ETV Bharat / state

Lakshmi Puja 2023: লক্ষ্মীপুজোয় বাজার আগুন, চড়া দামে বিকোচ্ছে ফুল-ফল-সবজি - লক্ষ্মীপুজো

প্রতিবারের মতো এবারও লক্ষ্মীপুজোর আগে বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তের ৷ কোন জিনিসের কেমন দাম, জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Etv Bharat
লক্ষ্মীপুজোর বাজারদর
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 3:58 PM IST

কলকাতা, 27 অক্টোবর: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো । ধনদেবীর আরাধনার প্রস্তুতি চলছে ঘরে ঘরে । মূল্যবৃদ্ধির বাজারে এবারও ভোগের সবজি থেকে পুজোর ফল ও ফুল কিনতে হাত পুড়ছে আমজনতার ।

laxmi Puja
লক্ষ্মীপুজোর বাজার

দুর্গাপুজো মিটতেই শীতের কিছু সবজির দাম খানিক নামলেও বাকি সবজির আগুন দাম । আর আশঙ্কামতোই লক্ষ্মীপুজোর আগে সবজির সঙ্গেই বিদ্যুৎগতিতে বেড়েছে ফুল ও ফলের দাম । এক একটি ছোট নারকেল বিক্রি হচ্ছে 30-40 টাকা । বড় নারকেলের ক্ষেত্রে 50-60 টাকা । ওদিকে আপেল কেজি প্রতি বিকোচ্ছে 200-250 টাকায় । ন্যাসপাতি 180-200 টাকা কেজি । যে শশা 30 টাকা কেজি বিক্রি হয়েছে আজ তার দাম 50-60 টাকা কেজি ।

ছোট মুসুম্বি লেবু 10 টাকা পিস, আর বড় পিসের প্রতিটির দাম 15-20 টাকা । কাঁঠালি কলা ডজন 50 টাকা । পেয়ারা কেজি প্রতি বিক্রি হচ্ছে 60-80 টাকা । ছোট আনারস এক একটি 80-90 টাকা । বড় আনারস 110-130 টাকা । ডালিম কেজি প্রতি বিকোচ্ছে 200-240 টাকা । পানিফলটা একটু সস্তা অন্য ফলের থেকে ৷ কেজিপ্রতি দাম 50 টাকা । আখ এক টুকরো 15-20 টাকা ।

ফলের মতই ফুল কিনতেও হাতে ছ্যাঁকা লাগার জোগাড় । রজনীগন্ধার মালার সাইজ অনুযায়ী দাম । ছোট মালা কম করে 60-80 টাকা ৷ বড় মালার তো দামের লাগাম নেই । গাঁদা ফুলের দামও চড়া । ওদিকে ঘটের আমপাতার শাখাও 10-15 টাকায় বিক্রি হচ্ছে ৷ যা অন্য দিন 2-5 টাকায় বিক্রি হয় ।

ভোগের সবজিও আজ মহার্ঘ । মুলো থেকে পটল বা অন্য সবজির দাম অন্যদিনের থেকে বেশ খানিকটা বেশি । পটল 60-70 টাকা কেজি । ঢ্যাঁড়স 60-70 টাকা কেজি । বেগুন 70-80 টাকা কেজি । ছোট ফুলকপি 40 টাকা ও বড় 60-70 টাকা পিস ।

বাজারের এই দাম প্রসঙ্গে এক সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য জানান, সম্প্রতি প্রতিমার দাম বেড়ে চলেছে । পাল্লা দিয়ে ফুল ও ফলের দামও বাড়ছে । তাই আগে থেকে প্রতিমার মাপ যেমন ছোট অর্ডার দেওয়া হয় তেমনই কম পরিমাণ বাজার করি । এভাবেই খরচে লাগাম টানতে হচ্ছে ।

