ETV Bharat / state

Kolkata Police: রাতের শহরকে নিরাপদ করতে এবার 64 জিবির বডি ক্যামেরা পাচ্ছেন পুলিশ কর্মীরা - বডি ক্যামেরা

আরও বেশি ভালো ভিডিয়ো পেতে 64 জিবি ক্ষমতা সম্পন্ন বডি ক্যামেরা ব্যবহার করবে লালবাজার (Lalbazar) ৷ শীঘ্রই কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের উর্দিতে ক্যামেরাগুলি বসানো হবে ।

Kolkata Police
বডি ক্যামেরা
author img

By

Published : Jan 18, 2023, 10:57 AM IST

কলকাতা, 18 জানুয়ারি: এবার 64 জিবি ক্ষমতা সম্পন্ন বডি ক্যামেরা পেতে চলেছে লালবাজার ৷ রাস্তাঘাটে কলকাতা পুলিশের উর্দিতে বুকের কাছে ছোট একটি মেশিন দেখতে পাওয়া যায় ৷ এটিকেই বডি ক্যামেরা বলে ৷ আর এই বডি ক্যামেরাগুলির মধ্যে আগে 32 জিবি মেমোরি কার্ড থাকত ৷ আর তা দিয়ে 6 ঘণ্টার অডিয়ো ও ভিডিয়ো রেকর্ডিং করা যেতে পারত ৷ এবার তার পরিবর্তে 64 জিবি স্টোরেজ সম্পন্ন এবং 6 ঘণ্টার বেশি সময়ের ভিডিয়ো রেকর্ডিং করার ক্ষমতা সম্পন্ন আধুনিক বডি ক্যামেরা পেতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ।

Lalbazar
আধুনিক বডি ক্যামেরা পেতে চলেছে কলকাতা পুলিশ

জানা গিয়েছে, খুব শিগগিরই পুরনো বডি ক্যামেরার পরিবর্তে নতুন বডি ক্যামেরার ব্যবহার করতে দেখা যাবে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের । এমনই সিদ্ধান্ত হয়েছে লালবাজারের তরফে । কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, "সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করা অত্যন্ত জরুরি । শহরে অতিরিক্ত স্পিডোমিটার এবং সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে । অপরাধের ধরন থেকে শুরু করে মোডাস অপরেন্ডি দিনের পর দিন পালটে যাচ্ছে । ফলে তাকে মাথায় রেখেই এবার এই আধুনিক সিদ্ধান্ত নিতে হয়েছে । খুব শিগগিরই এই বহু মূল্যবান বডি ক্যামেরাগুলি চলে আসবে লালবাজারের হাতে ।"

Kolkata Police
এবার 32 এর পরিবর্তে 64 জিবি বডি ক্যামেরা পাচ্ছে লালবাজার

লালবাজার সূত্রের খবর, এই অত্যাধুনিক বডি ক্যামেরার ফলে রাতের দিকে নাকা চেকিংয়ের সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের অনেক সুবিধা হবে । জানা গিয়েছে, আগে ব্যবহৃত বডি ক্যামেরাগুলি 32 জিবি ক্ষমতা সম্পন্ন হলেও নাইট ভিশন বা রাতের ছবি অত্যন্ত খারাপ ছিল। তবে আধুনিক বডি ক্যামেরার ক্ষেত্রে তা হবে না ৷ আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট রাতের ছবি পাওয়া যাবে ৷ তাতে অপরাধ দমনে সুবিধাও হবে ।

উল্লেখ্য, 2016 সাল থেকে এই বডি ক্যামেরার ব্যবহার করতে দেখা যায় কলকাতা পুলিশকে । আগে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের কর্তব্য পালনে বাঁধা দেওয়া এবং মারধর করার খবর প্রায়শ্যই সামনে আসত । যাতে পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ এবং মারধরের ঘটনা কমে, তার জন্যই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের 2016 সাল থেকে বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেযন তৎকালীন নগরপাল । তারপর থেকেই বডি ক্যামেরার ব্যবহার করতে দেখা গিয়েছে পুলিশদের ।

