কলকাতা, 10 জানুয়ারি: সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রজাপতিকে ঘিরে একাধিক রাজনৈতিক তরজা শোনা গিয়েছে। তাতে 'মহাগুরু'র অভিনয় নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের গলায়। তাঁর জবাবে মঙ্গলবার কুণালকে 'এলিতেলি গঙ্গারাম' বলে কটাক্ষ করেন মিঠুন। এর পালটা দিয়ে বিজেপির তারকা নেতা মিঠুনের অতীতের 'গোপন কথা' ফাঁস করলেন তৃণমূল মুখপাত্র (Kunal Ghosh Slams Mithun Chakraborty)।
মঙ্গলবার বিজেপির (BJP) কর্মসূচিতে ত্রিপুরা সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মিঠুন 'এলিতেলি গঙ্গারাম' বলে কুণালকে কটাক্ষ করেন। এরপরই এই মন্তব্য়ের পালটা দিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, "উনি তো নিজেকে সাপ বলেন। তাই সাপের মতো খোলস বদলেছেন। আর 'এলিতেলি' বলছেন তো ? এই এলিতেলিকে সঙ্গী করেই কত কী যে করেছেন, তা আর কী বলব ? এই এলিতেলির সঙ্গেই উনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন জাতীয় পুরস্কারের জন্য। এই এলিতেলির সঙ্গেই বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে গিয়েছেন। আরও অনেক কিছুই করেছেন। সেসব প্রকাশ্যে বললে তাঁর আর সম্মান থাকবে না।"
বিতর্কের শুরু অভিজিৎ সেন পরিচালিত 'প্রজাপতি' (Projapoti Movie) ছবি ঘিরে। বড়দিনে ওই ছবি মুক্তি পেলেও নন্দনে প্রদর্শনের জায়গা পায়নি দেব ও মিঠুন অভিনীত প্রজাপতি সিনেমাটি ৷ নন্দনে স্থান না-পাওয়ায় দানা বেঁধেছিল বিতর্কের। বিরোধীদের মতে ওই সিনেমায় মিঠুন চক্রবর্তী থাকায় সেই সিনেমা নন্দনে দেখানো হয়নি। মিঠুন বিজেপি করেন বলেই 'প্রজাপতি' ছবিকে আলাদা চোখে দেখা হয়েছে বলেও দাবি করে গেরুয়া শিবির। দিলীপ ঘোষ বলেছিলেন, "যেহেতু মিঠুন চক্রবর্তী বিজেপিতে আছেন, তাই তাঁকে বয়কটের চেষ্টা হচ্ছে ।"
আরও পড়ুন: 'আমার মরা পর্যন্ত টিআরপি নামাতে পারবি না', কুণালকে 'এলি তেলি গঙ্গারাম' বলে কটাক্ষ মিঠুনের
জবাবে কুণাল বলেছিলেন, "এই সিনেমায় দেবের অভিনয় দারুণ। বিশেষ করে এই যে বাবা-ছেলের রসায়ন। 'টনিক'-এ দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন। পরাণবাবু সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়েছে মিঠুনদা। মিঠুনদাকে 10 গোল দিয়ে দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গা থেকে ছবিটাকে টানার জন্য হয়তো কোনও বিতর্ক তোলার চেষ্টা করছে বিজেপি।" যদিও এ সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা দেব। যিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তার পরেই একের পর এক বিতর্ক শুরু হয়। অভিনেতা মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে কথা বলাতেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে এদিন উত্তর দেন বিজেপির তারকা নেতা ৷ আর তারপরই পালটা দিলেন কুণালও ৷