ক্রেতা প্রিয়দর্শিনী বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ধনদেবীর আরাধনা এখন ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে । কোজাগরী লক্ষ্মীপুজো প্রতিবার করে থাকি । কিন্তু ফল-ফুল-সবজির যেভাবে দাম বাড়ছে তাতে দেবীকে তুষ্ট করা ক্রমশ চাপের হয়ে যাচ্ছে ।"


সবজির দাম

পটল ও ঢ্যাঁড়স 50-60 টাকা কেজি
উচ্ছে 90-100 টাকা কেজি
পেঁপে 20-30 টাকা কেজি
গাজর 60-80 টাকা কেজি
বিনস 130-150 টাকা কেজি
ক্যাপসিকাম 200-230 টাকা কেজি
বেগুন 80-100 টাকা কেজি
বিট 60-80 টাকা কেজি
কাঁকরোল 70-80 টাকা কেজি
ফুলকপি 30-50 টাকা পিস
লাউ 30-40 টাকা পিস
কচু 50-70 টাকা কেজি
বাঁধাকপি 50-60 টাকা কেজি
কাঁচাকলা 7-10 টাকা পিস
ডাঁটা 180-200 টাকা কেজি
ঝিঙে 60-80 টাকা কেজি
বরবটি 80-100 টাকা কেজি
পাতিলেবু 3-5 টাকা এক একটি
কুমড়ো 30-50 টাকা কেজি
টমেটো 50-80 টাকা কেজি
লঙ্কা 150-200 টাকা কেজি
জ্যোতি আলু 20-25 টাকা কেজি
চন্দ্রমুখী আলু 30-35 টাকা কেজি
আদা 280-300 টাকা কেজি

ফলের দাম

ন্যাসপাতি 180-200 টাকা কেজি
আনারস 80-120 টাকা এক একটি
ডালিম 200 টাকা কেজি
পানিফল 40-60 টাকা কেজি
আখ 10-15 টাকা এক টুকরো
আপেল 200-250 টাকা কেজি
নারকেল 40-70 টাকা পিস
মুসুম্বি লেবু 10-20 টাকা পিস
কাঁঠালি কলা ডজন 50-60 টাকা
পেয়ারা 60-80 টাকা কেজি
শশা 50-60 টাকা কেজি

আরও পড়ুন : কোজাগরী লক্ষ্মীপুজো করুন তিথি মেনে, ভুল করেও এই কাজ করবেন না

কলকাতা, 27 অক্টোবর: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো । ধনদেবীর আরাধনার প্রস্তুতি চলছে ঘরে ঘরে । মূল্যবৃদ্ধির বাজারে এবারও ভোগের সবজি থেকে পুজোর ফল ও ফুল কিনতে হাত পুড়ছে আমজনতার ।

laxmi Puja
লক্ষ্মীপুজোর বাজার

দুর্গাপুজো মিটতেই শীতের কিছু সবজির দাম খানিক নামলেও বাকি সবজির আগুন দাম । আর আশঙ্কামতোই লক্ষ্মীপুজোর আগে সবজির সঙ্গেই বিদ্যুৎগতিতে বেড়েছে ফুল ও ফলের দাম । এক একটি ছোট নারকেল বিক্রি হচ্ছে 30-40 টাকা । বড় নারকেলের ক্ষেত্রে 50-60 টাকা । ওদিকে আপেল কেজি প্রতি বিকোচ্ছে 200-250 টাকায় । ন্যাসপাতি 180-200 টাকা কেজি । যে শশা 30 টাকা কেজি বিক্রি হয়েছে আজ তার দাম 50-60 টাকা কেজি ।

ছোট মুসুম্বি লেবু 10 টাকা পিস, আর বড় পিসের প্রতিটির দাম 15-20 টাকা । কাঁঠালি কলা ডজন 50 টাকা । পেয়ারা কেজি প্রতি বিক্রি হচ্ছে 60-80 টাকা । ছোট আনারস এক একটি 80-90 টাকা । বড় আনারস 110-130 টাকা । ডালিম কেজি প্রতি বিকোচ্ছে 200-240 টাকা । পানিফলটা একটু সস্তা অন্য ফলের থেকে ৷ কেজিপ্রতি দাম 50 টাকা । আখ এক টুকরো 15-20 টাকা ।

