ETV Bharat / state

Kunal Ghosh: 'রাজ্যে 355 ধারা লাগু করতে চান শুভেন্দু', ভিডিয়ো পোস্ট করে বিস্ফোরক দাবি কুণালের - ভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীকে নিশানা করে টুইট করলেন কুণাল ঘোষ। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা স্বীকার করেছেন খোদ শুভেন্দু অধিকারী, কীভাবে বাংলাকে অশান্ত রাখা যায় তা নিজেই বলছেন বিরোধী দলনেতা । শুভেন্দুর একটি সাক্ষাৎকার তুলে এমনই দাবি তৃণমূল নেতার।

KUNAL TWEET
কুণালের টুইট শুভেন্দুর বিরুদ্ধে
author img

By

Published : Jul 13, 2023, 11:41 AM IST

Updated : Jul 13, 2023, 12:26 PM IST

কলকাতা, 13 জুলাই: বাংলার বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্রের ছক বড়াই করে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীর। এমনই দাবি করে বিস্ফোরক টুইট করলেন কুণাল ঘোষ। টুইটের সঙ্গে থাকা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী দলনেতা বলছেন, "পথই পথ দেখাবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে 355 ধারা লাগু করা হয়। কীভাবে পরিস্থিতি তৈরি করতে হয় আমরা জানি ।" শুভেন্দুর এই বক্তব্যকে টুইট করেই কুণালের কটাক্ষ , বিজেপির ষড়যন্ত্র প্রকাশ্যে ঘোষণা করলেন খোদ শুভেন্দু ! তিনি নিজেই বাংলাকে অশান্ত রাখার পরিকল্পনা করছেন যাতে 355 ধারা লাগু করা যায়।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুণাল ঘোষের টুইট নতুন কোনও ব্যাপার নয় । বিশেষ করে পঞ্চায়েত ভোটে বাংলায় চলা হিংসা নিয়ে কুণাল-শুভেন্দু একে অপরকে একাধিক বার কটাক্ষ করেছেন । তবে কুণাল ঘোষের এই টুইটের বিশেষত্ব হল, তিনি শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকারের ভিডিয়ো সামনে এনেছেন । তীর্যকপূর্ণ কটাক্ষে বিরোধী দলনেতাকে নিশানা করেছেন রাজ্য তৃণমূলের এই সাধারণ সম্পাদক ।

টুইটারে কুণালের কটাক্ষ, শুভেন্দু অধিকারী জানেন, কীভাবে বাংলায় 355 ধারা জারি করা যায় । কীভাবে ইচ্ছাকৃত হিংসা, অশান্তির পরিবেশ তৈরি করে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা যায় । শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকারের ভিডিয়োকে পোস্ট করেই কুণালের দাবি, শুভেন্দু নিজে বাংলাকে অশান্ত রাখার কথা ঘোষণা করছেন যাতে 355 ধারা জারি করা হয় ।

আরও পড়ুন: Governor to SEC: পিসরুমে অভিযোগের পাহাড়! নির্বাচন কমিশনকে হাইকোর্টে জানাতে নির্দেশ রাজ্যপালের

পঞ্চায়েত ভোট শেষ । ভোট পরবর্তী হিংসা চলছে । এখন বাংলার পরিস্থিতি নিয়ে চর্চা তুঙ্গে । ঠিক এমন সময় কুণালের টুইট বিজেপিকে কতটা ব্যাকফুটে রাখবে সেই নিয়ে নয়া জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে । কুণাল ঘোষ নিজের টুইটে অমিত শাহ এবং রাষ্ট্রপতি ভবনকে উল্লেখ করেছেন। উল্লেখের তালিকায় রয়েছেন মমতা-অভিষেকও । যদিও তাঁর টুইট প্রসঙ্গে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ।

কলকাতা, 13 জুলাই: বাংলার বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্রের ছক বড়াই করে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীর। এমনই দাবি করে বিস্ফোরক টুইট করলেন কুণাল ঘোষ। টুইটের সঙ্গে থাকা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী দলনেতা বলছেন, "পথই পথ দেখাবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে 355 ধারা লাগু করা হয়। কীভাবে পরিস্থিতি তৈরি করতে হয় আমরা জানি ।" শুভেন্দুর এই বক্তব্যকে টুইট করেই কুণালের কটাক্ষ , বিজেপির ষড়যন্ত্র প্রকাশ্যে ঘোষণা করলেন খোদ শুভেন্দু ! তিনি নিজেই বাংলাকে অশান্ত রাখার পরিকল্পনা করছেন যাতে 355 ধারা লাগু করা যায়।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুণাল ঘোষের টুইট নতুন কোনও ব্যাপার নয় । বিশেষ করে পঞ্চায়েত ভোটে বাংলায় চলা হিংসা নিয়ে কুণাল-শুভেন্দু একে অপরকে একাধিক বার কটাক্ষ করেছেন । তবে কুণাল ঘোষের এই টুইটের বিশেষত্ব হল, তিনি শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকারের ভিডিয়ো সামনে এনেছেন । তীর্যকপূর্ণ কটাক্ষে বিরোধী দলনেতাকে নিশানা করেছেন রাজ্য তৃণমূলের এই সাধারণ সম্পাদক ।

টুইটারে কুণালের কটাক্ষ, শুভেন্দু অধিকারী জানেন, কীভাবে বাংলায় 355 ধারা জারি করা যায় । কীভাবে ইচ্ছাকৃত হিংসা, অশান্তির পরিবেশ তৈরি করে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা যায় । শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকারের ভিডিয়োকে পোস্ট করেই কুণালের দাবি, শুভেন্দু নিজে বাংলাকে অশান্ত রাখার কথা ঘোষণা করছেন যাতে 355 ধারা জারি করা হয় ।

আরও পড়ুন: Governor to SEC: পিসরুমে অভিযোগের পাহাড়! নির্বাচন কমিশনকে হাইকোর্টে জানাতে নির্দেশ রাজ্যপালের

পঞ্চায়েত ভোট শেষ । ভোট পরবর্তী হিংসা চলছে । এখন বাংলার পরিস্থিতি নিয়ে চর্চা তুঙ্গে । ঠিক এমন সময় কুণালের টুইট বিজেপিকে কতটা ব্যাকফুটে রাখবে সেই নিয়ে নয়া জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে । কুণাল ঘোষ নিজের টুইটে অমিত শাহ এবং রাষ্ট্রপতি ভবনকে উল্লেখ করেছেন। উল্লেখের তালিকায় রয়েছেন মমতা-অভিষেকও । যদিও তাঁর টুইট প্রসঙ্গে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ।

Last Updated : Jul 13, 2023, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.