কলকাতা, 30 মার্চ: "ভয় দেখিয়ে নেতা-নেত্রীদের নাম বলানোর চেষ্টা করছে এজেন্সিগুলি ! কিন্তু, আমরা মা-মাটি-মানুষের আদর্শে চলা দলের লোক ৷ আমরা এইসব ভয়কে পাত্তা দিই না ৷" বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে ঢোকার মুখে এমনই বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে (WB Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh slams Central Agencies) ৷ এতদিন বিচার বিভাগীয় বা জেল হেফাজতে ছিলেন তিনি ৷ তার মেয়াদ শেষ হতেই এদিন ফের একবার কুন্তলকে আদালতে পেশ করা হয় ৷ পুলিশের গাড়ি থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোপ দাগেন ইডি ও সিবিআইকে ৷
উল্লেখ্য, বুধবার ধর্মতলার সভা থেকে ইডি-সিবিআইকে একহাত নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি ছিল, মদন মিত্র ও কুণাল ঘোষ যখন জেলে ছিলেন, তখন তাঁদের উপর রীতিমতো চাপ দেওয়া হত ! তাঁদের বলা হত, যদি দুর্নীতিতে অভিষেকের নাম নেন, তাহলেই তাঁদের ছেড়ে দেওয়া হবে ! একইসঙ্গে, অভিষেক ফের একবার জোর গলায় ঘোষণা করেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হল তিনি নিজেই ফাঁসিতে ঝুলে যাবেন !
বৃহস্পতিবার অভিষেকের এই মন্তব্য নিয়ে কুন্তলকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জবাবে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে তাঁদের বুক চওড়া হল ৷ কারণ, এজেন্সি বারবার তাঁদের উপর চাপ দিচ্ছে, যাতে তাঁরা দুর্নীতি কাণ্ডে নেতা-নেত্রীদের নাম নেন ! এরপর সাংবাদিকরা জানতে চান, এজেন্সি কাদের নাম বলাতে চাইছে ? জবাবে কুন্তল জানান, 'দলের নেতাদের' (তৃণমূল কংগ্রেস) ! কুন্তলকে এরপর প্রশ্ন করা হয়, তাহলে কি কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নিতে চাইছেন ? কুন্তলের উত্তর, 'অবশ্যই অবশ্যই' !
আরও পড়ুন: প্রমাণ ছাড়া ইডি-সিবিআই ডাকলে 'এক ডাকে অভিষেকে' ফোন করুন, পরামর্শ সাংসদের
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ইস্যুতে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে রাজ্যের শাসকদল ৷ ছোট, বড়, মাঝারি, দলের নানা মাপের নেতা, জনপ্রতিনিধি, এমনকী তাঁদের পরিবারের সদস্যরাও এই মামলায় গ্রেফতার হয়েছেন ৷ বিরোধীদের দাবি, এই দুর্নীতির শিকড় রয়েছে কালীঘাট (মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাসভবন) পর্যন্ত ! যদিও তৃণমূল শিবিরের দাবি, পুরোটাই আসলে কেন্দ্র তথা বিজেপির ষড়যন্ত্র ৷ আর সেই ষড়যন্ত্রে তাদের হাতিয়ার ইডি, সিবিআইয়ের মতো সংস্থা ৷ বুধবার সেই পুরনো অভিযোগই আরও একবার তোলেন অভিষেক ৷ বৃহস্পতিবার একই সুর শোনা গেল কুন্তলের গলাতেও ৷