভোটব্যাঙ্ক ফেরত পেতে উদ্যোগী হল তৃণমূল । বলা ভালো, বিধানসভা নির্বাচনের আগে উদ্বাস্তু ভোটারদের মন পেতে মরিয়া তৃণমূল । আর সেই কারণে তাদের পাট্টা দেওয়ার কাজ দ্রুত শেষ করতে চাইছে রাজ্য সরকার ।

নবান্ন সূত্রে খবর, 15 ডিসেম্বরের মধ্যে বিভিন্ন কারণে 25 হাজার পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ শেষ করা হবে । সব মিলিয়ে অত্যন্ত দ্রুত 1 লাখ 25 হাজার পরিবারকে পাট্টা দিতে চাইছে রাজ্য সরকার ।

আগামী বিধানসভা ভোটে BJP-র অন্যতম ট্রাম্পকার্ড হয়ে উঠতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন । বিধানসভা ভোটে যা নিয়ে ব্যাপক প্রচার চালাতে চলেছে BJP । রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া উদ্বাস্তু অধ্যুষিত কেন্দ্রগুলিতে নাগরিকত্ব প্রদানের বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া কেন্দ্রের শাসকদল । বিষয়টি নিয়ে নিজের তুরুপের তাস ছেড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শেষ মন্ত্রিসভার বৈঠকের পর উদ্বাস্তু সম্প্রদায়ের উদ্দেশ্যে সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । জানান, 1 লাখ 25 হাজার পরিবারকে দেওয়া হবে পাট্টা । ওইদিনই আনুষ্ঠানিকভাবে কয়েকটি পরিবারকে পাট্টার কাগজ তুলে দেন মমতা । জানিয়ে দেন, প্রাথমিকভাবে 25 হাজার পরিবারকে দেওয়া হবে পাট্টা । পরে আরও 1 লাখ পরিবারকে এই পাট্টা দেওয়া হবে ।

নবান্ন সূত্রে খবর, বিপুল এই কর্মযজ্ঞ ধাপে ধাপে করা হবে । এরাজ্যে 119টি উদ্বাস্তু কলোনির বাসিন্দারা এই পাট্টা পাবেন । যতদিন পর্যন্ত তাঁরা তা না পাচ্ছেন, তার বিকল্প হিসেবে তাঁদের লেটার অফ অ্যাসুরেন্স আশ্বাস পত্র দেওয়া হবে । এই পত্র দেবে ভূমি দপ্তর । যা তারা জমির দলিলের বিকল্প নথি হিসেবে ব্যবহার করতে পারবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.