আরও পড়ুন: কতটা সচল সার্জেন্টদের বুকে লাগানো বডি ক্যামেরা ? রিপোর্ট চাইল লালবাজার

কলকাতা, 18 জানুয়ারি: এবার 64 জিবি ক্ষমতা সম্পন্ন বডি ক্যামেরা পেতে চলেছে লালবাজার ৷ রাস্তাঘাটে কলকাতা পুলিশের উর্দিতে বুকের কাছে ছোট একটি মেশিন দেখতে পাওয়া যায় ৷ এটিকেই বডি ক্যামেরা বলে ৷ আর এই বডি ক্যামেরাগুলির মধ্যে আগে 32 জিবি মেমোরি কার্ড থাকত ৷ আর তা দিয়ে 6 ঘণ্টার অডিয়ো ও ভিডিয়ো রেকর্ডিং করা যেতে পারত ৷ এবার তার পরিবর্তে 64 জিবি স্টোরেজ সম্পন্ন এবং 6 ঘণ্টার বেশি সময়ের ভিডিয়ো রেকর্ডিং করার ক্ষমতা সম্পন্ন আধুনিক বডি ক্যামেরা পেতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ।

Lalbazar
আধুনিক বডি ক্যামেরা পেতে চলেছে কলকাতা পুলিশ

জানা গিয়েছে, খুব শিগগিরই পুরনো বডি ক্যামেরার পরিবর্তে নতুন বডি ক্যামেরার ব্যবহার করতে দেখা যাবে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের । এমনই সিদ্ধান্ত হয়েছে লালবাজারের তরফে । কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, "সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করা অত্যন্ত জরুরি । শহরে অতিরিক্ত স্পিডোমিটার এবং সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে । অপরাধের ধরন থেকে শুরু করে মোডাস অপরেন্ডি দিনের পর দিন পালটে যাচ্ছে । ফলে তাকে মাথায় রেখেই এবার এই আধুনিক সিদ্ধান্ত নিতে হয়েছে । খুব শিগগিরই এই বহু মূল্যবান বডি ক্যামেরাগুলি চলে আসবে লালবাজারের হাতে ।"

Kolkata Police
এবার 32 এর পরিবর্তে 64 জিবি বডি ক্যামেরা পাচ্ছে লালবাজার

লালবাজার সূত্রের খবর, এই অত্যাধুনিক বডি ক্যামেরার ফলে রাতের দিকে নাকা চেকিংয়ের সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের অনেক সুবিধা হবে । জানা গিয়েছে, আগে ব্যবহৃত বডি ক্যামেরাগুলি 32 জিবি ক্ষমতা সম্পন্ন হলেও নাইট ভিশন বা রাতের ছবি অত্যন্ত খারাপ ছিল। তবে আধুনিক বডি ক্যামেরার ক্ষেত্রে তা হবে না ৷ আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট রাতের ছবি পাওয়া যাবে ৷ তাতে অপরাধ দমনে সুবিধাও হবে ।

উল্লেখ্য, 2016 সাল থেকে এই বডি ক্যামেরার ব্যবহার করতে দেখা যায় কলকাতা পুলিশকে । আগে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের কর্তব্য পালনে বাঁধা দেওয়া এবং মারধর করার খবর প্রায়শ্যই সামনে আসত । যাতে পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ এবং মারধরের ঘটনা কমে, তার জন্যই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের 2016 সাল থেকে বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেযন তৎকালীন নগরপাল । তারপর থেকেই বডি ক্যামেরার ব্যবহার করতে দেখা গিয়েছে পুলিশদের ।

আরও পড়ুন: কতটা সচল সার্জেন্টদের বুকে লাগানো বডি ক্যামেরা ? রিপোর্ট চাইল লালবাজার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.