ETV Bharat / state

Kunal Ghosh: সমালোচক কুণালই বুদ্ধবাবুকে দূত মারফত পাঠালেন বই-ফুল - তৃণমূল কংগ্রেস

Kunal Ghosh Sends Flower and Book: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে সম্প্রতি কুণাল ঘোষের মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল ৷ তার পরও সৌজন্যতা দেখিয়ে শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে বই, ফুল ও রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম পাঠালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ৷

Kunal Ghosh
Kunal Ghosh
author img

By

Published : Aug 11, 2023, 8:06 PM IST

কলকাতা, 11 অগস্ট: হয়তো একেই বলে উলটপুরাণ ! প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ থাকাকালীন তাঁর করা আলটপকা মন্তব্য সংবাদ শিরোনামে উঠে এসেছিল । শুধু সিপিএম নয়, অসুস্থ অবস্থায় বুদ্ধবাবুকে নিয়ে তাঁর করা মন্তব্য সৌজন্যের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন অন্য অনেক দলের নেতারা ৷ কিন্তু শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফেরা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউর বাড়িতে দূত মারফত ফুল আর বই পাঠালেন তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সাধারণ সম্পাদক ।

কুণাল ঘোষের পাঠানো উপহার সামগ্রীতে ছিল লাল গোলাপের তোড়া ও তাঁর লেখা দু’টি বই ও রবীন্দ্রসঙ্গীতের একটি অ্যালবাম । বরাবরই সংস্কৃতিপ্রেমী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয় । মূলত, সেই কথা মাথায় রেখেই মোহন সিংহ খাঙ্গুরার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামটি তিনি দিয়েছেন বুদ্ধবাবুকে ।

বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য তৃণমূল মুখপাত্রের পাঠানো এই উপহার গ্রহণ করেছেন । সমালোচনা করলেও বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের কাছে কুণাল ঘোষ বহুদিন থেকেই পরিচিত নাম । ফলে বুদ্ধবাবুর সুস্থতা কামনা করে পাঠানো এই সৌজন্য উপহার ফেরাননি মীরাদেবী ।

আর এ দিন এই উপহার পাঠানো প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘রাজনীতিগতভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অতীতেও আমার প্রশ্ন ছিল, আছে এবং থাকবে । এক্ষেত্রে তাঁকে নিয়ে যে বক্তব্য রেখেছি, তার থেকে সরে আসছি না । কিন্তু সাংবাদিক হিসাবে বরাবরই বুদ্ধবাবুর থেকে ভালোবাসা পেয়েছি । উনি কখনোই আমাকে খালি হাতে ফেরাননি । ওকে অসুস্থ দেখতে ভালো লাগে না । আমি চাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন ।’’

আরও পড়ুন: 'বুদ্ধদেবকে মহাপুরুষ সাজানো হচ্ছে', কুণালের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক চরমে

কলকাতা, 11 অগস্ট: হয়তো একেই বলে উলটপুরাণ ! প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ থাকাকালীন তাঁর করা আলটপকা মন্তব্য সংবাদ শিরোনামে উঠে এসেছিল । শুধু সিপিএম নয়, অসুস্থ অবস্থায় বুদ্ধবাবুকে নিয়ে তাঁর করা মন্তব্য সৌজন্যের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন অন্য অনেক দলের নেতারা ৷ কিন্তু শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফেরা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউর বাড়িতে দূত মারফত ফুল আর বই পাঠালেন তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সাধারণ সম্পাদক ।

কুণাল ঘোষের পাঠানো উপহার সামগ্রীতে ছিল লাল গোলাপের তোড়া ও তাঁর লেখা দু’টি বই ও রবীন্দ্রসঙ্গীতের একটি অ্যালবাম । বরাবরই সংস্কৃতিপ্রেমী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয় । মূলত, সেই কথা মাথায় রেখেই মোহন সিংহ খাঙ্গুরার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামটি তিনি দিয়েছেন বুদ্ধবাবুকে ।

বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য তৃণমূল মুখপাত্রের পাঠানো এই উপহার গ্রহণ করেছেন । সমালোচনা করলেও বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের কাছে কুণাল ঘোষ বহুদিন থেকেই পরিচিত নাম । ফলে বুদ্ধবাবুর সুস্থতা কামনা করে পাঠানো এই সৌজন্য উপহার ফেরাননি মীরাদেবী ।

আর এ দিন এই উপহার পাঠানো প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘রাজনীতিগতভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অতীতেও আমার প্রশ্ন ছিল, আছে এবং থাকবে । এক্ষেত্রে তাঁকে নিয়ে যে বক্তব্য রেখেছি, তার থেকে সরে আসছি না । কিন্তু সাংবাদিক হিসাবে বরাবরই বুদ্ধবাবুর থেকে ভালোবাসা পেয়েছি । উনি কখনোই আমাকে খালি হাতে ফেরাননি । ওকে অসুস্থ দেখতে ভালো লাগে না । আমি চাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন ।’’

আরও পড়ুন: 'বুদ্ধদেবকে মহাপুরুষ সাজানো হচ্ছে', কুণালের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক চরমে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.