ফলের মতই ফুল কিনতেও হাতে ছ্যাঁকা লাগার জোগাড় । রজনীগন্ধার মালার সাইজ অনুযায়ী দাম । ছোট মালা কম করে 60-80 টাকা ৷ বড় মালার তো দামের লাগাম নেই । গাঁদা ফুলের দামও চড়া । ওদিকে ঘটের আমপাতার শাখাও 10-15 টাকায় বিক্রি হচ্ছে ৷ যা অন্য দিন 2-5 টাকায় বিক্রি হয় ।

ভোগের সবজিও আজ মহার্ঘ । মুলো থেকে পটল বা অন্য সবজির দাম অন্যদিনের থেকে বেশ খানিকটা বেশি । পটল 60-70 টাকা কেজি । ঢ্যাঁড়স 60-70 টাকা কেজি । বেগুন 70-80 টাকা কেজি । ছোট ফুলকপি 40 টাকা ও বড় 60-70 টাকা পিস ।

বাজারের এই দাম প্রসঙ্গে এক সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য জানান, সম্প্রতি প্রতিমার দাম বেড়ে চলেছে । পাল্লা দিয়ে ফুল ও ফলের দামও বাড়ছে । তাই আগে থেকে প্রতিমার মাপ যেমন ছোট অর্ডার দেওয়া হয় তেমনই কম পরিমাণ বাজার করি । এভাবেই খরচে লাগাম টানতে হচ্ছে ।

ক্রেতা প্রিয়দর্শিনী বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ধনদেবীর আরাধনা এখন ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে । কোজাগরী লক্ষ্মীপুজো প্রতিবার করে থাকি । কিন্তু ফল-ফুল-সবজির যেভাবে দাম বাড়ছে তাতে দেবীকে তুষ্ট করা ক্রমশ চাপের হয়ে যাচ্ছে ।"


সবজির দাম

পটল ও ঢ্যাঁড়স 50-60 টাকা কেজি
উচ্ছে 90-100 টাকা কেজি
পেঁপে 20-30 টাকা কেজি
গাজর 60-80 টাকা কেজি
বিনস 130-150 টাকা কেজি
ক্যাপসিকাম 200-230 টাকা কেজি
বেগুন 80-100 টাকা কেজি
বিট 60-80 টাকা কেজি
কাঁকরোল 70-80 টাকা কেজি
ফুলকপি 30-50 টাকা পিস
লাউ 30-40 টাকা পিস
কচু 50-70 টাকা কেজি
বাঁধাকপি 50-60 টাকা কেজি
কাঁচাকলা 7-10 টাকা পিস
ডাঁটা 180-200 টাকা কেজি
ঝিঙে 60-80 টাকা কেজি
বরবটি 80-100 টাকা কেজি
পাতিলেবু 3-5 টাকা এক একটি
কুমড়ো 30-50 টাকা কেজি
টমেটো 50-80 টাকা কেজি
লঙ্কা 150-200 টাকা কেজি
জ্যোতি আলু 20-25 টাকা কেজি
চন্দ্রমুখী আলু 30-35 টাকা কেজি
আদা 280-300 টাকা কেজি

ফলের দাম

ন্যাসপাতি 180-200 টাকা কেজি
আনারস 80-120 টাকা এক একটি
ডালিম 200 টাকা কেজি
পানিফল 40-60 টাকা কেজি
আখ 10-15 টাকা এক টুকরো
আপেল 200-250 টাকা কেজি
নারকেল 40-70 টাকা পিস
মুসুম্বি লেবু 10-20 টাকা পিস
কাঁঠালি কলা ডজন 50-60 টাকা
পেয়ারা 60-80 টাকা কেজি
শশা 50-60 টাকা কেজি

আরও পড়ুন : কোজাগরী লক্ষ্মীপুজো করুন তিথি মেনে, ভুল করেও এই কাজ করবেন না

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.