কলকাতা, 23 মে: একসময় দেশের রাজধানী হিসাবে পরিচিত ছিল কলকাতা । ফলে তৎকালীন দেশের রাজধানী কলকাতায় জাঁকিয়ে বসেছিল ব্রিটিশ সরকার । ব্রিটিশ পুলিশের যে সকল নিয়মকানুন ছিল তার অধিকাংশই সম্মানের সঙ্গে আজও বজায় রেখেছে কলকাতা পুলিশ । ব্রিটিশকালে যখন তৎকালীন কলকাতায় কোনও চটজলদি আইনশৃঙ্খলার অবনতির ঘটনা ঘটত সেই সময় স্থানীয় থানার তরফ থেকে ঘোড়া পুলিশ বা ঘোড়সওয়ার পুলিশকে ঘটনাস্থলে দ্রুত পাঠাত ইংরেজ পুলিশ । তবে সেসব এখন অতীত । সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে রাজধানী । তবে কলকাতার ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে এখনও যুক্ত কলকাতা পুলিশ ।
তবে ব্যস্ত সময়ে নগর উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাট পরিবর্তন, ট্রাফিকের দ্রুত সংখ্যাবৃদ্ধি ও রাস্তা ক্রমশ ছোট হওয়ার ফলে বর্তমানে 100 ডায়াল করে কোনও ব্যক্তি যদি সাহায্য চেয়ে থাকেন তবে সেক্ষেত্রে পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে মোটামুটি 15 থেকে 20 মিনিট অতিক্রান্ত হয়ে যায় । আবার অভিযোগ আসে যে এই 15 থেকে 20 মিনিট কখনও কখনও আধ থেকে এক ঘণ্টায় পরিণত হয় । ফলে মহানগরবাসী পুলিশি পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকে । ফলে এবার পুরনো ঐতিহ্যকে ফের পুনরায় বাস্তবায়িত করতে উদ্যোগী হল কলকাতা পুলিশ ।
তবে এখন ব্রিটিশ আমলের ঘোড়ার পরিবর্তে থাকছে উন্নত প্রযুক্তিসম্পন্ন বাইক । লালবাজার সূত্রে খবর, এবার কলকাতা পুলিশের আওতাধীন যে কোনও ব্যক্তি যদি সাহায্যের জন্য 100 ডায়ালে ফোন করেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট বা স্থানীয় থানার তরফ থেকে দ্রুততাই ড্যামেজ কন্ট্রোল করার জন্য ঘটনাস্থলে পাঠাবে বাইক বাহিনীকে । যদিও লালবাজার সূত্রের খবর, ডায়াল 100-এর সঙ্গে বাইকবাহিনীর এই মেলবন্ধন দেশে প্রথম চালু করেছে দিল্লি পুলিশ । এতে সাফল্যও এসেছে প্রচুর । এবার সেই পদ্ধতিকে পুনরায় উন্নতমানের প্রযুক্তিতে পরিণত করে বাস্তবায়িত করল লালবাজার ।
জানা গিয়েছে, প্রতিটি থানায় একটি করে বা তার অধিক বাইক রাখা হবে ৷ যা পরিচালনার জন্য থাকবেন একজন সাব-ইনস্পেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী । 100 ডায়ালে কোনও ব্যক্তি সাহায্য চাইলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ দ্রুত সেই বাইকবাহিনীকে ঘটনাস্থলে পাঠিয়ে দেবে । পরে ঘটনার গুরুত্ব বুঝে পুলিশকর্মীর সংখ্যা বাড়াতে পারবেন তদন্তকারীরা । মূলত শহরবাসীকে আরও সুরক্ষা ব্যবস্থা দিতে উন্নতমানের চটজলদি পুলিশি পরিষেবা চালু করার জন্য এই ব্যবস্থাকে অবলম্বন করা হচ্ছে ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতা পুলিশের 9টি ডিভিশনের মধ্যে মাত্র 4টিতে পরীক্ষামূলকভাবে এই বিশেষ পরিষেবা চালুর বন্দোবস্ত করা হয়েছে । আর এই পরীক্ষামূলক পদ্ধতি স্থায়ী হলে আগামী একমাসের মধ্যে 100 ডায়ালের সঙ্গে 72টি মোটরবাইক যুক্ত করার ভাবনা রয়েছে পুলিশের । মূলত, একটি থানায় দুটি কিংবা একটি করে বাইক রাখা হবে যে বাইকের দায়িত্বে থাকবেন একজন সাব-ইনস্পেক্টর এবং একজন কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী ।
আরও পড়ুন : এক ফোনেই মিলবে সুরাহা, 'প্রণাম' সদস্যদের জন্য তৈরি বিশেষ হেল্প লাইন
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, প্রতিদিনই গড়ে কলকাতা পুলিশের ডায়াল 100-তে এক থেকে দেড় হাজার পর্যন্ত ফোন আসে । যার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই পুলিশকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করতে হয় । এই বিশেষ পরিষেবা চালু হলে নাগরিক সুরক্ষা অনেকটাই উন্নত এবং মজবুত হবে বলে আশা করছে লালবাজার ।