ETV Bharat / state

Suspected IS Terrorist: ধৃত আইএস জঙ্গি কুরেশিকে জেরা! চাঞ্চল্যকর তথ্য লালবাজারের হাতে

আইএস জঙ্গি সন্দেহে রাকিব কুরেশিকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে কলকাতার পুলিশের এসটিএফ ৷ এরপর তাঁকে সারারাত ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ (Suspected IS Terrorist Interrogation) ৷

IS Militant
আইএস জঙ্গি রাকিব কুরেশি
author img

By

Published : Jan 12, 2023, 10:54 AM IST

Updated : Jan 12, 2023, 3:24 PM IST

কলকাতা, 12 জানুয়ারি: আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার রাকিব কুরেশিকে রাতভর জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজারে গোয়েন্দারা ৷ 9 জানুয়ারি মধ্যপ্রদেশ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের হাতে ধরা পড়েন কুরেশি ৷ জানা গিয়েছে 2009 সালে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷

লালবাজার সূত্রে খবর, কুরেশিকে যখন ভিন রাজ্যের পুলিশ আদালতে পেশ করে সেই সময় আদালত চত্বরে দাঁড়িয়ে তালিবানি স্লোগান দিতে থাকেন আবদুল রাকিব কুরেশি ৷ ভিন রাজ্যের পুলিশ সেই সময়ে কুরাইশিকে গ্রেফতার করে ৷ এরপর দীর্ঘকাল কারাবাসে ছিলেন কুরেশি । কিন্তু সংশোধনাগারে গিয়েও নিজেকে সংশোধন করতে পারেননি কুরেশি ৷ 2019 সালে সংশোধনাগার থেকে মুক্ত হয়ে ফের একবার নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইএস-এর স্লিপার সেল চাঙ্গা করার কাজে ময়দানে নেমে পড়েন কুরেশি ৷ আব্দুল রাকিব কুরেশিকে গ্রেফতার করেছিল ভোপালের এমপি নগর থানার পুলিশ। সেখানেই স্থানীয় আদালতে পেশ করা হলে কুরেশি তালিবানি স্লোগান দিয়েছিল বলে লালবাজার সূত্রের খবর ৷

2020 সালে সাদ্দামের সঙ্গে একাধিকবার দেখা করেন কুরেশি ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি মধ্যপ্রদেশে নিজেদের জঙ্গি, নাশকতামূলক কর্মকাণ্ড চালানো এবং তাদের দলকে উজ্জীবিত করতে একটি গোপন জঙ্গি বৈঠক ডাকে রাকিব কুরেশি ৷ রাজ্যের পড়াশোনা জানা, ডিগ্রিধারী কিন্তু বেকার যুবক-যুবতীদের অভাবের সুযোগ নিত সে ৷ টাকার বিনিময়ে তাদের নিজের জঙ্গি সংগঠনে সামিল করাই তার লক্ষ্য ছিল ৷ বুধবার ব্যাঙ্কশাল আদালতে এই তথ্য তুলে ধরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারী আধিকারিকেরা ৷ 23 জানুয়ারি পর্যন্ত তাঁকে এসটিএফ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক ৷

আরও পড়ুন: জঙ্গি সন্দেহে ধৃত সাদ্দাম-সইদের সঙ্গীদের খোঁজে ভিনরাজ্যে এসটিএফ

2023 সালের প্রথমে দিকেই হাওড়ার দুই যুবক সাদ্দাম এবং সইদ আহমেদকে আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ এরপর মোহাম্মদ সাদ্দামের হাওড়ার টিকিয়াপাড়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ সেখান থেকে একাধিক জঙ্গি নাশকতার সঙ্গে যুক্ত ইলেকট্রনিক্স গেজেট উদ্ধার হয় ৷ পাওয়া যায় একটি ডায়েরি ৷ তা থেকে গোয়েন্দারা জানতে পারেন, সাদ্দাম আইএস নামের একটি জঙ্গি সংগঠনে যোগ দিয়ে শপথবাক্য পাঠ করেছেন ৷ এরপরে দু'জনকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে এসটিএফ ৷ তারপর মধ্যপ্রদেশ থেকে কুরেশিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা ৷

