ETV Bharat / state

Kolkata Police: সাইবার অপরাধ দমনে তৎপর লালবাজার, হাত মেলাল কানাডা পুলিশের সঙ্গে

সাইবার অপরাধ দমনে নয়া পদক্ষেপ কলকাতা পুলিশের ৷ এবার ভিন রাজ্য নয়, অন্য দেশের পুলিশের সঙ্গে মিলে কাজ লালবাজারের ৷ কানাডা পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে সাইবার দস্যুদের পাকড়াও করবে কলকাতা পুলিশ ৷

Kolkata Police on cyber crime
কলকাতা পুলিশ
author img

By

Published : May 9, 2023, 5:00 PM IST

কলকাতা, 9 মে: দিনকে দিন বেড়ে চলেছে সাইবার অপরাধ ৷ তাই এবার সাইবার দস্যু দমনে কানাডা পুলিশের সঙ্গে হাত মেলাল লালবাজার ৷ সমন্বয় সাধন করে কাজ করবে দুই দেশ ৷ শহর কলকাতা-সহ বিভিন্ন জেলাস্তর পার করে গোটা বিশ্বে জাল ছড়িয়েছে সাইবার দস্যুরা। ফলে বিশ্বের যে কোনও প্রান্তে বসে অনায়াসে লোককে বোকা বানিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে অপরাধীরা ৷ এমনকী করা হচ্ছে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিংও । শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নয়, বরং এই দেশে বসবাসকারী বিভিন্ন বিদেশিদেরও সফট টার্গেট বানাচ্ছে সাইবার দস্যুরা ।

একটি সমীক্ষার মাধ্যমে কলকাতা পুলিশ জানতে পেরেছে, এদেশে বিশেষ করে মহানগর কলকাতায় বসবাসকারী বিভিন্ন কানাডাবাসীর সঙ্গে অনলাইন প্রতারণা করা হচ্ছে ৷ সাইবার দস্যুরা এই কার্যক্রম করার পর অনায়াসে কলকাতা-সহ বিভিন্ন শহরতলিতে গা ঢাকা দিচ্ছে। এর জন্য কানাডা পুলিশের সঙ্গেও একাধিকবার সমন্বয় সাধন করে কাজ করেছে কলকাতা পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা। সাফল্যও এসেছে প্রচুর। ফলে এবার কানাডার রাষ্ট্রীয় পুলিশ বাহিনী রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে কলকাতা পুলিশ ।

জানা গিয়েছে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ অর্থাৎ আরসিএমপি-এর দুই আধিকারিক মার্টিন হান্টার এবং জসপ্রীথ ঠক্কর কলকাতায় এসে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে দেখা করেন। সেখানে ঠিক হয় ভবিষ্যতে সাইবার অপরাধ দমনে কলকাতা পুলিশের যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সেখান থেকে পাঠ নেওয়া এবং ভবিষ্যতে কীভাবে সাইবার অপরাধের আরও কড়াভাবে মোকাবিলা করা যায় সেই সম্পর্কে তথ্য আদান-প্রদান করা হবে। এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল, যুগ্ম নগরপাল (অপরাধ) শঙ্খশুভ্র চক্রবর্তী । এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ (সাইবার ক্রাইম) অতুল বিশ্বনাথন ।

যে সকল কানাডাবাসী মহানগরে বসবাস করছে তাদের বা তারা কেউ সাইবার দস্যুদের কবলে পড়লে কীভাবে প্রতারকদের হাত থেকে বাঁচানো যায়, সে বিষয়ে কানাডা পুলিশ এবং কলকাতা পুলিশের সাইবার সেল যুগ্মভাবে তদন্ত করে অপরাধীদের চিহ্নিতকরণ করবে। এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সাইবার ক্রাইম ভবিষ্যতে একটা বড় চিন্তার কারণ । এমন একটি অপরাধ এটি যেখানে তদন্তকারীদের থেকে টেকনিক্যালভাবে বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছে দস্যুরা । ফলে এই প্রকারের পুলিশি মেলবন্ধনে সাইবার অপরাধকে অনেকটাই দমন করা যাবে বলে তিনি আশাবাদী ।

