ETV Bharat / state

Kuntal Ghosh: শুভেন্দু অধিকারীর কথায় চলছে ইডি, নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে অভিযোগ কুন্তলের - শুভেন্দু অধিকারী

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ ৷ তাঁর অভিযোগ, ইডি তদন্তকে ভুলপথে চালিত করছে ৷ তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় চলছে ৷

Kuntal Ghosh
Kuntal Ghosh
author img

By

Published : Jun 2, 2023, 7:47 PM IST

Updated : Jun 2, 2023, 9:22 PM IST

কুন্তল ঘোষের অভিযোগ

কলকাতা, 2 জুন: আদালতের বাইরে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ ৷ এবার তাঁর মুখে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ৷ তাঁর অভিযোগ, নিয়োগ দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুভেন্দু অধিকারীর কথায় চলছে ৷

এদিন নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে হাজির করা হয় কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলকে ৷ তিনজনেরই জামিনের আবেদন জানানো হয় । কিন্তু বিচারক তা বাতিল করে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । তার পর আদালত থেকে বের হওয়ার সময় ইডি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগেন কুন্তল ঘোষ ৷

ইডি এই দুর্নীতিতে জড়িত সন্দেহে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করা হয়েছে ৷ সেই প্রসঙ্গে কুন্তল ঘোষ বলেন, "ইডি তদন্তকে ভুল পথে নিয়ে যাচ্ছে । তদন্ত প্রভাবিত করছে । যদি সাহস থাকে আমার স্টেটমেন্ট প্রকাশ্যে আনুক ।" তিনি আরও বলেন, "30 মে শুভেন্দু অধিকারী কতবার ইডি অফিসারদের কল করেছিল সেটা আগে দেখুন ।"

কুন্তলের আরও বক্তব্য, "যে স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে, সেটা ইডি মিথ্যে কথা বলছে, ইডি আদালতকে ফাঁসাচ্ছে । আমি একটা কথা বলব, ইডি যে তদন্ত করছে, তারা মিথ্যাচারের ওপর দিয়ে তদন্ত করছে এবং বিজেপির হয়ে তদন্ত করছে । তাদের বস কিন্তু শুভেন্দু অধিকারী নয় । আজকে শুভেন্দু অধিকারীর ফোন যাচাই করা হোক, 30 মে কতবার তিনি ইডি অফিসারদের ফোন করেছেন ।"

পাশাপাশি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরা শুভেন্দু অধিকারীর হয়ে প্রচুর টাকা তুলেছেন বলে অভিযোগ করেন কুন্তল ৷ তিনি এই বিষয়ে তদন্তের আর্জিও জানিয়েছেন ৷ এর আগে কুন্তলের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছিল ৷ ইডি তাঁকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে বলেও দাবি করেছিলেন কুন্তল ৷ যার জেরে এই মামলায় অভিষেককে সিবিআইয়ের জেরার সম্মুখীন হতে হয়েছিল ৷

অন্যদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ঢিলেমি নিয়ে ফের ক্ষুব্ধ আলিপুর আদালতের বিচারক । গত 19 মে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই । সেই বিষয়ে ব্যাখ্যা তাদের এদিন আদালতে দেওয়ার কথা ছিল । কিন্তু আজ, শুক্রবার শুনানিতে আরও 30 দিন সময় চাওয়া হয় সিবিআইয়ের তরফে । ক্ষুব্ধ বিচারক সাফ বলেন, "আপনাদের গয়ংগচ্ছ মনোভাব । এত সময় দেওয়া যাবে না ।"

আরও পড়ুন: কুন্তলকে চেনেন না বলাতেই গ্রেফতার 'কালীঘাটের কাকু'

কুন্তল ঘোষের অভিযোগ

কলকাতা, 2 জুন: আদালতের বাইরে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ ৷ এবার তাঁর মুখে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ৷ তাঁর অভিযোগ, নিয়োগ দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুভেন্দু অধিকারীর কথায় চলছে ৷

এদিন নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে হাজির করা হয় কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলকে ৷ তিনজনেরই জামিনের আবেদন জানানো হয় । কিন্তু বিচারক তা বাতিল করে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । তার পর আদালত থেকে বের হওয়ার সময় ইডি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগেন কুন্তল ঘোষ ৷

ইডি এই দুর্নীতিতে জড়িত সন্দেহে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করা হয়েছে ৷ সেই প্রসঙ্গে কুন্তল ঘোষ বলেন, "ইডি তদন্তকে ভুল পথে নিয়ে যাচ্ছে । তদন্ত প্রভাবিত করছে । যদি সাহস থাকে আমার স্টেটমেন্ট প্রকাশ্যে আনুক ।" তিনি আরও বলেন, "30 মে শুভেন্দু অধিকারী কতবার ইডি অফিসারদের কল করেছিল সেটা আগে দেখুন ।"

কুন্তলের আরও বক্তব্য, "যে স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে, সেটা ইডি মিথ্যে কথা বলছে, ইডি আদালতকে ফাঁসাচ্ছে । আমি একটা কথা বলব, ইডি যে তদন্ত করছে, তারা মিথ্যাচারের ওপর দিয়ে তদন্ত করছে এবং বিজেপির হয়ে তদন্ত করছে । তাদের বস কিন্তু শুভেন্দু অধিকারী নয় । আজকে শুভেন্দু অধিকারীর ফোন যাচাই করা হোক, 30 মে কতবার তিনি ইডি অফিসারদের ফোন করেছেন ।"

পাশাপাশি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরা শুভেন্দু অধিকারীর হয়ে প্রচুর টাকা তুলেছেন বলে অভিযোগ করেন কুন্তল ৷ তিনি এই বিষয়ে তদন্তের আর্জিও জানিয়েছেন ৷ এর আগে কুন্তলের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছিল ৷ ইডি তাঁকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে বলেও দাবি করেছিলেন কুন্তল ৷ যার জেরে এই মামলায় অভিষেককে সিবিআইয়ের জেরার সম্মুখীন হতে হয়েছিল ৷

অন্যদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ঢিলেমি নিয়ে ফের ক্ষুব্ধ আলিপুর আদালতের বিচারক । গত 19 মে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই । সেই বিষয়ে ব্যাখ্যা তাদের এদিন আদালতে দেওয়ার কথা ছিল । কিন্তু আজ, শুক্রবার শুনানিতে আরও 30 দিন সময় চাওয়া হয় সিবিআইয়ের তরফে । ক্ষুব্ধ বিচারক সাফ বলেন, "আপনাদের গয়ংগচ্ছ মনোভাব । এত সময় দেওয়া যাবে না ।"

আরও পড়ুন: কুন্তলকে চেনেন না বলাতেই গ্রেফতার 'কালীঘাটের কাকু'

Last Updated : Jun 2, 2023, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.