ETV Bharat / state

Kunal on Suvendu: এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি ? নেতাজির জন্মস্থান ইস্যুতে শুভেন্দুকে নিশানা কুণালের - কুণাল ঘোষ

নেতাজির জন্মস্থান ইস্যুতে শুভেন্দু অধিকারীকে ছাগল বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ তাঁর অভিযোগ রবিবার বিকেলে সোনারপুর মোড়ে পথসভায় বিরোধী দলনেতা নেতাজির জন্মস্থান সোনারপুর বলে উল্লেখ করেছেন ৷

Kunal on Suvendu ETV BHARTA
Kunal on Suvendu
author img

By

Published : May 29, 2023, 12:39 PM IST

Updated : May 29, 2023, 3:44 PM IST

শুভেন্দুর বক্তব্য

কলকাতা, 29 মে: নেতাজির জন্মস্থান ইস্যুতে এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'মূর্খ' ও 'ছাগল' বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ বিরোধী দলনেতার বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভুল জন্মস্থান বলার অভিযোগ তুলেছেন তিনি ৷ তাঁর দাবি, শুভেন্দু নিজের ভাষণে কয়েকবার বলেছেন, "নেতাজির জন্ম হয়েছে সোনারপুরে ৷" রবিবার বিকেলে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির পথসভায় নেতাজির জন্মস্থান নিয়ে শুভেন্দু একাধিকবার ভুল তথ্য দিয়েছেন বলে কুণালের অভিযোগ ৷

তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ সোমবার সকালে এ নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি কটাক্ষ করে লিখেছেন করেছেন, "সোনারপুরে দাঁড়িয়ে শুভেন্দু বারকতক বলল নেতাজির জন্ম সোনারপুরে ৷ অপূর্ব ৷ মূর্খ এটাও জানে না নেতাজির জন্ম কটকে ৷ সুভাষগ্রামে তাঁদের একটি পারিবারিক বাড়ি ছিল ৷ বাংলার নেতা সাজবে, আর নেতাজির জন্মস্থান জানবে না, এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি ? মিডিয়া, সোশ্যাল মিডিয়া নীরব কেন ?"

আরও পড়ুন: গঙ্গাজলের রাজনীতি! শুভেন্দুর রোড শো শেষে শুদ্ধিকরণ লাভলীর

রবিবার বিকালে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজপুর মোড় থেকে সোনারপুর স্টেশন মোড় পর্যন্ত একটি মিছিল করেন তিনি ৷ মূলত রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার তরফে এই মিছিলের আয়োজন করা হয় ৷ সেখান থেকে দুর্নীতি নিয়ে শাসকদলকে নিশানা করেন বিরোধী দলনেতা ৷ তাঁর অভিযোগ, সোনারপুরের বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তৃণমূলের অত্যাচারের শিকার হচ্ছেন ৷

  • সোনারপুরে দাঁড়িয়ে শুভেন্দু বারকতক বলল নেতাজির জন্ম সোনারপুরে।
    অপূর্ব।
    মূর্খ এটাও জানে না নেতাজির জন্ম কটকে।
    সুভাষগ্রামে তাঁদের একটি পারিবারিক বাড়ি ছিল।
    বাংলার নেতা সাজবে, আর নেতাজির জন্মস্থান জানবে না, এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি?
    মিডিয়া, সোশ্যাল মিডিয়া নীরব কেন?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজেশ মাহাতোর পাশে থাকার বার্তা শুভেন্দুর, পালটা দিলেন কুণাল

সোনারপুর দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়কে সরিয়ে লাভলি মৈত্রকে সেখানে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি ৷ শুভেন্দুর অভিযোগ, জীবন মুখোপাধ্যায়কে চক্রান্ত করে সরানো হয়েছে ৷ আর এর পিছনে স্বয়ং লাভলি মৈত্রের হাত রয়েছে বলে দাবি তাঁর ৷ তবে, একা লাভলি মৈত্র নন, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে সোনারপুরে বেনামে একাধিক সম্পত্তি কেনার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ রাজনৈতিক মহলের মতে, জীবন মুখোপাধ্যায়কে সরানোর নেপথ্যে ঘুরপথে সওকত মোল্লার বিরুদ্ধেই অভিযোগ করেছেন শুভেন্দু ৷

