কলকাতা, 6 এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ আগেই দাবি করেছিলেন প্রভাবশালীদের নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছে ইডি ৷ বৃহস্পতিবার জানা গিয়েছে, এই একই অভিযোগ জানিয়ে কুন্তল সংশোধনাগার থেকে আদালতকে একটি চিঠি পাঠিয়েছেন ৷ চিঠিতে তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে চাপ দিয়ে একাধিক ব্যক্তির নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে ।
অন্যদিকে, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এবার উঠে এল নতুন নাম ৷ ধৃত কুন্তল ঘোষকে জেরা করে নাম উঠে এসেছে পার্থ নামে এক ব্যক্তির ৷ এই নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই গ্রেফতার হয়েছেন ইডি'র হাতে ৷ এবার উঠে এল পার্থ সরকার নামে আরেক ব্যক্তির নাম ৷
যদিও এই পার্থ সকলের কাছে ভজা দা নামেই বেশি পরিচিত । সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কুন্তল ঘোষ জানিয়েছেন, চাকরি বিক্রির টাকা লেনদেন করত পার্থ সরকার ওরফে ভজা । পরে পার্থর হাত ঘুরে সেই টাকা পৌঁছে যেত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে । মূলত এই পার্থ সরকার ওরফে ভজা হলেন একজন এজেন্ট । ইডির তদন্তকারীদের দাবি, কুন্তল ঘোষ জানিয়েছেন এই ব্যক্তি বিভিন্ন জেলার সাব এজেন্টদের থেকে টাকা সংগ্রহ করত এবং পরে তা প্রভাবশালীদের কাছে পৌঁছে দিত ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ বাড়ল
রাজ্যে প্রাথমিক শিক্ষক ও এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইয়ের জালে ইতিমধ্যেই একাধিক রাঘববোয়াল ধরা পড়েছে । ধৃতদের মধ্যে অন্যতম অয়ন শীল ৷ অয়নকে গ্রেফতার করার পর তদন্তকারীরা তাঁর ব্যাংক লকারের হদিশ পায় । পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল । জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি ছাড়াও তাঁর ব্যাংক লকারেও হিসেব বহির্ভূত সম্পত্তির খোঁজ মিলেছে ৷ অয়নের স্ত্রী কাকলি এবং ছেলে অভিষেক শীলের নামে যথেষ্ট সম্পত্তি রয়েছে বলে দাবি ইডি'র ৷ মিলেছে অয়নের ছেলের নামে পেট্রল পাম্প থাকার তথ্যও ৷ তদন্তে নেমে ইতিমধ্যেই অয়ন শীলের স্ত্রী কাকলি শীল এবং তাঁর ছেলের সঙ্গে কথা বলেছেন ইডি আধিকারিকরা ৷ নোটিশ পাঠিয়ে তাঁদের ইডি অফিসেই ডাকা হতে পারে বলে জানা গিয়েছে ৷