আরও পড়ুন: নেট জগতের অপরাধ রুখতে লালবাজারের নয়া হাতিয়ার 'সাইবার সাথী'

কলকাতা, 9 মে: দিনকে দিন বেড়ে চলেছে সাইবার অপরাধ ৷ তাই এবার সাইবার দস্যু দমনে কানাডা পুলিশের সঙ্গে হাত মেলাল লালবাজার ৷ সমন্বয় সাধন করে কাজ করবে দুই দেশ ৷ শহর কলকাতা-সহ বিভিন্ন জেলাস্তর পার করে গোটা বিশ্বে জাল ছড়িয়েছে সাইবার দস্যুরা। ফলে বিশ্বের যে কোনও প্রান্তে বসে অনায়াসে লোককে বোকা বানিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে অপরাধীরা ৷ এমনকী করা হচ্ছে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিংও । শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নয়, বরং এই দেশে বসবাসকারী বিভিন্ন বিদেশিদেরও সফট টার্গেট বানাচ্ছে সাইবার দস্যুরা ।

একটি সমীক্ষার মাধ্যমে কলকাতা পুলিশ জানতে পেরেছে, এদেশে বিশেষ করে মহানগর কলকাতায় বসবাসকারী বিভিন্ন কানাডাবাসীর সঙ্গে অনলাইন প্রতারণা করা হচ্ছে ৷ সাইবার দস্যুরা এই কার্যক্রম করার পর অনায়াসে কলকাতা-সহ বিভিন্ন শহরতলিতে গা ঢাকা দিচ্ছে। এর জন্য কানাডা পুলিশের সঙ্গেও একাধিকবার সমন্বয় সাধন করে কাজ করেছে কলকাতা পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা। সাফল্যও এসেছে প্রচুর। ফলে এবার কানাডার রাষ্ট্রীয় পুলিশ বাহিনী রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে কলকাতা পুলিশ ।

জানা গিয়েছে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ অর্থাৎ আরসিএমপি-এর দুই আধিকারিক মার্টিন হান্টার এবং জসপ্রীথ ঠক্কর কলকাতায় এসে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে দেখা করেন। সেখানে ঠিক হয় ভবিষ্যতে সাইবার অপরাধ দমনে কলকাতা পুলিশের যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সেখান থেকে পাঠ নেওয়া এবং ভবিষ্যতে কীভাবে সাইবার অপরাধের আরও কড়াভাবে মোকাবিলা করা যায় সেই সম্পর্কে তথ্য আদান-প্রদান করা হবে। এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল, যুগ্ম নগরপাল (অপরাধ) শঙ্খশুভ্র চক্রবর্তী । এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ (সাইবার ক্রাইম) অতুল বিশ্বনাথন ।

যে সকল কানাডাবাসী মহানগরে বসবাস করছে তাদের বা তারা কেউ সাইবার দস্যুদের কবলে পড়লে কীভাবে প্রতারকদের হাত থেকে বাঁচানো যায়, সে বিষয়ে কানাডা পুলিশ এবং কলকাতা পুলিশের সাইবার সেল যুগ্মভাবে তদন্ত করে অপরাধীদের চিহ্নিতকরণ করবে। এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সাইবার ক্রাইম ভবিষ্যতে একটা বড় চিন্তার কারণ । এমন একটি অপরাধ এটি যেখানে তদন্তকারীদের থেকে টেকনিক্যালভাবে বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছে দস্যুরা । ফলে এই প্রকারের পুলিশি মেলবন্ধনে সাইবার অপরাধকে অনেকটাই দমন করা যাবে বলে তিনি আশাবাদী ।

আরও পড়ুন: নেট জগতের অপরাধ রুখতে লালবাজারের নয়া হাতিয়ার 'সাইবার সাথী'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.