ETV Bharat / state

সাংবাদিক কুণালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন শিশিরের, দায়িত্ব মনে করালেন তৃণমূল মুখপাত্র

author img

By

Published : Jan 14, 2021, 10:51 PM IST

Updated : Jan 15, 2021, 8:40 AM IST

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সাংবাদিক হিসাবে স্বচ্ছতা নিয়ে আজ বিকেলেই প্রশ্ন তুলেছেন শোভনবাবু । এরপর কাঁথির সাংসদ শিশির অধিকারীও একই প্রশ্ন তুললেন । বললেন, "কোন সাংবাদিকের বেতন 16 লাখ টাকা হয় ?"

Kunal Ghosh in Contai
শিশির অধিকারী ও কুণাল ঘোষ

কাঁথি ও কলকাতা, 14 জানুয়ারি : কিছুদিন আগেই দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে । পরিবর্তে সেই জায়গায় আনা হয়েছে রামনগরের বিধায়ক অখিল গিরিকে । এই পরিস্থিতিতে গতকাল কাঁথি পোস্ট অফিস মোড়ে সভা করেন কুণাল ঘোষ । সভামঞ্চ থেকে শিশির অধিকারীকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে । বলেছিলেন, "দীর্ঘদিন দলে থেকে দলের সমস্ত ক্ষমতা ভোগ করার পর ভোটের চার-পাঁচ মাস আগে ওঁর বিলম্বিত বিবেক জাগরণ হয়েছে । ওঁর কথা আগের দলে যদি কেউ শুনত না তাহলে উনি আগে ইস্তফা দেননি কেন ?"

আজ এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে শিশির অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি । ছেলের প্রতি কুণালের এই মন্তব্য যে ভালোভাবে নেননি শিশিরবাবু তা তাঁর প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট । সাংবাদিক হিসাবে কুণাল ঘোষের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । বলেন, "কোন সাংবাদিকের বেতন 16 লাখ টাকা হয় ? থাকার খরচ 3 লাখ টাকা হয় ?" সুদীপ্ত সেনের থেকে কাগজ চালানোর নাম করে 16 লাখ টাকা নিয়েছেন, 3 লাখ টাকা থাকার খরচ নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি । পাশাপাশি, কুণাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন শিশিরবাবু ।

আরও পড়ুন : অন্যের বউকে বন্ধু বলে 24 ঘণ্টা ঘরে রেখে দিয়েছে শোভন, আক্রমণ কুণালের

যদিও শিশির অধিকারীর তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কুণাল ঘোষ । সাফ বলে দেন, "যে সংবাদমাধ্যমগুলির সম্পাদকরা আমাকে তিনবার করে চাকরি করিয়েছে, (শিশির অধিকারী) তাঁদের এটি জিজ্ঞাসা করে নিন । এছাড়া বেশ কিছু সংবাদ ম্যাগাজ়িন, 10-12 টি চ্যানেলে প্রোগ্রাম করেছি । " শিশিরবাবুকে নিজের সাংবাদিক-সত্ত্বার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, "আমার রাজনীতি সর্বস্ব পরিচয় নয় ।"

কুণালের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন শিশিরের, কী বললেন তৃণমূলের মুখপাত্র ?

আরও পড়ুন : সাংবাদিক কুণালের যোগ্যতা আসলে দালালি, কটাক্ষ শোভনের

পাশাপাশি, কাঁথি পৌরসভার ড্র্যাফটে কোন প্রকল্পের জন্য 50 লাখ টাকা নেওয়া হয়েছে এবং সুদীপ্ত সেন কলকাতা ছেড়ে পালানোর আগে কে দেখা করে টাকা নিয়েছিলেন, সেগুলিও স্মরণে আনার জন্য শিশিরবাবুকে বলেন তিনি ।

