ETV Bharat / state

লেকটাউনে বাইক চুরি চক্রের হদিশ , গ্রেফতার 3 - bidhannagar court

বেশ কিছুদিন ধরেই লেকটাউন থানায় পরপর বাইক চুরির অভিযোগ আসে ৷ খোওয়া যাওয়া বাইকের নম্বর প্লেটের তালিকা ধরে তদন্তে নামে পুলিশ ৷ তখনই তারা বাইক চক্রের সঙ্গে যুক্ত ধৃতদের সন্ধান পায় ৷ ফাঁদ পাতে পুলিশ ৷ আজ ভোররাতে তিনজনকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ ৷ পাশাপাশি বাইকগুলি বাজেয়াপ্ত করা হয় ৷

লেকটাউনে বাইক চুরি চক্রের হদিশ
লেকটাউনে বাইক চুরি চক্রের হদিশ
author img

By

Published : May 28, 2021, 3:56 PM IST

কলকাতা, 28 মে : উল্টোডাঙ্গা থেকে 2টি বাইকসহ 3 বাইক চোরকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ ৷ ধৃতরা হল রাকিব নাজিব ওরফে বাবান, বাচ্চা শহিদ এবং মোহাম্মদ দানেশ। তিনজনেই নারকেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা।

বেশ কিছুদিন ধরেই লেকটাউন থানায় পরপর বাইক চুরির অভিযোগ আসে ৷ পুলিশ প্রাথমিকভাবে অনুমান করে যে এই ঘটনার পিছনে কোনও চক্র কাজ করতে পারে ৷ সেই অনুযায়ী পুলিশের কয়েকটি দল তৈরি করা হয় ৷ তারা বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ পরে খোওয়া যাওয়া বাইকের নম্বর প্লেটের তালিকা ধরে তদন্তে নামে ৷ তারা বাইক চক্রের সঙ্গে যুক্ত ধৃতদের সন্ধান পায় ৷ ফাঁদ পাতে পুলিশ ৷ আজ ভোররাতে তিনজনকে গ্রেফতার করা হয় ৷ পাশাপাশি বাইকগুলিও বাজেয়াপ্ত করা হয় ৷

প্রথমে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় ৷ আজ ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন : নারদ মামলায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না শোভন-ববিরা

কলকাতা, 28 মে : উল্টোডাঙ্গা থেকে 2টি বাইকসহ 3 বাইক চোরকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ ৷ ধৃতরা হল রাকিব নাজিব ওরফে বাবান, বাচ্চা শহিদ এবং মোহাম্মদ দানেশ। তিনজনেই নারকেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা।

বেশ কিছুদিন ধরেই লেকটাউন থানায় পরপর বাইক চুরির অভিযোগ আসে ৷ পুলিশ প্রাথমিকভাবে অনুমান করে যে এই ঘটনার পিছনে কোনও চক্র কাজ করতে পারে ৷ সেই অনুযায়ী পুলিশের কয়েকটি দল তৈরি করা হয় ৷ তারা বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ পরে খোওয়া যাওয়া বাইকের নম্বর প্লেটের তালিকা ধরে তদন্তে নামে ৷ তারা বাইক চক্রের সঙ্গে যুক্ত ধৃতদের সন্ধান পায় ৷ ফাঁদ পাতে পুলিশ ৷ আজ ভোররাতে তিনজনকে গ্রেফতার করা হয় ৷ পাশাপাশি বাইকগুলিও বাজেয়াপ্ত করা হয় ৷

প্রথমে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় ৷ আজ ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন : নারদ মামলায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না শোভন-ববিরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.