ETV Bharat / state

Amir Khan Cyber Fraud Case: সাইবার প্রতারণা! ভাড়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলত কোটির কারবার - ব্যাংক একাউন্ট ভাড়া দিয়ে মিলত কোটির কমিশন

সাইবার অপরাধে নতুন তথ্য সামনে এল ৷ ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে সাইবার প্রতারণার থেকে কোটি কোটি টাকার কমিশন পেতেন অভিযুক্ত মহিলা (Cyber Fraud in Kolkata) ৷

Amir Khan Cyber Fraud
ETV Bharat
author img

By

Published : Sep 29, 2022, 11:25 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: অনলাইন মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে শুধু এই দেশ নয় বরং বিদেশেও কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের বিরুদ্ধে । এবার তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । অভিযোগ, বুধবার রাতে সল্টলেকে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক উন্নতমানের সার্ভার মেশিন এবং 1 হাজার 952 টি সিম কার্ড বাজেয়াপ্তের ঘটনায় এক মহিলা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । এই ধৃত পাঁচজনের সোমা নস্করকে জেরা করে আরও তথ্য পেল লালবাজারের গোয়েন্দারা (Lalbazar detectives seizes server machines and sim card from Amir Khan Flat) ।

সাইবার প্রতারণার মাধ্যম থেকে কমিশন নেওয়ার জন্য সাইবার অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিত এই সোমা নস্কর । তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 30 কোটি টাকা উদ্ধার করেছেন লালবাজারের গোয়েন্দারা । শুধু সোমা নয়, আরও একাধিক ব্যক্তি রয়েছেন যাঁরা সাইবার অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট মাসে মাসে ভাড়া দিত ৷ অর্থাৎ তাদের নামের ব্যাংক অ্যাকাউন্টগুলিতে সাইবার অপরাধের টাকা গচ্ছিত রাখত সাইবার অপরাধীরা ৷ এতে মাসে কোটি কোটি টাকা উপার্জন করত তারা ।

আরও পড়ুন: আমিরের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে বাজেয়াপ্ত আরও 14 কোটি 53 লক্ষ টাকা !

মেটিয়াবুরুজ থানার ঠিক উল্টোদিকে শাহী আস্তাললে ব্যবসায়ী আমির খানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে খাটের তলা থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে 17 কোটি টাকা নগদ । তবে পলাতক ছিল অভিযুক্ত ব্যবসায়ী আমির খান । অবশেষে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযুক্ত ব্যবসায়ীকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে এই সকল চাঞ্চল্যকর তথ্য পান ।

কলকাতা, 29 সেপ্টেম্বর: অনলাইন মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে শুধু এই দেশ নয় বরং বিদেশেও কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের বিরুদ্ধে । এবার তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । অভিযোগ, বুধবার রাতে সল্টলেকে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক উন্নতমানের সার্ভার মেশিন এবং 1 হাজার 952 টি সিম কার্ড বাজেয়াপ্তের ঘটনায় এক মহিলা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । এই ধৃত পাঁচজনের সোমা নস্করকে জেরা করে আরও তথ্য পেল লালবাজারের গোয়েন্দারা (Lalbazar detectives seizes server machines and sim card from Amir Khan Flat) ।

সাইবার প্রতারণার মাধ্যম থেকে কমিশন নেওয়ার জন্য সাইবার অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিত এই সোমা নস্কর । তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 30 কোটি টাকা উদ্ধার করেছেন লালবাজারের গোয়েন্দারা । শুধু সোমা নয়, আরও একাধিক ব্যক্তি রয়েছেন যাঁরা সাইবার অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট মাসে মাসে ভাড়া দিত ৷ অর্থাৎ তাদের নামের ব্যাংক অ্যাকাউন্টগুলিতে সাইবার অপরাধের টাকা গচ্ছিত রাখত সাইবার অপরাধীরা ৷ এতে মাসে কোটি কোটি টাকা উপার্জন করত তারা ।

আরও পড়ুন: আমিরের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে বাজেয়াপ্ত আরও 14 কোটি 53 লক্ষ টাকা !

মেটিয়াবুরুজ থানার ঠিক উল্টোদিকে শাহী আস্তাললে ব্যবসায়ী আমির খানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে খাটের তলা থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে 17 কোটি টাকা নগদ । তবে পলাতক ছিল অভিযুক্ত ব্যবসায়ী আমির খান । অবশেষে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযুক্ত ব্যবসায়ীকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে এই সকল চাঞ্চল্যকর তথ্য পান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.