ETV Bharat / state

Durga Puja 2023: পুজোয় ভিড় সামলাবেন 15 হাজার স্বেচ্ছাসেবক, গেঞ্জি-টুপির বরাত দিল লালবাজার

দুর্গাপুজোয় ভিড় সামলাবেন 15 হাজার স্বেচ্ছাসেবক ৷ তাঁদের গেঞ্জি এবং টুপি দেবে লালবাজার ৷ পাশাপাশি কলকাতা পুলিশের অন্য বিভাগের আধিকারিকদেরও নামানো হবে পুজোর ভিড় সামলাতে। মহিলা সুরক্ষার জন্য থাকবে উইনার্স বাহিনী।

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 7:45 AM IST

Updated : Sep 30, 2023, 7:56 AM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 30 সেপ্টেম্বর: পুজো আসতে বাকি আর মাত্র কয়েকদিন ৷ তারপরই শুরু দুর্গাপুজো ৷ পুজোর শপিং ও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ রাস্তায় ভিড় যত বাড়ছে ততই ব্যস্ত হয়ে পড়ছে ট্রাফিক বিভাগ ৷ এই পরিস্থিতি বলে দিচ্ছে পুজোর ক'দিন ভিড় আরও বাড়বে ৷ এদিকে গত কয়েক বছরে লালবাজারে ট্রাফিক পুলিশের সংখ্যা ক্রমশই কমছে ৷ নতুন নিয়োগ না-হওয়ায় স্বেচ্ছাসেবকরাই ভরসা পুলিশ কর্তাদের ৷ এবার স্বেচ্ছাসেবকদের জন্য 18 হাজার গেঞ্জি এবং টুপির বরাত দেওয়া হল ৷

লালবাজার সূত্রের খবর, এবার পুজোয় কলকাতা পুলিশকে ভিড় সামলাতে সাহায্য় করবেন প্রায় 15 হাজার সেচ্ছাসেবক । তাঁদের জন্য এই বিশেষ গেঞ্জি এবং টুপির বরাত দেওয়া হয়েছে ৷ মহালয়ার পর থেকেই পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবকদের রাস্তায় নামিয়ে দিতে চায় লালবাজার। পুলিশ কর্মীরা ওই স্বেচ্ছাসেবকদের হাতে ধরে ভিড় সামলানোর কৌশল শেখাবেন। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে দড়ি ফেলার মতো কাজ কী করে দ্রুত করা যায় তাও শেখানো হবে।

কলকাতা পুলিশের আইনশৃঙ্খলা দায়িত্ব থাকা এক আধিকারিক বলেন, "দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি বলে কর্মীর সংখ্যায় ভাটা পড়েছে । আর সামনেই দুর্গাপুজো। তাই গতবারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে।" রাতের শহরে পুজো মণ্ডপগুলিতে জনস্রোত নিয়ন্ত্রণ করতে তাঁদের কাজে লাগানো হবে বলে জানান এই আধিকারিক।

আরও পড়ুন: দু'বছর পর স্বমহিমায় দুর্গোৎসবে মাতছে তিলোত্তমা, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক লালবাজার

সূত্রের খবর, গত বছর এই স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল 10হাজার । আপাতত বাহিনীতে মোট কর্মী প্রায় 14 হাজার । নিত্যদিন কলকাতা পুলিশের কোনও না কোনও থানা থেকে অবসর নিচ্ছেন বেশ কিছু পুলিশ আধিকারিক । কিন্তু সেখানে নতুন নিয়োগ হচ্ছে না । তার ফলে কলকাতা পুলিশে কর্মীর সংখ্যা কমছে। তবে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দিয়ে ভিড় সামলানো যাবে এমনটা নয়। ভিড় সামলাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে প্রচুর সার্জেন্টকেও রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে।

কলকাতা, 30 সেপ্টেম্বর: পুজো আসতে বাকি আর মাত্র কয়েকদিন ৷ তারপরই শুরু দুর্গাপুজো ৷ পুজোর শপিং ও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ রাস্তায় ভিড় যত বাড়ছে ততই ব্যস্ত হয়ে পড়ছে ট্রাফিক বিভাগ ৷ এই পরিস্থিতি বলে দিচ্ছে পুজোর ক'দিন ভিড় আরও বাড়বে ৷ এদিকে গত কয়েক বছরে লালবাজারে ট্রাফিক পুলিশের সংখ্যা ক্রমশই কমছে ৷ নতুন নিয়োগ না-হওয়ায় স্বেচ্ছাসেবকরাই ভরসা পুলিশ কর্তাদের ৷ এবার স্বেচ্ছাসেবকদের জন্য 18 হাজার গেঞ্জি এবং টুপির বরাত দেওয়া হল ৷

লালবাজার সূত্রের খবর, এবার পুজোয় কলকাতা পুলিশকে ভিড় সামলাতে সাহায্য় করবেন প্রায় 15 হাজার সেচ্ছাসেবক । তাঁদের জন্য এই বিশেষ গেঞ্জি এবং টুপির বরাত দেওয়া হয়েছে ৷ মহালয়ার পর থেকেই পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবকদের রাস্তায় নামিয়ে দিতে চায় লালবাজার। পুলিশ কর্মীরা ওই স্বেচ্ছাসেবকদের হাতে ধরে ভিড় সামলানোর কৌশল শেখাবেন। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে দড়ি ফেলার মতো কাজ কী করে দ্রুত করা যায় তাও শেখানো হবে।

কলকাতা পুলিশের আইনশৃঙ্খলা দায়িত্ব থাকা এক আধিকারিক বলেন, "দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি বলে কর্মীর সংখ্যায় ভাটা পড়েছে । আর সামনেই দুর্গাপুজো। তাই গতবারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে।" রাতের শহরে পুজো মণ্ডপগুলিতে জনস্রোত নিয়ন্ত্রণ করতে তাঁদের কাজে লাগানো হবে বলে জানান এই আধিকারিক।

আরও পড়ুন: দু'বছর পর স্বমহিমায় দুর্গোৎসবে মাতছে তিলোত্তমা, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক লালবাজার

সূত্রের খবর, গত বছর এই স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল 10হাজার । আপাতত বাহিনীতে মোট কর্মী প্রায় 14 হাজার । নিত্যদিন কলকাতা পুলিশের কোনও না কোনও থানা থেকে অবসর নিচ্ছেন বেশ কিছু পুলিশ আধিকারিক । কিন্তু সেখানে নতুন নিয়োগ হচ্ছে না । তার ফলে কলকাতা পুলিশে কর্মীর সংখ্যা কমছে। তবে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দিয়ে ভিড় সামলানো যাবে এমনটা নয়। ভিড় সামলাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে প্রচুর সার্জেন্টকেও রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে।

Last Updated : Sep 30, 2023, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.