উল্লেখ্য আজই ভারতীয় জনতা পার্টির কলকাতা জ়োনের নবনিযুক্ত পর্যবেক্ষক শোভনবাবু সরাসরি প্রশ্ন তুলেছেন ‘সাংবাদিক’ কুণাল ঘোষের যোগ্যতা নিয়ে ৷ তাঁর মতে, ‘‘কুণাল ঘোষের যোগ্যতা ছিল দালালির ৷’’

কাঁথি ও কলকাতা, 14 জানুয়ারি : কিছুদিন আগেই দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে । পরিবর্তে সেই জায়গায় আনা হয়েছে রামনগরের বিধায়ক অখিল গিরিকে । এই পরিস্থিতিতে গতকাল কাঁথি পোস্ট অফিস মোড়ে সভা করেন কুণাল ঘোষ । সভামঞ্চ থেকে শিশির অধিকারীকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে । বলেছিলেন, "দীর্ঘদিন দলে থেকে দলের সমস্ত ক্ষমতা ভোগ করার পর ভোটের চার-পাঁচ মাস আগে ওঁর বিলম্বিত বিবেক জাগরণ হয়েছে । ওঁর কথা আগের দলে যদি কেউ শুনত না তাহলে উনি আগে ইস্তফা দেননি কেন ?"

আজ এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে শিশির অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি । ছেলের প্রতি কুণালের এই মন্তব্য যে ভালোভাবে নেননি শিশিরবাবু তা তাঁর প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট । সাংবাদিক হিসাবে কুণাল ঘোষের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । বলেন, "কোন সাংবাদিকের বেতন 16 লাখ টাকা হয় ? থাকার খরচ 3 লাখ টাকা হয় ?" সুদীপ্ত সেনের থেকে কাগজ চালানোর নাম করে 16 লাখ টাকা নিয়েছেন, 3 লাখ টাকা থাকার খরচ নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি । পাশাপাশি, কুণাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন শিশিরবাবু ।

আরও পড়ুন : অন্যের বউকে বন্ধু বলে 24 ঘণ্টা ঘরে রেখে দিয়েছে শোভন, আক্রমণ কুণালের

যদিও শিশির অধিকারীর তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কুণাল ঘোষ । সাফ বলে দেন, "যে সংবাদমাধ্যমগুলির সম্পাদকরা আমাকে তিনবার করে চাকরি করিয়েছে, (শিশির অধিকারী) তাঁদের এটি জিজ্ঞাসা করে নিন । এছাড়া বেশ কিছু সংবাদ ম্যাগাজ়িন, 10-12 টি চ্যানেলে প্রোগ্রাম করেছি । " শিশিরবাবুকে নিজের সাংবাদিক-সত্ত্বার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, "আমার রাজনীতি সর্বস্ব পরিচয় নয় ।"

কুণালের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন শিশিরের, কী বললেন তৃণমূলের মুখপাত্র ?

আরও পড়ুন : সাংবাদিক কুণালের যোগ্যতা আসলে দালালি, কটাক্ষ শোভনের

পাশাপাশি, কাঁথি পৌরসভার ড্র্যাফটে কোন প্রকল্পের জন্য 50 লাখ টাকা নেওয়া হয়েছে এবং সুদীপ্ত সেন কলকাতা ছেড়ে পালানোর আগে কে দেখা করে টাকা নিয়েছিলেন, সেগুলিও স্মরণে আনার জন্য শিশিরবাবুকে বলেন তিনি ।

উল্লেখ্য আজই ভারতীয় জনতা পার্টির কলকাতা জ়োনের নবনিযুক্ত পর্যবেক্ষক শোভনবাবু সরাসরি প্রশ্ন তুলেছেন ‘সাংবাদিক’ কুণাল ঘোষের যোগ্যতা নিয়ে ৷ তাঁর মতে, ‘‘কুণাল ঘোষের যোগ্যতা ছিল দালালির ৷’’

Last Updated : Jan 15, 2021, 8:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.