শুভেন্দুর বক্তব্য

কলকাতা, 29 মে: নেতাজির জন্মস্থান ইস্যুতে এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'মূর্খ' ও 'ছাগল' বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ বিরোধী দলনেতার বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভুল জন্মস্থান বলার অভিযোগ তুলেছেন তিনি ৷ তাঁর দাবি, শুভেন্দু নিজের ভাষণে কয়েকবার বলেছেন, "নেতাজির জন্ম হয়েছে সোনারপুরে ৷" রবিবার বিকেলে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির পথসভায় নেতাজির জন্মস্থান নিয়ে শুভেন্দু একাধিকবার ভুল তথ্য দিয়েছেন বলে কুণালের অভিযোগ ৷

তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ সোমবার সকালে এ নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি কটাক্ষ করে লিখেছেন করেছেন, "সোনারপুরে দাঁড়িয়ে শুভেন্দু বারকতক বলল নেতাজির জন্ম সোনারপুরে ৷ অপূর্ব ৷ মূর্খ এটাও জানে না নেতাজির জন্ম কটকে ৷ সুভাষগ্রামে তাঁদের একটি পারিবারিক বাড়ি ছিল ৷ বাংলার নেতা সাজবে, আর নেতাজির জন্মস্থান জানবে না, এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি ? মিডিয়া, সোশ্যাল মিডিয়া নীরব কেন ?"

আরও পড়ুন: গঙ্গাজলের রাজনীতি! শুভেন্দুর রোড শো শেষে শুদ্ধিকরণ লাভলীর

রবিবার বিকালে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজপুর মোড় থেকে সোনারপুর স্টেশন মোড় পর্যন্ত একটি মিছিল করেন তিনি ৷ মূলত রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার তরফে এই মিছিলের আয়োজন করা হয় ৷ সেখান থেকে দুর্নীতি নিয়ে শাসকদলকে নিশানা করেন বিরোধী দলনেতা ৷ তাঁর অভিযোগ, সোনারপুরের বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তৃণমূলের অত্যাচারের শিকার হচ্ছেন ৷

  • সোনারপুরে দাঁড়িয়ে শুভেন্দু বারকতক বলল নেতাজির জন্ম সোনারপুরে।
    অপূর্ব।
    মূর্খ এটাও জানে না নেতাজির জন্ম কটকে।
    সুভাষগ্রামে তাঁদের একটি পারিবারিক বাড়ি ছিল।
    বাংলার নেতা সাজবে, আর নেতাজির জন্মস্থান জানবে না, এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি?
    মিডিয়া, সোশ্যাল মিডিয়া নীরব কেন?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজেশ মাহাতোর পাশে থাকার বার্তা শুভেন্দুর, পালটা দিলেন কুণাল

সোনারপুর দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়কে সরিয়ে লাভলি মৈত্রকে সেখানে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি ৷ শুভেন্দুর অভিযোগ, জীবন মুখোপাধ্যায়কে চক্রান্ত করে সরানো হয়েছে ৷ আর এর পিছনে স্বয়ং লাভলি মৈত্রের হাত রয়েছে বলে দাবি তাঁর ৷ তবে, একা লাভলি মৈত্র নন, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে সোনারপুরে বেনামে একাধিক সম্পত্তি কেনার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ রাজনৈতিক মহলের মতে, জীবন মুখোপাধ্যায়কে সরানোর নেপথ্যে ঘুরপথে সওকত মোল্লার বিরুদ্ধেই অভিযোগ করেছেন শুভেন্দু ৷

Last Updated : May 29, 2023, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.