কলকাতা, 19 জুলাই: 21 জুলাই সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে । ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা লালবাজারের তরফে । লালবাজার সূত্রের খবর, একুশে জুলাইয়ের মূল মঞ্চে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের দু'জন অতিরিক্ত নগরপাল । পরবর্তী পর্যায়ে থাকবেন মোট 9 জন যুগ্ম নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক । এছাড়াও থাকবেন মোট 12 জন ডেপুটি কমিশনার বা উপনগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক । এই বছর সমাবেশে ভিড় বেশি হবে বলেই জানাচ্ছে কলকাতা পুলিশ ।
21 জুলাই সমাবেশে মূল মঞ্চকে কেন্দ্র করে গোটা নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে । মূল মঞ্চের একদম প্রথম সারিতে নিরাপত্তায় থাকবেন দু'জন অতিরিক্ত নগরপাল এবং মূল মঞ্চের নীচে থাকবে কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিমের বেশ কয়েকজন পুলিশকর্মী। বিভিন্ন জায়গায় মোট 32টি হেল্প ডেস্ক খোলা হবে। মিছিলে সমস্যায় পড়া বিভিন্ন ব্যক্তিরা এই 32টি হেল্প ডেস্কে সাহায্য নিতে পারবেন।
নজর দেওয়া হবে, শহরের চারিদিক থেকে আসা অসংখ্য মিছিলের উপর। প্রত্যেকটি মিছিলকে বিভিন্ন কানেক্টর থেকে একত্রিত করে এসকর্ট করার দায়িত্বে থাকবেন মোট 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ৷ এই 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিককে সাহায্য করবেন স্থানীয় থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জরা ।
গোটা ধর্মতলা চত্ত্বরে একাধিক ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। মূল মঞ্চের চারিদিকে মোট 44টি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। এছাড়াও একুশে জুলাই এর মূল মঞ্চ -এলাকায় 144 ধারা জারি থাকবে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতায় বিভিন্ন সংযোগস্থলে কলকাতা পুলিশের মোট 14টি অ্যাম্বুলেন্স রাখা হবে। প্রত্যেকটি থানা বিশেষ করে হেয়ার স্ট্রিট, বউবাজার, নিউমার্কেট, পার্কস্ট্রিট, ময়দান, শ্যামপুর , জোড়াবাগান, হেস্টিংস-সহ একাধিক থানার রেডিও ফ্লাইং স্কোয়াডের জওয়ানদের প্রস্তুত রাখা হচ্ছে।
আরও পড়ুন: পঞ্চায়েত মামলা শুনতে শুনতে এবার বিরক্তি প্রকাশ বিচারপতি অমৃতা সিনহার
21 জুলাইকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় 'নো-এন্ট্রি' জোন করছে কলকাতা পুলিশ। এর মধ্যে রয়েছে শিয়ালদা-সহ উত্তর কলকাতায় বেশ কিছু রাস্তা, যেগুলি সরাসরি মূল মঞ্চের সংযোগস্থলে মিলিত হচ্ছে। সবমিলিয়ে 21 জুলাই ঘিরে তুঙ্গে প্রস্তুতি । তৈরি লালবাজার।