কলকাতা, 28 জুলাই: কলকাতা, 28 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন কুণাল ঘোষ ৷ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং অন্য সব দলীয় পদ থেকে দ্রুত সরিয়ে দেওয়ার কথা জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ একটি টুইট করে তিনি লেখেন, "পার্থ চট্টোপাধ্যায়কে এখুনি মন্ত্রিত্ব থেকে সরানো উচিত এবং দলের অন্য সব পদ থেকেও ৷ তাঁকে বহিষ্কার করা উচিত ৷ এই বিবৃতিটি ভুল মনে হলে দল আমাকেও সমস্ত দলীয় পদ থেকে বের করে দিতেই পারে ৷ দলের সেই অধিকার আছে ৷ আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবেই কাজ চালিয়ে যাব ৷ (Kunal Ghosh tweets demanding expell of Partha Chatterjee from his Ministerial Post and Party)"
-
Partha Chatterjee should be removed from ministry and all party posts immediately. He should be expelled.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
If this statement considered wrong, party has every right to remove me from all posts. I shall continue as a soldier of @AITCofficial.
">Partha Chatterjee should be removed from ministry and all party posts immediately. He should be expelled.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 28, 2022
If this statement considered wrong, party has every right to remove me from all posts. I shall continue as a soldier of @AITCofficial.Partha Chatterjee should be removed from ministry and all party posts immediately. He should be expelled.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 28, 2022
If this statement considered wrong, party has every right to remove me from all posts. I shall continue as a soldier of @AITCofficial.
বুধবার পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে 28 কোটি টাকা উদ্ধার করেছে ইডি ৷ পাশাপাশি 5 কেজি ওজনের সোনার বাট, জরুরি নথিপত্র ৷ এ নিয়ে অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় দু'টি ফ্ল্যাট থেকে প্রায় নগদ 50 কোটি টাকা পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি ৷
বৃহস্পতিবার এই মন্তব্য করলেও, এর আগে যখিন প্রথবার টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 21 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়, তখন প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছিলেন, "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের । কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে । যথাসময়ে বক্তব্য জানাবে ।"
তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ ৷ দলের অন্দরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ৷ কুণালের এই মন্তব্যের পরে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দর ফাটলই প্রকাশ্যে এল বলে মনে করা হচ্ছে ৷ কুণালের পরেই একই কথা জানিয়ে টুইট করেছেন ঘাসফুল শিবিরের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও ৷ টুইটে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের নামোল্লেখ না থাকলেও বোঝাই যায় যে তিনি এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করেই লিখেছেন ৷
আরও পড়ুন: দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, মমতা 'ঠিকই বলেছেন !' কলকাতায় ফিরে বললেন পার্থ
তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে তিনি কাউকে রেয়াত করবেন না ৷ এছাড়া আর কোনও নেতা প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব, দলের সদস্য পদ নিয়ে কোনও মন্তব্য করেননি ৷ তবে বর্তমান শিল্পমন্ত্রী পার্থ তাঁর সরকারি গাড়িটি ফিরিয়ে দিয়েছেন ৷ 2011 সালে নির্বাচনে জয়ী হয়ে পরিষদীয় মন্ত্রী হওয়ার পর থেকেই প্রত্যেকদিন নিয়মিত ডব্লিউবি 10-0006 নম্বর প্লেটের গাড়িটিতে যাতায়াত করতেন মন্ত্রী ৷
জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় নিজের ইচ্ছেয় ইতিমধ্যেই তাঁর ব্যবহৃত গাড়িবিধানসভায় ফেরত পাঠিয়েছেন । তাঁর গাড়িচালক এদিন গাড়িটিকে বিধানসভার গ্যারেজে রেখে যান । গাড়ির চাবি তুলে দেওয়া হয় বিধানসভা কর্তৃপক্ষের হাতে । চালক জানিয়েছেন, পার্থবাবু নিজেই তাঁকে এই গাড়ি বিধানসভায় ফিরিয়ে দেওয়ার জন্য বলেছেন । আর সেই কারণেই গাড়ি বিধানসভায় জমা করলেন তিনি ।
আরও পড়ুন: গাড়ি ফেরালেন পার্থ, এবার কি মন্ত্রিত্বও ফেরাবেন!