কলকাতা, 12 জানুয়ারি: আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার রাকিব কুরেশিকে রাতভর জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজারে গোয়েন্দারা ৷ 9 জানুয়ারি মধ্যপ্রদেশ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের হাতে ধরা পড়েন কুরেশি ৷ জানা গিয়েছে 2009 সালে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷

লালবাজার সূত্রে খবর, কুরেশিকে যখন ভিন রাজ্যের পুলিশ আদালতে পেশ করে সেই সময় আদালত চত্বরে দাঁড়িয়ে তালিবানি স্লোগান দিতে থাকেন আবদুল রাকিব কুরেশি ৷ ভিন রাজ্যের পুলিশ সেই সময়ে কুরাইশিকে গ্রেফতার করে ৷ এরপর দীর্ঘকাল কারাবাসে ছিলেন কুরেশি । কিন্তু সংশোধনাগারে গিয়েও নিজেকে সংশোধন করতে পারেননি কুরেশি ৷ 2019 সালে সংশোধনাগার থেকে মুক্ত হয়ে ফের একবার নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইএস-এর স্লিপার সেল চাঙ্গা করার কাজে ময়দানে নেমে পড়েন কুরেশি ৷ আব্দুল রাকিব কুরেশিকে গ্রেফতার করেছিল ভোপালের এমপি নগর থানার পুলিশ। সেখানেই স্থানীয় আদালতে পেশ করা হলে কুরেশি তালিবানি স্লোগান দিয়েছিল বলে লালবাজার সূত্রের খবর ৷

2020 সালে সাদ্দামের সঙ্গে একাধিকবার দেখা করেন কুরেশি ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি মধ্যপ্রদেশে নিজেদের জঙ্গি, নাশকতামূলক কর্মকাণ্ড চালানো এবং তাদের দলকে উজ্জীবিত করতে একটি গোপন জঙ্গি বৈঠক ডাকে রাকিব কুরেশি ৷ রাজ্যের পড়াশোনা জানা, ডিগ্রিধারী কিন্তু বেকার যুবক-যুবতীদের অভাবের সুযোগ নিত সে ৷ টাকার বিনিময়ে তাদের নিজের জঙ্গি সংগঠনে সামিল করাই তার লক্ষ্য ছিল ৷ বুধবার ব্যাঙ্কশাল আদালতে এই তথ্য তুলে ধরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারী আধিকারিকেরা ৷ 23 জানুয়ারি পর্যন্ত তাঁকে এসটিএফ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক ৷

আরও পড়ুন: জঙ্গি সন্দেহে ধৃত সাদ্দাম-সইদের সঙ্গীদের খোঁজে ভিনরাজ্যে এসটিএফ

2023 সালের প্রথমে দিকেই হাওড়ার দুই যুবক সাদ্দাম এবং সইদ আহমেদকে আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ এরপর মোহাম্মদ সাদ্দামের হাওড়ার টিকিয়াপাড়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ সেখান থেকে একাধিক জঙ্গি নাশকতার সঙ্গে যুক্ত ইলেকট্রনিক্স গেজেট উদ্ধার হয় ৷ পাওয়া যায় একটি ডায়েরি ৷ তা থেকে গোয়েন্দারা জানতে পারেন, সাদ্দাম আইএস নামের একটি জঙ্গি সংগঠনে যোগ দিয়ে শপথবাক্য পাঠ করেছেন ৷ এরপরে দু'জনকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে এসটিএফ ৷ তারপর মধ্যপ্রদেশ থেকে কুরেশিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা ৷

Last Updated : Jan 12, 2023, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.