ETV Bharat / state

Kunal Slams Suvendu: শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় শুভেন্দুকে কটাক্ষ কুণালের - সিবিআই

আসানসোলে বিরোধী দলনেতার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও পদপিষ্টের ফলে তিন জনের মৃত্যু নিয়ে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Slams Suvendu)। বুধবার এই ঘটনার পর, সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ককে একহাত নিলেন তিনি।

Kunal Slams Suvendu
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের ঘটনায় শুভেন্দুকে কটাক্ষ কুণালের
author img

By

Published : Dec 14, 2022, 9:26 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: আসানসোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও মৃত্যু নিয়ে শুভেন্দুকে কাঠগড়ায় তুললেন কুণাল (Kunal Ghosh) ৷ তিনি বলেন, "যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু পুলিশের অনুমতি ছাড়া মানুষকে লোভ দেখিয়ে আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে ৷ গরীব মানুষকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে ৷ আর এর জন্য 3 জনের প্রাণ গিয়েছে ৷"

তিনি আরও বলেন, "পাগলের হাতে দেশলাই পড়লে যা হওয়ার তাই হচ্ছে।" এছাড়াও শুভেন্দুর চলতি মাসে দেওয়া হুমকিকে পালটা অস্ত্র করে বিরোধী দলনেতাকে নিশানা করেন এই তৃণমূল নেতা (Kunal Ghosh Says Over Suvendu Adhikari Meeting) । কুণাল আরও জানান, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেওয়া তারিখগুলো ক্রমশ মর্মান্তিক হয়ে দাঁড়াচ্ছে। প্রথমে 12 ডিসেম্বরের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন সিবিআই (CBI) হেফাজতে লালনের মৃত্যু হল। এরপরে বললেন 14 তারিখ অর্থাৎ আজ। পুলিশের অনুমতি ছাড়া একটা বেআইনি অনুষ্ঠান করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের।

আরও পড়ুন: শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক শিশু-সহ 3

শুভেন্দুর বেআইনি সভা নিয়ে সুর চড়িয়ে তৃণমূল নেতা আরও বলেন, "রাজনীতির নামে আদতে এক একদিন একেকটি দুঃখজনক ঘটনা প্রকাশ্যে আসছে। বিজেপিকে বলব, আপনারা পাগলের হাতে দেশলাই দিয়েছেন। আপনাদের ঘর তো জ্বালাবেই। চারপাশের সমাজ ও সিস্টেমটাকে ব্যক্তিস্বার্থে জ্বালাবে এটাই তো স্বাভাবিক। পাগলের হাতে দেশলাই পড়লে এই জিনিসই হয়।"

কলকাতা, 14 ডিসেম্বর: আসানসোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও মৃত্যু নিয়ে শুভেন্দুকে কাঠগড়ায় তুললেন কুণাল (Kunal Ghosh) ৷ তিনি বলেন, "যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু পুলিশের অনুমতি ছাড়া মানুষকে লোভ দেখিয়ে আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে ৷ গরীব মানুষকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে ৷ আর এর জন্য 3 জনের প্রাণ গিয়েছে ৷"

তিনি আরও বলেন, "পাগলের হাতে দেশলাই পড়লে যা হওয়ার তাই হচ্ছে।" এছাড়াও শুভেন্দুর চলতি মাসে দেওয়া হুমকিকে পালটা অস্ত্র করে বিরোধী দলনেতাকে নিশানা করেন এই তৃণমূল নেতা (Kunal Ghosh Says Over Suvendu Adhikari Meeting) । কুণাল আরও জানান, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেওয়া তারিখগুলো ক্রমশ মর্মান্তিক হয়ে দাঁড়াচ্ছে। প্রথমে 12 ডিসেম্বরের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন সিবিআই (CBI) হেফাজতে লালনের মৃত্যু হল। এরপরে বললেন 14 তারিখ অর্থাৎ আজ। পুলিশের অনুমতি ছাড়া একটা বেআইনি অনুষ্ঠান করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের।

আরও পড়ুন: শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক শিশু-সহ 3

শুভেন্দুর বেআইনি সভা নিয়ে সুর চড়িয়ে তৃণমূল নেতা আরও বলেন, "রাজনীতির নামে আদতে এক একদিন একেকটি দুঃখজনক ঘটনা প্রকাশ্যে আসছে। বিজেপিকে বলব, আপনারা পাগলের হাতে দেশলাই দিয়েছেন। আপনাদের ঘর তো জ্বালাবেই। চারপাশের সমাজ ও সিস্টেমটাকে ব্যক্তিস্বার্থে জ্বালাবে এটাই তো স্বাভাবিক। পাগলের হাতে দেশলাই পড়লে এই জিনিসই হয়।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.